খালেদা জিয়াকে জেলে নেয়ার ঘোষণা----- বি এন পি নেতাদের ঘুম ভাংবে কি???????
লিখেছেন লিখেছেন সুন্দরের আহবান ১৩ জুন, ২০১৩, ০৯:১১:০৯ সকাল
বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়াকে জেলে যাওয়ার প্রকাশ্য হুমকি দিলেন প্রধানমন্ত্রী। তিনি বেগম খালেদা জিয়াকে গণতান্ত্রিক হওয়ার আহ্বান জানিয়েছেন। বিরোধীদলীয় নেতাকে গণতন্ত্রের পথে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, অন্যথায় তত্ত্ববধায়ক আসলে আবার জেলের ভাত খেতে হবে।
গণভবনে নওগাঁ জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময়ের শুরুতে খালেদা জিয়াকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ এনে তিনি বলেন, ‘উনি যে কী করবেন! তাল হারিয়ে ফেলেছেন। দিশেহারা হয়ে গেছেন।’
শেখ হাসিনা বলেন, ‘বিএনপির দেয়া মুলতবি প্রস্তাবের বিষয়ে দলের কার্যনির্বাহী পরিষদের বৈঠকে আমরা সিদ্ধান্ত নিয়েছি। পরে তারা প্রস্তাব প্রত্যাহার করে নেয়। আসলে তারা আলোচনা চান না, গোলমাল করতে চান।’
বিরোধীদলীয় নেতাকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, ‘এদিক-ওদিক না করে গণতন্ত্রের পথে চলুন। আপনি নিজেই লাভবান হবেন। তত্ত্বাবধায়ক সরকার এলে আবারো ‘জেলের ভাত’ খেতে হবে। কেউ উনাকে ছাড়বে না।’
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আজ বড় প্রশ্ন- সরকার কি গণতান্ত্রিক? তাদের আচরণ কি গণতান্ত্রিক? সরকারের সারে চার বছরের শসনামলে জনগণ কতটুকু গণতান্ত্রিক শাসন পেয়েছে? বি ডি আর বিদ্রোহের সুষ্ঠু তদন্ত এবং বিচার কি হয়েছে? পদ্মা সেতু দুর্নীতির সুস্ঠু তদন্ত কি হয়েছে? সারা দেশে ছাত্রলীগ যুবলীগের ক্যাডারদের হামলা, চাঁদাবাজি, দখল, খুন, ধর্ষন কোন ধরণের গণতন্ত্র? আইন শৃংখলা বাহিনীর পরিচয়ে ধরে নিয়ে যাওয়ার পর মানুষ গুম হওয়া কোন ধরণের গণতন্ত্র? বিরোধী দলের উপর অন্যায় জুলুম নির্যাতন হামলা মামলা গণগ্রেফতার এবং একজন ব্যক্তিকে একাধারে ৫৩ দিন রিমান্ড কোন ধরণের গণতন্ত্র? সাঈদীর রায়ের পরে গণহত্যা কোন ধরণের গণতন্ত্র? মতিঝিলে নীরিহ আলেম ও মাদরাসা ছাত্রদের গণগত্যা কোন ধরণের গনতন্ত্র? এক দলীয় শাসন কায়েমের লক্ষ্যে নিজেদের অধীনে নির্বাচনের ব্যবস্থা করা কোন ধরণের গণতন্ত্র? সব ধরণের সভা সমাবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ কোন ধরণের গণতন্ত্র? এই গনতন্ত্র মেনে নেয়া কি বিরোধী দলীয় নেতার পক্ষে সম্ভব? এটা না মানলে কি খালেদা জিয়াকে জলে যেতে হবে? খালেদা জিয়াকে জেলে নেয়ার হুমকি দেয়ার পরও কি বি এন পি নেতাদের ঘুম ভাংবে না? না কি তারা নাকে তেল দিয়ে ঘুমাবে? বর্তমান সরকারের কাছ থেকে ভাল আচরণ আশা করে লাভ নেই। তারা কাউকে ছাড় দিবে বলে যে আশা বি এন পি নেতারা করছেন সে আশায় গুড়ে বালি। জেলের ভয়ে যদি আন্দোলনের পথ থেকে সরে দাড়াতে চায় তাতেও লাভ হবে না। আওয়ামীলীগ তার ক্ষমতা কুক্ষিগত করার জন্য খালেদা জিয়াকেও জেলে নিতে কুন্ঠাবোধ করবে না।
বিষয়: বিবিধ
১৫২৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন