অযোগ্য পীর ও পীর জাদাদের প্রতি শাহ ওয়ালী উল্লাহ দেহলভীর উপদেশ
লিখেছেন লিখেছেন সুন্দরের আহবান ০৬ জুন, ২০১৩, ০৫:৩৬:২৯ সকাল
আমার বাসার কাছেই একটি বড় মাদরাসা আছে। মাদারাসার যারা শিক্ষক তার প্রায় সকলেই দক্ষিণাঞ্চলের একজন পীরের মুরিদ। পীর সাহেবের নির্দেশনা অনুযায়ী তারা মাদারাসার সব ছাত্রদের পরিচালনা করেন। পীর সাহেব বছরে কমপক্ষে চার-পাঁচবার এ মাদরাসায় সফরে আসেন। তিনি যখন সফরে আসেন মাদারসায় বিশাল প্যান্ডেল করে মাহফিলের আয়োজন করা হয়। পীর সাহেবের আগমণ উপলক্ষে নানা আয়োজনের খাবারের ব্যবস্থা করা হয়।ঠাঠারী বাজার থেকে দেশী বড় কই মাছ, দেশী বড় রুই মাছ, কবুতরের বাচ্চা, দেশী মুরগী, খাশির গোস্ত, বিভিন্ন আইটেমের মিস্টি এবং ফল। তিনি মাদরাসায় এসে প্রথমেই বিশ্রাম নেন- বিশ্রামের পরে তার সাথে থাকা লোক লস্কর নিয়ে ভূরি ভোজ সারেন। তিনি যখন মাদরাসা ক্যাম্পাসে ভূরি ভোজে ব্যস্ত তখন মাদরাসার হোস্টেলের ছাত্ররা আলূ ভর্তা আর ডাল দিয়ে পরম তৃপ্তি সহকারে রাতের আহার সমাপন কররে। খাওয়া পর্ব শেষ- এরপর আধা ঘন্টা মোনাজাত এবং আধা ঘন্টা বয়ান করেন।এ পীর সাহেবের একটিই যোগ্যতায় তার দাদা পীর ছিলেন, তারা বাবা পীর ছিলেন অতএব পৈতৃক সূত্রে তিনি পীর। তিনি যাদের সামনে বয়ান করেন তাদের অধিকাংশ-ই ( মাদরাসার শিক্ষকদের মধ্যে) আমার জানামতে আমলে যোগ্যতায় জ্ঞানে ঐ পীর সাহেবের চেয়ে এগিয়ে আছেন। কিন্তু অন্ধ ভক্তির কারণে তারা পীর সাহেবের তোয়াজ করতে ব্যস্ত থাকেন। পীর সাহেবেরে কদম বুছি করেন। ইসলামে কদম বুছির কোন মর্যাদা না থাকলেও তার কদম বুছি করলে তিনি প্রীত হন। তাকে ভেট বেগার দিলে তিনি খূশী হন। তাদের সমীপে শাহ ওয়ালী উল্লাহ দেহলভীর একটি উপদেশ তুলে ধরছি- শাহ ওয়ালী উল্লাহ দেহলভী বলেছেন, কোন যোগ্যতা ছাড়াই যে সব পীরজাদা গদীনশীন হয়েছে আমি তাদেরকে বলি ঃ তোমরা কেন এ সব পৃথক পৃথক দল গঠন করে রেখেছো? তোমরা প্রত্যেকেই নিজের নিজের পথে চলছো কেন? আল্লাহ তায়ালা হযরত মুহাম্মদ সাঃ কে যে পথ বাতলিয়ে দিয়েছেন সেটি পরিত্যাগ করছো কেন? তোমদের প্রত্যেকে এক একজন ইমামে পরিণত হয়েছো। মানুষকে নিজেদের দিকে আহ্বান জানাচ্ছো। নিজেদেরকেই হিদায়াতদানকারী ও হিদায়াতকারী মনে করছো। অথচ নিজেই মানুষকে পথভ্রস্ট করছো। পার্থিব স্বার্থের গরজে যারা মানুষকে বাইয়াত করায় আমি তাদের প্রতি আদৌ সন্তুষ্ট নই। যারা দুনিয়ার স্বার্থে ইলম হাসিল করে অথবা মানুষকে নিজের দিকে আহ্বান করে তাদের দ্বারা নিজের স্বার্থ চরিতার্থ করে তাদের প্রতিও আমি সন্তুষ্ট নই। তারা সবাই দস্যু দাজ্জাল প্রবঞ্চক, মিথ্যুক, ও প্রবঞ্চিত।
বিষয়: বিবিধ
১৬০৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন