একজন সাবেকশিবির কর্মীর ডায়রী থেকে------------------
লিখেছেন লিখেছেন সুন্দরের আহবান ১৯ জুন, ২০১৩, ০৪:২৫:৩৭ বিকাল
বাবা, জানি না তুমি কেমন আছো, তবে প্রতিনিয়ত প্রতিদিন তোমার জন্য দোয়া করি। তুমি আমাকে উপদেশ দিতে - সৎ সঙ্গে সর্গ বাস, অসৎ সঙ্গে সর্বনাস- আমি সৎ সঙ্গী বেছে নিতে পেরেছি কি না, জানি না, তবে ক্যাম্পাসে অস্ত্রের মহড়া দেয়া, ছাত্রী লাঞ্ছিত করা, চাদাবাজী করা একটি সংগটন আছে-ছাত্রলীগ তার নাম- সে সংগঠনের কোন নেতা কর্মী আমার বন্ধুর তালিকায় নেই। যারা আমার সঙ্গী, তারা নামাজ পড়ে, প্রতিদিন সকালে কুরআন পড়ে, মিথ্যা কথা বলে না, পিতা মাতাকে সন্মান করে-জানি না আমার বন্ধুরা রাজাকার কি না, তবে তাদের রাজাকার বলে গালি দেয়া হয়। জীবনে যেন প্রতিষ্ঠিত হতে পারি এ জন্য তুমি আমায় সব সময় উপদেশ দিতে- প্রতিষ্ঠিত হতে পেরেছি কি না, জানি না, তবে বেতনরে বাইরে কোন অসৎ আয় আমার পকেটে প্রবেশ করে না- এ জন্য আমার কলিগরা আমাকে বলে আমি নাকি আন-সোস্যাল- বাবা তুমিই বলো আমি কি সোস্যাল না আন-সোস্যাল? বাবা তোমার উপদেশ এবং আমার ছাত্র জীবনের রাজাকার বন্ধুদের উপদেশ মেনে নিয়ে জীবন পরিচালনা করি- কাউকে ঠকাই না, কারো ক্ষতি করি না, কারো সাথে শত্রুতা পোষণ করি না, অফিসে দুর্নীতি করি না, করো সাথে খারাপ আচরণ করি না, কাজে ফাকি দেই না- যখন কেউ অন্যায়ভাবে তার স্বার্থ হাসিলের জন্য আমাকে ঘুষ দিতে চায় আমি তা ঘৃণাভরে প্রত্যাখ্যাণ করি- এ জন্য অফিসে আমাকে বলা হয়- রাজাকার। বাবা তোমার উপদেশ মতো ভাল বন্ধু সংগ্রহ করেছিলাম, ভাল মানুষ হওয়ার চেষ্টা করছি, অন্যায় দুর্নীতি থেকে দুরে থাকার চেষ্টা করছি- কিন্তু অফিসে আমার উপাধি রাজাকার- বাবা তুমিই বলো আমি ভাল মানুষ হতে পেরেছি কি না?
বিষয়: বিবিধ
১৬৫২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন