আজ কি হাসিনা-খালেদাকে ফোন করবেন? কাংখিত সংলাপের দরজা খুলবে কি ?
লিখেছেন লিখেছেন সিকদারমোহাম্মদ ২৬ অক্টোবর, ২০১৩, ০১:৪৩:৪৯ দুপুর
সিকদার মোহাম্মদঃ
বহুল কাংখিত সংলাপের দরজা আজ খুলবে, কি খুলবেনা -তা নিয়ে দেশবাসী অধীর আগ্রহে প্রহর গুনছেন । আর এই কাংখিত সংলাপ শুরু হবার মাধ্যমে উভয় পক্ষ সম্মানজনক সিদ্ধান্তে পৌঁছার মধ্যদিয়ে জাতি অনাকাংখিত পরিস্থিতি থেকে পরিত্রাণ পাবে, এটাই দেশবাসীর প্রত্যাশা ।
গতকাল ১৮ দলীয় জোটের সমাবেশ থেকে জোট নেত্রী বেগম খালেদা জিয়া সংলাপ শুরু করার জন্য সরকার কে যে আল্টিমেটাম দিয়েছেন তার আর মাত্র কয়েক ঘন্টা বাকি, এ পরিস্থিতিতে যদি সরকারের তরফ থেকে সংলাপ শুরু করার প্রক্রিয়া চালু করা হয়, তবে বিএনপি ও তার জোট ঘোষিত হরতাল প্রত্যাহার করতে বাধ্য হবে, আর জাতি রক্ষা পাবে মুসকিল থেকে, কারণ বিএনপিও নিশ্চই চাইবেনা জনমতে বিরুদ্ধে গিয়ে এই সময় আন্দোলনে যেতে ।
শুক্রবার বেলা ১২টায় গুলশানে এক আলোচনাসভায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাংবাদিকদের জানিয়েছেন, নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ফোন করবেন। আশা করছি আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান হবে। তবে, ইনুর এই বক্তব্যের পর ২৪ ঘন্টা পার হয়ে গেলেও এরকম কোন ঘটনার খবর সংবাদ মাধ্যমে না আসাতে তার বক্তব্যের যথার্থতা নিয়ে জনমনে নানা গুঞ্জনভর করছে ।
তবে একটি সূত্র মতে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার সঙ্গে আজ শনিবার ফোনালাপ করতে পারেন। আজ শনিবার দুপুরে ১৪ দলের একটি বৈঠক রয়েছে, বৈঠক শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোন দিতে পারেন বিরোধী নেত্রীকে। উভয় পক্ষের সংশ্লিষ্টরা এমন আশাই করছেন। আর এ্ কারণেই বেগম জিয়া সংলাপের পাশাপাশি আন্দোলনের কথা বলে কেবল প্রাথমিকভাবে টানা ৬০ ঘন্টার হরতাল ঘোষণা করেছেন, যা শুরু হবার কথা রোববার ভোর ৬টা থেকে । ফলে, খালেদা জিয়া তার বক্তৃতায় যে অবকাশ রেখেছেন শনিবারের মধ্যে সংলাপ ব্যবস্থা না হলে রোববার থেকে শুরু হবে হরতাল। চলমান প্রেক্ষিত বিবেচনায় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদিচ্ছার যে কথা সংবাদ মাধ্যমে এসেছে তা বাস্তবায়ন হওয়া আজকের মধ্যেই জরুরি ।
প্রসঙ্গত, জাতীয় সংসদ নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক সংঘাত। শুক্রবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বড় সমাবেশ করে রোববার ভোর থেকে টানা তিনদিন হরতালের কর্মসূচি দিয়েছেন বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া। দেশের বিভিন্ন জেলা শহরে সরকার ও বিরোধী দলের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে শুক্রবার। এ দিনই মারা গেছেন ৮ জন। আহত হয়েছে পাঁচশতাধিক।
বিষয়: রাজনীতি
৯৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন