আওয়ামীলীগের দ্বিতীয় প্রধান দূর্গের পতন, এর পর কি হবে প্রধান দূর্গ গোপালগঞ্জের ?
লিখেছেন লিখেছেন সিকদারমোহাম্মদ ০৭ জুলাই, ২০১৩, ০১:০৭:২৪ রাত
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রাপ্ত ফলাফলে বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থী এম এ মান্নান বিজয়ের দ্বার প্রান্তে কেবল আনুষ্ঠানিকতাটুকু বাকী। এই নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেছিলেন আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর অন্যতম সদস্য তোফায়েল আহমদ।
তিনি গাজীপুরকে আওয়ামীলীগের দ্বিতীয় দূর্গ বলে অভিহিত করেণ। আওয়ামীলীগ এখানে কখনও হারেনি বলেও দম্ভোক্তি করেছিলেন ।
শুক্রবার বিকালে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, গোপালগঞ্জের পর গাজীপুর আওয়ামীলীগের সবচেয়ে শক্তিশালী এলাকা। গাজীপুরে কখনও আওয়ামীলীগ হারেনি এবং গাজীপুরকে আওয়ামীলীগের দ্বিতীয় দূর্গ বলেও অভিহিত করে বলেন গাজীপুরের মানুষ আওয়ামী লীগ ভাবাপন্ন। তোফায়েল আহমেদের এ বক্তব্য যে সঠিক নয়, তার আর প্রমানের অপেক্ষা রাখে না । তবে, এদেশের মানুষ ইসলাম প্রিয়, তা তারা বার বার প্রমান দিয়েছে । কেবল ক্ষমতা ও মিডিয়ার জোড়ে তা অস্বীকার করেছে বার বার ক্ষমতায় আসীন হয়ে ক্ষমতাবানরা।
শনিবারের সিটি নির্বাচনে আওয়ামীলীগের আজমত উল্লাহর পরাজয়ের পর দেশব্যাপী আলোচনা হচ্ছে ৫-০ তে আওয়ামীলীগ ধবল ধোলাইর। এর পর তোফায়েল আহমেদ সাহেব আওয়ামীলীগের প্রধান ঘাঁটি গোপালগঞ্জ সম্পর্কে কি বলবেন ? গোপালগঞ্জের মানুষরাইবা কি করবেন ? তারাও কি সুযোগের অপেক্ষায় আছে গাজীপুরবাসীর পদাংক অনুসরণের ? এ কথা জানিয়ে দিতে যে বাংলাদেশের মানুষ কোন দল বা পরিবারের নিকট নিজেদের কে বিক্রি করে দেয়নি? এ দেশের মানুষ কেবল পাঁচ বছরের জন্য দেশের দেখভাল করার দায়িত্ব দেয়।
আওয়ামীলীগের দ্বিতীয় ঘাঁটি বা দূর্গ অথবা দ্বিতীয় গোপালগঞ্জের পতন তাদের নিম্নগামী জনপ্রিয়তারই লক্ষণ । দেশের মাণুষের প্রতি পারস্পরিক সম্মান ও শ্রদ্ধাবোধের পরিবর্তে, ঘৃণা-বিদ্বেষ ও জাতি বিনাশি কর্মকান্ড মানুষ প্রত্যাক্ষাণ করেছে ।
বিষয়: বিবিধ
১৩২৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন