নারীবাদী ও মুক্তমনাদের সাহায্য চাচ্ছি
লিখেছেন লিখেছেন শুকনা মরিচ ২১ জুন, ২০১৩, ০২:৪৩:৫৮ দুপুর
নারীবাদী ও মুক্তমনারা,আপনারা জানেন কি,বিশ্বে প্রতি তিনজন নারীর মধ্যে একজন শারীরিক বা যৌন সহিংসতার শিকার হন। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত বিশ্বস্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। প্রতিবেদনের তথ্যমতে, বিশ্বে ৩০ শতাংশ নারী তাঁর খুব কাছের মানুষ বা প্রিয়জনের মাধ্যমে নির্যাতনের শিকার হন।
এসব ঘটনায় নারী মানসিক অবসাদসহ বিভিন্ন রোগে ভুগছেন।
লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন ও সাউথ আফ্রিকান মেডিকেল রিসার্চ এ দুটি প্রতিষ্ঠানের সমীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে বিশ্বস্বাস্থ্য সংস্থা প্রতিবেদনটি তৈরি করেছে। এতে প্রিয়জন ও অপরিচিত ব্যক্তিদের মাধ্যমে পৃথিবীজুড়ে নারীরা যে ধরনের সহিংসতার শিকার, এর একটি চিত্র উঠে এসেছে।
প্রতিবেদনের তথ্যমতে, ৪২ শতাংশ নারী শারীরিক বা যৌন নিপীড়নের শিকার হয়ে আহত হন।
নির্যাতনের শিকার বেশির ভাগ নারী সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হওয়ার আশঙ্কায় বা কলঙ্কের ভয়ে অভিযোগ তোলেন না। দিনের পর দিন মুখ বুজে এসব সয়ে যান। পরিণামে তা তাঁকে বিষাদগ্রস্ত করে তোলে এবং মানসিক অস্থিরতার মতো সমস্যায় ভোগায়। এই নারীর অনেকে নেশার প্রতি আসক্ত হয়ে পড়েন, গোপনে গর্ভপাত ঘটান ও এইচআইভি ভাইরাসের তথা এইডসে আক্রান্ত হওয়ার মতো নানা জটিল রোগে আক্রান্ত হন।
বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রধান মার্গারেট চ্যান বলেন, নারীর বিরুদ্ধে সহিংসতা বৈশ্বিক স্বাস্থ্য সমস্যায় পরিণত হয়েছে, যা ‘মহামারির’ রূপ নিয়েছে।
ইসলাম তো হিজাব,দৃষ্টি অবনত রাখাসহ বেশ কিছু আইন আছে।এগুলোতো আবার আপনাদের পছন্দ না।দয়া করে এমন একটা আইন দিন যাতে অন্তত নারীরা রক্ষা পায়।ইসলামের শাসন ছাড়া আর কি দিয়ে এগুলো রোধ করা যায় খুব জানতে ইচ্ছে করছে।
বিষয়: বিবিধ
১১১৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন