ইসলামিক রাজনৈতিক দলগুলোর প্রতি আমার ছোট্ট অনুরোধ
লিখেছেন লিখেছেন শুকনা মরিচ ১৮ জুলাই, ২০১৩, ০৩:২২:২৯ দুপুর
অনুরোধটা সব দলকেই করা উচিত ছিল।কিন্তু, যেহেতু আমার অনুরোধের যৌক্তিকতা ইসলামের আলোকে প্রমান করার চেষ্টা করব তাই অন্তঃত ইসলামিক দলগুলো আমার এই অনুরোধ বিবেচনা করবে এমন আশা আছে।আর তাই তাদের কাছেই অনুরোধটা করছি।
সাম্প্রতিক একটা জনপ্রিয় ঘটনা নিয়ে অনুরোধ।ঘটনাটা হল হরতাল।আমি তো সাধারন একজন শিক্ষানবিশ।ইসলাম সম্পর্কে যারা বেশি জানেন আমার লেখায় কোনো ভুল হলে ধরিয়ে দিবেন আশা করি।
আবু দাউদ-এ একটা হাদিস পড়েছিলাম,"কিছু সাহাবী রাস্তার পাশে বসেছিলেন।রাসুল(সাঃ) তাদের বললেন রাস্তার পাশে বসা জরুরী না হলে তারা যেন না বসে।সাহাবীরা জানালেন,এছাড়া তাদের উপায় নেই।তখন বললেন,"তাহলে তোমরা রাস্তার হক আদায় কর।"সাহাবীরা জিজ্ঞাসা করলেন,"রাস্তার হক কি?"রাসূল (সাঃ) জানালেন,"দৃষ্টি সংযত রাখ,পথ থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দাও,সালামের উত্তর দাও,ভাল কাজের আদেশ কর,মন্দ কাজের নিষেধ কর।"
হরতাল পালনকালে যারা পথে অবস্থান করেন তারা এর কয়টা হক আদায় করেন?পথ থেকে কষ্টদায়ক বস্তু সরানো তো দূরের কথা,টায়ার পুরিয়ে বা অন্যকিছু রেখে আরও পথে কষ্টদায়ক বস্তুর সমাগম ঘটান।দৃষ্টি হয়তো সংযত থাকে।সালামের আদান প্রদান পথচারীদের সাথে তেমন একটা অবশ্যই হয় না।ভাল কাজের আদেশ মন্দ কাজের নিষেধ কতটুকু করা হয় সে বিষয়েও আমার তেমন একটা জ্ঞান নাই।তাহলে তাদের হরতাল পালনটা কি ইসলামিকভাবে বৈধ হচ্ছে?
যে পরিমান গাড়ী ভাংচুর হয় এবং এর জন্য মালিকের যে ক্ষতি হয়-মালিক যদি কিয়ামতের ময়দানে আপনাদের ধরে কেউ কোনো উত্তর দিতে পারবেন?তাহলে তাদের হরতাল পালনটা কি ইসলামিকভাবে বৈধ হচ্ছে?
হয়তো বলবেন আপনাদের ইমেজ নষ্ট করার জন্য অন্য কেউ এমন কাজ করছে।হতেই পারে অন্য কেউ আপনাদের ইমেজ নষ্ট করার জন্য এমন কিছু করছে কিন্তু হরতাল ডেকে আপনারাই সেই সুযোগ করে দিচ্ছেন।তাই এর দায় কোনোভাবেই এড়ানো সম্ভব না।
এছাড়া পথে মানুষের ভোগান্তি,নিরীহ পথিকের আহত-নিহত হওয়ার ঘটনা এর জন্য কিয়ামতে কেউ দায়ী করলে কি উত্তর দিবেন?তাহলে আপনাদের হরতাল পালনটা কি ইসলামিকভাবে বৈধ হচ্ছে?
আমি আগেই বলেছি আমি শিক্ষানবীশ।ইসলাম সম্পর্কে আমার আপনাদের মত জ্ঞান নেই।আমি ভুল করলে আশা করি আপনারা আমাকে শুধরে দিবেন।কিন্তু যদি ঠিক বলি তাহলে আপনাদের কাছে আমার অনুরোধ দয়া করে অধিকার আদায়ের জন্য অন্য পথ বেছে নিন।ইসলাম যে নিয়মকে সাপোর্ট করে না সে নিয়মে কখনও আল্লাহর সাহায্য পাবেন না।আর আল্লাহর সাহায্য ছাড়া কি কিছু পাওয়া সম্ভব?তাই আপনাদের কাছে আমার অনুরোধ হরতাল ত্যাগ করে ইতিহাস রচনা করুন।
বিষয়: বিবিধ
১৮০৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন