ঢাকা থেকে দার্জিলিং, সাথে মিরিক ও কালিম্পং ঘুরে আসতে চাই
লিখেছেন লিখেছেন আনোয়ারুল হক খান ০১ জুলাই, ২০১৩, ০১:৪৭:২০ দুপুর
আগামী ফেব্রুয়ারি তে ২ জনে দার্জিলিং যেতে চাচ্ছি। আগে কখনও যাইনি। বিভিন্ন জনের লেখা থেকে যা বুজতে পারলাম সেটা নিম্নে দিলাম। আপনারা একটু মন্তব্য করুন যে এটা কতখানি কার্যকর।
১ম দিন রাতে ঢাকা থেকে বুড়িমারি নন এসি বাস জন প্রতি ৬৫০ টাকা = ১৩০০ টাকা
২য় দিন বর্ডার পাস, জন প্রতি ৩১০ টাকা = ৬২০ টাকা
চেংড়া বান্ধা থেকে শিলিগুড়ি দুপুরের মধ্যে, বিকালে ঘোরা জন প্রতি ১৫০ টাকা = ৩০০ টাকা
রাতে শিলিগুড়ি থাকা জন প্রতি ৭৫০ টাকা = ১৫০০ টাকা
৩য় দিন , সকাল বেলা ৮টার ভিতরে মিরিকের দিকে জিপে যাওয়া, মিরিকের লেক দেখা আরও ২/৩টি স্পট দেখা, তারপর সন্ধ্যায় দার্জিলিং পৌঁছানো জন প্রতি ৪০০ টাকা = ৮০০ টাকা
দার্জিলিং হোটেলে ওঠা – জন প্রতি ৭৫০ টাকা = ১৫০০ টাকা
৪র্থ দিন HMI, Zoo, Rope Way, Tensing Rock, Tea Garden, Tibetan Refugee Centre, Japanese Temple & Rock Garden, হোটেল ভাড়া জন প্রতি ৭৫০ টাকা, ঘোরাঘুরি খরচ জন প্রতি ৩০০ টাকা = ২১০০ টাকা
৫ম দিন , হোটেল ভাড়া জন প্রতি ৭৫০ টাকা, ঘোরাঘুরি খরচ জন প্রতি ৩০০ টাকা = ২১০০ টাকা
৬ষ্ঠ দিন দার্জিলিং থেকে কালিম্পং তারপর সন্ধ্যায় শিলিগুড়ি, হোটেল ভাড়া জন প্রতি ৭৫০ টাকা
ঘোরাঘুরি খরচ জন প্রতি ৬০০ টাকা = ২৭০০ টাকা
৭ম দিন , শিলিগুড়ি থেকে বর্ডার জন প্রতি ১৫০ টাকা = ৩০০ টাকা
বর্ডার পাস জন প্রতি ৩১০ টাকা = ৬২০ টাকা
রাতে বুড়িমারি থেকে ঢাকা নন এসি বাস জন প্রতি ৬৫০ টাকা = ১৩০০ টাকা
খাবার খরচ এই কয় দিনে জন প্রতি ২৫০০ টাকা = ৫০০০ টাকা
সর্বমোট খরচ ২০,১৪০ টাকা
খরচ আরও কিছুটা কিভাবে কমানো যায়, আইডিয়া দিন
বিষয়: বিবিধ
৩৭১০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন