কেয়ার টেকার সরকারের দাবী থেকে দৃষ্টি ফেরানোর জন্যই সিটি নির্বাচনে নিরপেক্ষতার ভান---------- সাধু সাবধান-------

লিখেছেন লিখেছেন সুন্দরের আহবান ১৬ জুন, ২০১৩, ০৬:৩১:৫১ সকাল



চার সিটি করপোরেশন নির্বাচনে জনগণ আওয়ামীলীগের দুঃশাসনের জবাব দিয়েছে ব্যালটের মাধ্যম। জনগণ আওয়ামীলীগকে প্রত্যাখ্যান করেছে। তার মানে আগামী নির্বাচনে আওয়ামীলীগের বিজয়ের কোন সম্ভাবনা নেই। এটা বোঝার পর কি আওয়ামীলীগ জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে করবে? না, তারা তা করবে না। এ জন্যই তারা সংবিধান থেকে কেয়ার টেকার ব্যবস্থা বাদ দিয়েছে। এ নির্বাচনে তারা পেশী শক্তির ব্যবহার-ক্ষমতার অপব্যবহার না করে দেখাতে চেয়েছে যে, তারা নিরপেক্ষভাবে নির্বাচন করতে পারে। যাতে আগামী জাতীয় সংসদ নির্বাচনও তাদের অধীনে হয়। তার মানে চারটি মেয়র পদ যায় যাক- রাস্ট্র ক্ষমতা যেন তাদের হাতে আবার ফিরে আসে। এ জন্যই আওয়ামীলীগ নেতা নাসিম সাহেব বলেছেন কেয়ামত হবে তবু কেয়ার টেকার সরকারের দাবী মেনে নেয়া হবে না। অতএব এটা ভালভাবে বুঝতে হবে- আওয়ামীলীগ সিটি নির্বাচনের ভুল জাতীয় নির্বাচনে করবে না। ক্ষমতা পাকাপোক্ত করার জন্যই তারা আগামী নির্বাচন তাদেও অধীনে করতে চায়। এখন হয়তো আওয়ামীলীগের অনেক নেতা অনেক বাগাড়ম্বও করবেন- তারা বলবেন, আওয়ামীলীগ নিরপেক্ষ নির্বাচন করতে জানে, ভোটাধিকার ফিরিয়ে দিতে জানে............ ইত্যাদি...... ইত্যাদি।

বিষয়: বিবিধ

১০১৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File