আল্লাহ তাআলার পবিত্র নিরানব্বই নাম এবং ফযীলত। পর্ব-০১

লিখেছেন লিখেছেন বন্ধন ২৫ সেপ্টেম্বর, ২০১৩, ০৭:২৭:৪৯ সন্ধ্যা



সকল প্রশংসা আল্লাহ তাআলার।

সুপ্রিয়,

ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আসুন আমরা পরম করুনাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার পবিত্র নাম এবং মকসুদ হাসিলের বর্ণনা গুলো নিজে পড়ি এবং অন্যকে পড়তে বলি।তাতে আমরা দুজাহানের লাভবান হতে পারবো ইনশাল্লাহ্। আমার এ লেখা ‍বেশ কয়েকটি ধর্মীয় গ্রন্থ থেকে নেয়া হয়েছে। সংশ্লিষ্ট সকলের প্রতি রইল অনেক অনেক মোবারক বাদ।

(০১) হাদীস শরীফে বর্ণিত আছে যে, ব্যক্তি আল্লাহ তাআলার পবিত্র নাম সমূহ প্রত্যহ পাঠ করবে, সে ব্যক্তি বেহেশতে গমন করিবে।

(০২) আল্লাহ তাআলার এই পবিত্র নাম সমূহ সর্বদা যিকির করলে অসংখ্য সওয়াব হবে এবং মান-সম্মান বৃদ্ধি পাবে।

(০৩) খাটি অন্তরে ও সদুদ্দেশে আল্লাহ তাআলার এই পবিত্র নাম গুলো ভক্তিসহকারে পাঠ করে দোয়া করলে ,আল্লাহ তাআলা দোয়া কবুল করেন।

(০৪) সৃষ্টিকর্তার এই পবিত্র নাম গুলো প্রত্যহ পাঠ করলে স্বপ্নে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যেয়ারত নসিব হবে।

(০৫) আল্লাহ তাআলার এই পবিত্র নাম সমূহ প্রত্যহ একবার পাঠ করলে অভাব-অনটন দূর এবং রুজি-রোজগারের সংস্থান হবে।

(০৬) কোন রুগ্ন ব্যক্তিকে আল্লাহ তাআলার এই পবিত্র নাম সমূহ পাঠ পানিতে ফুক দিয়ে পান করালে আরোগ্য লাভ করবে।

(০৭) কেন স্ত্রীলোকের পুনঃ পুনঃ গর্ভপাত হলে আল্লাহ তাআলার এই পবিত্র নাম সমূহ পাঠ করে পানিতে ফুক দিয়ে পান করালে আল্লাহুর ফজলে গর্ভ রক্ষা পাবে।

০১। ইয়া আল্লাহু (হে আল্লাহ)

আল্লাহ এই পবিত্র শব্দটি বিশ্বপ্রতিপালক পরম করুনাময় সৃষ্টিকর্তার একান্ত খাস নাম।

ফযিলতঃ-

(ক) রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ নাম যিকির করে, তার অন্তরে এবং মৃত্যুর পর কবরে নুর চমকাতে থাকবে।

(খ) আল্লাহ নাম সর্বদা পাঠ করলে যে রোগী চিকিৎসায় ভাল হবার নয়, আল্লাহুর মেহেরবানীতে সে রোগী আরোগ্য লাভ করবে।

(গ) হযরত বায়েজীদ বোস্তামী (রঃ) নিজের আমল থেকে বলেছেন, ইয়া আল্লাহু নাম প্রত্যহ ৪৩৫৬ বার করে ৪০ দিন পর্যন্ত যিকির করলে আল্লাহু তাআলা তার মনের সকল বাসনা ইচ্ছা পূর্ণ করে থাকেন। তবে শর্ত হল, এই আমল দ্বারা ফল লাভ হলে সর্বদা ফকির-মিসকিন ও দীন-দরিদ্রকে দান কয়রাত করতে হবে। অন্যথায় এ আমলের ফযীলত অবশিষ্ট থাকবে না।

(ঘ) কোন রুগ্ন ব্যক্তিকে চীনা মাটির পেয়ালায় ৬৬ বার আল্লাহ্ নাম লিখে পানি দ্বারা ধুয়ে পান করালে আরোগ্য লাভ করব।

(ঙ) আল্লাহ নাম প্রত্যহ ১০০০ বার পড়লে ঈমান দৃঢ় ও মজবুত হবে।

(চ) জুমআর নামাযের আগে পাক পবিত্র হয়ে নির্জন স্থানে বসে ২০০ বার আল্লাহ্ নামের যিকির করলে মনের নেক মকসুদ পূর্ণ হবে।

আগামী পর্ব খুব শীগ্রই আপনাদের সামনে উপস্থাপন কররো। ইনশাল্লাহ্। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ্যতা এবং দীর্ঘ হায়াত দান করুন। আমিন।।

বিষয়: বিবিধ

২১০৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File