ফেসবুক, টুইটার,ব্লগ ব্যবহার কারীরা সাবধান- ধেয়ে আসছে মহা বিপদ
লিখেছেন লিখেছেন সুন্দরের আহবান ১১ জুন, ২০১৩, ০৯:০০:৫৭ রাত
ফেসবুক, টুইটার এবং ব্লগ ব্যবহারকারীরা সাবধান ধেয়ে আসছে মহা বিপদ- মিডিয়া নিয়ন্ত্রনের পর এবার সরকার সামাজিক যোগাযোগ মাধমে হাত দিচ্ছে।। পাশ হয়েছে নতুন আইন, এ আইনে ফেসে যেতে পারে যে কেউ। সরকারের বিরুদ্ধে যাতে কেউ কোন প্রকার মন্তব্য করতে না পারে, সরকারের অন্যায় জুলুম নির্যাতন সম্পর্কে প্রতিবাদ করতে না পারে এ জন্য বাকশালের নব্য সংস্করণ আইন পাশ হয়েছে ------।মঙ্গলবার জাতীয় সংসদ অধবিশেনে স্পকিার শরিীন শারমনিরে সভাপতিত্বে স্বরাষ্ট্রমন্ত্রী মহউদ্দিন খান আলমগীর বিলটি উত্থাপন করলে কণ্ঠ ভোটে তা পাস হয়।
বলিটরি ওপর বিরোধী দলরে পক্ষ থেকে সংশোধনী প্রস্তাব করা হয় এবং জনমত যাচাইয়রে জন্য সংসদীয় কমিটিতে প্ররেণরে জন্য প্রস্তাব করা হলে তা কণ্ঠভোটো নাকচ হয়ে যায়।
এ সময় সন্ত্রাস দমন নয়, বরিোধী দল দমনরে জন্য এ আইন প্রণয়ন করা হচ্ছে দাবি করে এ আইন পাসরে বরিোধতিা করে বরিোধী দল সংসদ থেকে ওয়াকআউট করে
ব্যারস্টিার মওদুদ আহমদ বলনে, এ আইনটি সন্ত্রাস দমন করার জন্য নয়, বরিোধী দলকে দমন করার জন্য আইন করা হচ্ছ। ১৯৭৪ সালে যে ধরনরে আইন প্রণয়ন করা হয়, এখনও এ ধরনরে একটি আইন পাস করা হচ্ছে।
তিনি বলনে, ‘এই আইনে পুলশিকে অতরিক্তি ক্ষমতা দয়ো হয়ছে। এ আইনে অপপ্রয়োগ হবে। বরিোধী দলকে যত ধরনরে নির্যাতন করা যায়, সব ধরনরে ক্ষমতা দয়ো হয়েছে এ আইন। আমরা এ বিল পাসরে প্রতিবাদে সংসদ থেকে ওয়াক আউট করলাম।’
বরিোধী দলরে ভারপ্রাপ্ত চপি হুইপ শহীদউদ্দনি চৌধুরী এ্যানি বলনে, ‘বরিোধী দলকে দমন করার জন্যই এ বলিটি সংশোধন করা হচ্ছ। বিলটি পাস না করার জন্য অনুরোধ করছি বিলটি পাস করালে আমরা ওয়াকআউট করতে বাধ্য হবো।’
আসফিা আশরাফী পাপয়িা বলনে, ‘বিলটিতে বলা হয়েছে ফসেবুকে ও টুইটারে কছিু করা হলে তা ডকুমন্টে হিসেবে নেয়া হব। এতে করে যে কউে আরকেজনরে নামে ফসেবুকে কিছু লিখে তাকে ফাঁসিয়ে দিতে পারে এজন্য আইনটি যাচাই করতে হবে।
ঠুঠো জগন্নাথ বিরোধী দল এখন সরকারের তোয়াজ করে আর সরকারের অনুমতি সাপেক্ষে মিষ্টি মিষ্টি ফষ্ঠি আন্দোলনের মাধ্যমে পিঠ বাচাতে ব্যস্ত। এ আইনের প্রতিবাদে শুধুমাত্র ওয়াক আউট করে তাদের দায়িত্ব পালন সমাপ্ত করেছে। হায়রে সরকার বিরোধী আন্দোলন, তারা যেন সরকারের বিরুদ্ধে ঘরের মধ্যেও কথা বলতে না পারে সরকার যখন এ ব্যবস্থা করছে তখন তারা একটু হালকা প্রতিবাদ করলো----------
বিষয়: বিবিধ
১১৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন