হু ইজ অলওয়েজ দালাল-

লিখেছেন লিখেছেন সুন্দরের আহবান ২৬ জুন, ২০১৩, ১০:৩৪:৫২ রাত

দ্বি জাতি তত্বের ভিত্তিতে যখন ভারত পাকিস্তান ভাগ হয় তখন দেওবন্দের সকল নেতারা ওলামায়ে হিন্দের( সব কওমী আলেম) নেতারা অভিভক্ত ভারতের পক্ষে ছিলেন, কিন্তু মাওলানা মওদুদী ওলামায়ে হিন্দের এ অবস্থানের তীব্র বিরোধীতা করে দ্বি-জাতিতত্বের পক্ষে এবং মুসলমানদের আলাদা আবাসভুমির পক্ষে তার জোরালো অবস্থান বক্তব্য, বিবৃতির মাধ্যমে প্রকাশ করেছেন, এমনকি ইংরেজরা এ দেশ থেকে বিতারিত হওয়ার পর যখন ভারত এবং পাকিস্তান নামে আলাদা দুটি রাস্ট্র হলো তখন মাওলানা মওদুদী তার ভারতের পৈতৃক নিবাস ছেড়ে সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনপদ এবং মুসলমানদের আলাদা আবাস ভুমি পাকিস্তানে এসে বসবাস করেন। তাই যারা বলেন মাওলানা মওদুদী অভিভক্ত ভারতের পক্ষে ছিলেন তারা একশত ভাগ মিথ্যা এবং বানোয়াট কথা বলেন- মাওলানা মওদুদী যে মুসলামনেদের স্বতন্ত্র আবাস ভুমির পক্ষে বক্তব্য দিয়েছেন তা জনাতে হলে পড়ুন- ১. মাওলানা মওদুদী- একটি জীবন একটি ইতিহাস, ২. জামায়াতে ইসলামীর ইতিহাস, ৩. ইসলামী বিপ্লবের পথ ৪. উপমাহাদেশের মুসলমানদের সমস্যা, ৫. একশত বছরের রাজনীতি। এর কোথাও প্রমাণ পাবেন না যে জামায়াত অথবা মাওলানা মওদুদী অবিভক্ত ভারতের পক্ষে ছিলেন। বরং দেওবন্দের আলেমরা অভিভক্ত ভারতের পক্ষে থাকায় তিনি তাদের সমালোচনা করেছেন- এ কারণে তখন থেকে দেওবন্দের অনুসারীরা মাওলানা মওদুদী এবং জামায়াতে ইসলামীর বিরোধীতা করে আসছে। বর্তমান বাংলাদেশের প্রক্ষাপটে যদি দালাল বলতে হয় তবে এক বাক্যে যদি প্রশ্ন করা ভারতের দালাল কে? তবে কি উত্তর আসবে পাঠকরা তা ভাল করেই জানেন।

বিষয়: বিবিধ

১৭৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File