নোবেল

লিখেছেন লিখেছেন শুকনা মরিচ ২৬ মে, ২০১৩, ০৯:৪১:৫৭ সকাল

আলফ্রেড নোবেল তার সবচেয়ে বিখ্যাত এবং ধ্বংসাত্নক আবিষ্কার ডিনামাইট আবিষ্কারের অনুশোচনায় জ্বলে প্রবর্তন করেছিলেন নোবেল পুরষ্কার। তবে ডিনামাইট আবিষ্কারের কারণে তিনি যতটা সমালোচিত হয়েছেন বিশ্বের কাছে, নোবেল পুরস্কারের প্রবর্তক হিসেবে পেয়েছেন তার চেয়ে অনেক বেশি গ্রহণযোগ্যতা। আলফ্রেড নোবেল তার বিখ্যাত উইলে বলে গিয়েছিলেন মোট ৫টি বিষয়ে নোবেল দেওয়া হবে। এগুলো ছিল সাহিত্য, রসায়ন, পদার্থবিদ্যা, চিকিৎসাশাস্ত্র আর শান্তি। তবে, তার পরিবারের আপত্তির জন্য তার জীবদ্দশায় নোবেল পুরস্কার শুরু করা যায়নি। তার মৃত্যুর ৫ বছর পর ১৯০১ সালে বিশ্বে প্রথম নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়।

১৯৬৯ সালে এসে ঐ ৫টি পুরস্কারের সঙ্গে আরেকটি পুরস্কার দেওয়া শুরু হয় অর্থনীতিতে। নোবেল পুরস্কারে দেওয়া হয় ১০ মিলিয়ন সুইডিশ ক্রোনার, যার অর্থমূল্য দেড় মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ কোটি ৫ লাখ টাকার সমান। আরও দেওয়া হয় একটি সোনার মেডেল ও সনদপত্র। নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় নরওয়েতে। আর বাকি পুরস্কারগুলো দেওয়া হয় সুইডেনে। উভয় দেশের প্রধান এই পুরস্কার বিজয়ীর হাতে তুলে দেন। প্রতি বছর ১০ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার দেওয়া হয়। এ তারিখে পুরস্কার দেওয়ার কারণ ১৮৯৫ সালের ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেল মারা যান।

অন্যান্য পুরস্কারের তুলনায় নোবেল পুরস্কারের মনোনয়ন ও নির্বাচন পদ্ধতি বেশ দীর্ঘ এবং কঠোর। এ কারণেই নোবেল পুরস্কার পৃথিবীর সবচেয়ে সম্মানজনক পুরস্কারের মর্যাদা পেয়েছে।নোবেল পুরস্কারের মনোনয়ন গ্রহণের জন্য নির্দিষ্ট মনোনয়নপত্র রয়েছে। সাড়া পৃথিবী থেকে নির্বাচিত ৩ হাজার জনকে এই মনোনয়নপত্র দেওয়া হয়, যাতে তারা তা পূরণ করে পুরস্কারের আবেদন করতে পারেন। নোবেল শান্তি পুরস্কার নির্বাচনের জন্য এমন সব ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হয় যারা এ বিষয়ে বিশেষ কর্তৃত্বের দাবিদার।

বিষয়: বিবিধ

১০২৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File