আর কতকাল বিশ খাবো??????????

লিখেছেন লিখেছেন সুন্দরের আহবান ১২ জুন, ২০১৩, ১০:২৯:১৯ সকাল

এখন ফলের মৌসুম, বাজারে বাহারী ফলের সমারোহ- আম. জাম. লিচু, কাঠাল, তরমুজ। প্রতিটি ফলই আল্লাহর অফুরন্ত নেয়ামত। বাংলাদেশের এ সব ফলের মতো স্বাদ পৃথিবীর অন্যান্য দেশের ফলে পাওয়া যায় না্ । স্বাদের জন্য বাংলাদেশের এ সব ফল অনন্য। এ সব ফলের স্বাদ যেমন তার পুষ্টিগুনও তেমন। কিন্তু অতি লোভী ব্যববসায়ীদের কারণে আমাদের দেশের এ সব ফল যেন এক একটি বিশের বোতল। পত্রিকায় প্রকাশিত রিপোর্ট অনুযায়ী প্রতিটি ফলে এখন দেয়া হয় অতি ক্ষতিকর রাসায়নিক পদার্থ ফরমালিন এবং কার্বাইড। যা মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকর। প্রতিদিন পত্রিকায় রিপোর্ট আসছে কিন্তু সরকার এবং সরকারের সংশ্লিষ্ট বিভাগের যেন এ নিয়ে কোন মাথা ব্যথা নেই। আজ আমার যেন অসৎ ব্যবসায়ী আর অসৎ সরকারী কর্মকর্তাদের কাছে গিণিপিগে পরিণত হয়েছি। তারা আমাদের বিষ খাইয়ে দেখছে বিষ খাওয়ার পরও আমরা কতদিন বেচে থাকতে পারি। কিন্তু কতকাল? কতদিন? কত সময়? আমরা এ ভাবে বিষ খেয়ে যাবো??????

বিষয়: বিবিধ

১২৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File