খৃস্টান বউ বনাম আহলে কিতাব

লিখেছেন লিখেছেন সুন্দরের আহবান ২০ জুন, ২০১৩, ০৬:২৫:১৯ সন্ধ্যা

মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় সংসদে বলেছেন, তার ছেলের বউ ইহুদী নয়, খৃষ্টান- তিনি আহলে কিতাব। স্বভাবতই প্রশ্ন জাগে, আহলে কিতাব কে? যারা কিতাবের অধিকারী ইসলামী শরীয়ার পিরভাষায় তাদেরকে আহলে কিতাব বলা হয়। মহাগ্রন্থ্ আল কুরআনেও অসংখ্য যায়গায় আল্লাহ রাব্বুল আলামীন ‌' ইয়া আইউহাল কিতাব' বলে সম্ভোধন করেছেন। আহলে কিতাব বলতে তাদেরকেই বুঝায়- যিনি বা যারা আল্লাহ কর্তৃক প্রেরিত কিতাব অনসরণ করে এক আল্লাহ তথা তাওহীদে বিশ্বাস করে। কিন্তু বর্তমান পৃথীবিতে যারা নিজেদেরকে ইয়াহুদি অথবা খৃস্টান বলে পরিচয় দেয় তারা কেউ কি তাওহীদে বিশ্বাস করে? তাদের কাছে কি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত মূল অহীর কিতাব তাওরাত অথবা ইঞ্জিল অবিকৃত অবস্থায় আছে? বরং বর্তমান যুগের ইয়াহুদী এবং খৃস্টানরা নিজেদের ইচ্ছে মতো এ সব কিতাবে পরিবর্তন সাধন করে এক নতুন ধর্মের আবিস্কার করেছে যার সাথে তাওহীদে বিশ্বাসী কোন মানুষের ঈমান-আকীদার ন্যুনতম কোন সম্পর্ক নেই। বর্তমান যুগের খৃস্টানরা ত্রিত্ববাদে বিশ্বাস করে যা ১০০% শিরক এবং আল্লাহকে না মানার ই ঘোষনা দেয়। তারা হযরত ঈসা আঃ কে আল্লাহর পুত্র এবং মরিয়ম আঃ কে আল্লঅহর স্ত্রী বলে ( নাউযুবিল্লাহ) বলে ঘোষণা দেয় যা কোন তাওহীদ বিশ্বাসী মানুষ মানতে পারে না। ইসলাম শুধুমাত্র সে সকল আহলে কিতাবের মহিলাদের সাথে বিবাহের অনুমোদন দিয়েছে যারা তাওহীদে বিশ্বাসী- এর বাইরে কারো সাথে বিয়ের অনুমোদন নেই। কিন্তু বর্তমান পৃথিবীতে খৃষ্টনাদের মধ্যে কোন তাওহীদ বিশ্বাসী মানুষ পাওয়া যাবে না। বর্তমান পৃথিবীর ইয়াহুদী - খৃষ্টান সবাই-ই ইসলামের দুশমন। তাইতো প্রতি রাকায়াত নামাযে আমরা পাঠ করি '' গাইরুল মাগদুবী আলাইহিম- ওয়ালাদ দ্বল্লীন" এ আয়াতের ব্যাখ্যায় তাফসীর কারকগণ বলেছেন- মাগদুব মানে খৃষ্টান এবং দ্বল্লীন মানে ইয়াহুদী- অতএব বর্তমানের কোন খৃষ্টানকে আহলে কিতাব বলার কোন সুযোগ নেই। যিনি নিজেকে আহলে কিতাব দাবী করবে কিতাবের ঘোষণা অনুযায়ী তাকে অবশ্যই মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ এর উপর ঈমান আনতে হবে। এর বাইরে সবাইই মুশরিক অথবা কাফির। কোন মুশরিক অথবা কাফিরের সাথে কোনরুপ আত্মীয়তা করেতে কুরআন স্পষ্ট ভাষায় নিষেধ করেছে- '' " আর তোমরা মুশরেক নারীদের কে বিয়ে করোনা, যতক্ষন না তারা ইমান গ্রহন করে। অবশ্য মুসলমান ক্রীতদাসী মুশরেক নারী অপেক্ষা উত্তম, যদি ও তাদেরকে তোমাদের কাছে ভালো লাগে। এবং তোমরা (নারীরা) কোন মুশরেকের সংে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ো না, যে পর্যন্ত সে ঈমান না আনে। একজন মুসলমান ক্রিতদাস ও একজন মুশরেকের তুলনায় অনেক ভাল, যদি ও তোমরা... তাদের দেখে মোহিত হোঅ। তারা দোযখের দিকে আহবান করে, আর আল্লাহ নিজের হুকুমের মাধ্যমে আহবান করেন জান্নাত ও ক্ষমার দিকে। আর তিনি মানুষকে নিজের নির্দেশ বাতলে দেন যাতে তারা উপদেশ গ্রহন করে।" (সুরাহ বাকারাহঃ আয়াত ২২১)-- আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার ছেলের খৃষ্টান বউয়ের বিয়েকে জায়েজ করার জন্য জাতীয় সংসদে যে বক্তব্য দিলেন তা বাংলাদেশ শুধু নয় সারা বিশ্বের তাওহীদে বিশ্বাসী মুসলমানের হৃদয়ে আঘাত দিয়েছে।

বিষয়: বিবিধ

১২১৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File