তারেক রহমানের প্রতিক্ষায় বাংলাদেশ

লিখেছেন লিখেছেন টম ক্রুজ ২৭ মে, ২০১৩, ১১:১২:৪৩ রাত

শহীদ প্রেসিডেণ্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।তাকে মনে পড়ার সাথে সাথে কেন যেন মনে হচ্ছে তিনি দেশে আসলে দেশটা একটা গভীর গহবর থেকে রক্ষা পাবে।তিনি ফিরে আসলে দেশে গনতণ্ত্র পূনপ্রতিষ্ঠিত হবে।

বিগত সরকারের সময়ে তিনি যখন বিএনপির যুন্ম-মহাসচিব ছিলেন,তখন তিনি যে ধরনের তারূন্যজয়ী বক্তব্য দিয়েছিলেন তা ভুলবার নয়।আর তখন থেকেই তিনি কোটি মানুষের ভালোবাসার পাত্র হয়ে পড়েন।তাকে নিয়ে লোকজন সপ্ব দেখা শুরু করে ,তাকে আগামী দিনের দেশের সরকার প্রধান হওয়ার।তিনি শান্তি প্রতিষ্ঠা করবেন এ কথাগুলো অনকের মুখ থেকেই থেকেই শোনা যাচ্ছিল।কিন্ত বিগত তত্তাবধায়কের সময়(১/১১’র সময়)অওয়ামী ষড়যন্ত্রের স্বীকার মঈন-ফখরুদ্দীনের সামরিক সরকিার তাকে ষড়যন্ত্রমুলক দুনীতির দায়ে তার শরীরের পাজর পযন্ত ভেঙ্গে দিতে কুন্ঠাবোধ করেনি।সন্দেহ নেই,বিএনপি কে পঙ্গু করার জন্যই তারা আবিভুত হয়ছিল।ভাবতে অবাক লাগে,তারেক রহমান একজন প্রধানমন্ত্রীর ছেলে এবং বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে।তাকে যেভাবে নিযাতন করা হয়েছিল তা বিএনপি কোনদিন ভুলবেনা।

একটা বিষয় লক্ষ্য করেছেন,আওয়ামি লীগ এ পযন্ত যতগুলো ষড়যন্ত্র করেছে সেগুলোর সবগুলোতেই তারা বিজয় লাভ করেছে(দু একটি ছাড়া)।এটার প্রধান কারন তাদের কমীদের মাঝে সামন্জস্যতা।সেই এক এগারোর সময় আওয়ামি লীগের প্রধান লক্ষ ছিল কিভাবে বিএনপিকে পচানো যায়(বারবার ক্ষমতায় যাওয়ার জন্য)।তারা বুঝতে পেরেছিলো তারেক রহমান আগামী দিনে দেশকে নেতৃত্ব দেবে।এটা এখন অসম্ভব কিছু না।সাধারন মানুষ এখন আওয়ামি লীগের সব ষড়যন্ত্রের কথা জেনে ফেলেছে।তাই আওয়ামী সরকারের মন্ত্রী এমপিরা এখন যাই বলেন আওয়ামি লীগের একনিষ্ঠ কমী সমথক ছাড়া তা কেউ বিশ্বাস করে না(আওয়ামি লীগের ভিতরেও অনেকের তাদের প্রতি আস্থা নেই)।

সরকারের এখন বোঝা উচিত,এই মুহুতে তারেক রহমান দেশে ফিরে আসলে আশ্চয্য হওয়ার কিছু নেই(সরকার তাকে নিজেদের জন্য বিপদজনক ভেবেই গ্রেফতারি পরোয়ানা জারি করেছে)।তার প্রতি সমথন থাকবে প্রায় সব মানুষের।কেননা দেশবাসী এখন প্রহর গুনছে তার আগমনের প্রতিক্ষায়।তারেক রহমানের প্রতি তরুনতদর মাঝে যে একটা নেতিবাচক ধারনা জন্মেছিল তা এখন অনেকটাই বিলুপ্তির পথে।এটা অবশ্য আওয়ামি লীগ সরকারের ব্যথতা(এটা তাদেরই প্রচারনার ফল)।

তোরেক রহমানকে নিয়ে আওয়ামি লীগ সরকারের যত জ্বালা,কারন বিএনপির আগামী দিনের হাল ধরবে তারেক রহমান।কিন্ত আওয়ামি লীগের আগাম িদিনের নেতৃত্ব দেওয়ার মতো কেউ নেই(শেখ হাসিনার আপনজন)।তাই দেশবাসী স্বভাবতই ঝুকঁবে তারেক রহমানের দিকে।আর তারেক রহমানের যেকোন কথা আওয়ামি লীগ সরকার তাদের জন্য হুমকি মনে করে।কয়েকদিন আগে তারেক রহমান লন্ডনে বিএনপির এক সভায় বক্তৃতাদানের কথা শুনে আওয়ামি লীগের একজন মন্ত্রী মন্তব্য করেন,তারেক রহমান নাকি বিদেশ থেকে সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে!আরে মণ্ত্রী,কয়েকদিন পর বতমান সরকারের কোন অস্তিত্বই থাকবে না ।সাধারন জনগনই তাদের দেশ থেকে বিতাড়িত করবে(এ পযন্ত যতগুলো হত্যাকান্ড তারা ঘটিয়েছে তারই ফলস্বরুপ)।তাই তারেক রহমানের কথা চিন্তা না করে নিজেদের অস্তিত্বের কথা ভাবুন,দেশের কথাতো অনেক আগেই ভুলে গিয়েছেন।আওয়ামি লীগ সরকার তারেককে নিয়ে যতই কথা বলবে তার দেশে ফিরে আসার সম্ভাবনা ততই বাড়বে।তারেক রহমান পরিপূণ সুস্থ হয়ে দেশে ফিরে আসুক এই প্রতিক্ষায় দেশবাসী!!!!!!

বিষয়: বিবিধ

১১১৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File