মুক্তচিন্তা, না চিন্তার মুক্তি?

লিখেছেন লিখেছেন সিকদারমোহাম্মদ ৩০ মে, ২০১৩, ০৮:৩০:৫২ সকাল

আজকাল চিন্তা কেবলই চিতানলের দিকে ধাবিত হচ্ছে ।চিন্তার স্বাধীনতার বিষয় অনেক বেশি বলা বলি হচ্ছে ।চিন্তা করতে যেয়ে অনেকে আবার চৈতন্যও হারিয়ে ফেলছেন । এ থেকে মুক্ত থাকার জন্যও অনেকে চেষ্টার চরিত্রকে অব্যাহত রাখার অবিরত প্রচেষ্টা করছেন । কারন চিন্তা করাকে আমরা এক ধরনের ব্যধি রূপে ভাবছি ।সব কিছুর মূলের চিন্তা ভাবনা থেকে নিজেদের বিরত রাখছি ।সমস্যার গভীরে প্রবেশ করতেই চাচ্ছিনা ।

চিন্তার সাথে প্রকাশ বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত ।প্রকাশের স্বাধীনতার বিষয়টিও এ সময়ের একটি আলোচিত বিষয়।

দৈন্যতার দিক থেকে প্রকাশের চেয়ে চিন্তার অবস্হা অধিকতর নাজুক ।প্রকাশ আমরা কোননা কোন উপায়ে করতে পারছি, এখন মাধ্যমের ছড়াছড়ি, ফলে যে কেউ ইচ্ছে করলেই তার নিজস্ব গন্ডির মধ্যে নিজের চিন্তা প্রকাশ করতে পারছেন ।তবে মাধ্যম নিয়ন্ত্রনের প্রচেষ্টা ক্ষমতার সাথে সম্পর্কিত, এটা সব যুগেই চর্চিত হয়েছে এবং হবে, যুগে যুগে ক্ষমতার এ চর্চার সাথে চিন্তা প্রকাশের দান্দিকতার ফলেই নব নব মাধ্যমের উদ্ভব ঘটেছে ।ফলে এ ক্ষেত্রে ভাবনাটা ভিন্ন রকমের ।

চিন্তার বস্তুনিষ্ঠতা আজ প্রশ্নের সম্মুখিন ।চিন্তা বিভিন্ন ভাবে নিয়ন্ত্রিত ।আত্নউপলব্ধি ও আত্নপরিচয়ের সাথে চিন্তা আজ সম্পর্কহীন ।নিজেদের খুব সাধারণ সমস্যা সমাধানে নিজেরা চিন্তা করছি কিনা তাও আজ প্রশ্নবিদ্ধ । চিন্তা ও তার প্রকাশের ক্ষেত্রে স্বনিয়ন্ত্রিত সেন্সরশীপ আরোপের কথাও আজ উচ্চারিত হচ্ছে । ভাবনার ডালে ক্রমশঃ এটাই দুলছে চিন্তা কি আজ বন্দি? মুক্ত চিন্তার পথ কি রুদ্ধ? তাই কি এখন সময়ের দাবী চিন্তার মুক্তি ?

বিষয়: বিবিধ

১৫৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File