তিনশত আসনে প্রার্থী দেয়ার জন্য জামায়াতের মাঠ পর্যায়ের নেতাদের প্রস্তুতি

লিখেছেন লিখেছেন সুন্দরের আহবান ২৯ জুন, ২০১৩, ০৬:৩১:৪১ সন্ধ্যা

তিনশত আসনে প্রার্থী দেয়ার জন্য জামায়াতের মাঠ পর্যায়ের নেতারা প্রস্তুতি নিচ্ছেন বলে আভাস পাওয়া যাচ্ছে। জামায়াতের মাঠ পর্যায়ের নেতাদের বক্তব্য হচ্ছে বি এন পি নেতা ইলিয়াস আলী নিখোজ হওয়ার পর বি এন পি কর্মসুচী দিয়েছে- আমার তা পালন করেছি, কিন্তু শিবির জামায়াতের প্রায় এক ডজন নেতাকে গুম করা হয়েছে এ সকল কর্মসুচীতে বি এন পি কোন সমর্থন দেয় নি। তারা বলেন, আমার রাজপথের যে কোন আন্দোলনে বি এন পির কর্মীদের চেয়ে বেশী সক্রিয় ভূমিকা পালন করি, সরকারের জুলুম নির্যাতনের শিকার হচ্ছে জামায়াত-শিবিরের নেতা কর্মীরা, গ্রেফতার, জুলুম, নির্যাতন, রিমান্ড বাংলাদেশের অতীতের যে কোন রেকর্ড ভঙ্গ করেছে এর পরও জামায়াত এবং শিবিরের নেতা কর্মীরা রাজপথের যে কোন আন্দোলনে জীবন বাজী রেখে লড়াই করছে। কিন্তু সেই তুলনায় বি এন পি তাদের মুল্যায়ন করছে না বলে তারা খুবই ক্ষুব্দ। বিশেষ করে জামায়াতের তিন জন নেতার বিরুদ্ধে রায় দেয়ার পর জামায়াত যে সব কর্মসুচী দিয়েছে তাতে বি এন পি কোন সমর্থন দেয় নাই, পক্ষান্তরে তারেক রহমানের বিরুদ্ধে মামলা দায়েরের বিরুদ্ধে যে হরতাল হয়েছে তাতে জামায়াত এবং শিবিরের নেতা কর্মীরা সক্রিয় ভূমিকা পালন করেছে। সর্বশেষ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতিকে গ্রেফতার করে শতাধিক মামলা দায়ের এবং রিমান্ডে নিয়ে তাকে পঙ্গু করে দেয়ার প্রতিবাদে শিবির দুই দিন হরতাল করেছে এতেও বি এন পি কিংবা ছাত্রদল সমর্থন দেয় নাই এমনকি শিবির সভাপতিকে নির্যাতনের প্রতিবাদও জানায় নাই- এ কারণে মাঠ পর্যায়ের জামায়াত এবং শিবিরের নেতা কর্মীরা খুবই ক্ষুব্ধ। তাদের বক্তব্য হচ্ছে- জেল খাটবো, জুলুম সইবো, রিমান্ডে যাবো, হাত হারা হবো, পা হাড়া হবো আমার আর আন্দোলনের ফসল ঘরে তুলবে বি এন পি- এটা আর চলতে পারে না। তাদের বক্তব্য অতীতের যে কোন সময়ের তুলনায় জামায়াতের জনসমর্থন অনেক বেড়েছে- বাড়ার কারণে হিসেবে তারা বলছেন, সরকারের জুলুম নির্যাতন এবং নির্যাতন মোকাবেলা করে রাজপথে টিকে থাকা। তারা বলেন বিগত চার সিটি নির্বাচনেও জামায়াত এবং শিবিরের নেতা কর্মীরা জান বাজী রেখে বি এন পি নেতাদের পক্ষে কাজ করেছে কিন্তু কোন সিটিতেই বি এন পি জামায়াতকে ছাড় দেয় নাই। তাই তারা কেন্দ্রীয় নেতাদের কাছে দাবী জানিয়েছে আন্দোলনের ন্যায্য হিস্যা না পেলে প্রয়োজনে আলাদা নির্বাচন- এ জন্য মাঠ পর্যায়ে তিনশত আসনেই জমায়াত নেতারা প্রস্তুতি নিচ্ছেন। জামায়াতকে বি এন পি যে অবজ্ঞা করে এ ব্যাপারে তারা সব সময়ই কেন্দ্রীয় নেতাদের বলে আসছেন বলে মাঠ পর্যায়ের অনেক নেতা দাবী করেছেন। এ ব্যাপারে সরাসরি কেউ কথা বলতে না চাইলেও তাদের মনে যে ক্ষোভ আছে তা অনেকের কথা বার্তায় বোঝা যায়।

বিষয়: বিবিধ

১৬৮৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File