হায় আমাদের শিক্ষা ব্যবস্থা (৮)
লিখেছেন লিখেছেন শুকনা মরিচ ০৪ মে, ২০১৪, ০৪:৫৬:২৪ বিকাল
বাংলাদেশ বিপুল হারে বেড়ে গেছে কোচিং বাণিজ্য। আমাদের শ্রেণী শিক্ষক আমাদের ক্লাসে এসে পড়ানো বাদ দিয়ে পুরো সময় শুধু নিজের প্রশংসা নিয়েই মেতে থাকেন। তার দাবি তিনি ক্লাস টিচার হয়েছেন ছাত্র পড়াতে। এক কথায় আমাদের জিম্মি করে রাখে। তার কাছে না পরলে এসবিএ/পরীক্ষায় ফেল করায়, কেউ গুরুতর অসুস্থ হলে ছুটি নাই। এছাড়া সারা দিন তো ঝাড়ি আছেই। অসভ্য শিক্ষকের কাছে পড়তে গেলেও পুরো সময়েই অশ্লীল ইঙ্গিতে কথা বলে। সরকার কোচিং ব্যবসা বন্ধের নির্দেশ দিলেও এই হারামি মার্কা শিক্ষকরা তা করে না। আপনারা ভাবছেন আমি গালাগাল করছি তাকে নিয়ে। কিন্তু এটা আমাদের সকলেরই ক্ষোভ। আমি আমার সহপাঠীদের ও নিজের পক্ষ থেকে এই প্রতিবাদ জানাই সেসব নির্লজ্জ বেহায়া শিক্ষককে যারা ভালো কিছু করতে তো পারেই না বরং খারাপ কিছু করে আমাদের ভবিষ্যৎ নষ্ট করছে।
বিষয়: বিবিধ
১৪৯৬ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সহমত
মন্তব্য করতে লগইন করুন