এসো সুপথে।

লিখেছেন লিখেছেন বন্ধন ০৮ জুন, ২০১৩, ১১:৫৭:৩৯ সকাল



কোন পথে চলছি আমরা

জানা নাই ভাই জানা নাই ।

মানুষের জীবন নিয়ে করছে যারা খেলা

ক্ষমা নেই তাদের ক্ষমা নেই ।

সময় থাকতে সুপথে এসো ভাই

ক্ষমা প্রার্থনা কর দরবারে আল্লাহ্ র ।

মানুষের জীবন নিয়ে করোনা খেলা

ধ্বংস হয়ে যাবে তোমার অহংকার ।

একদিন তুমি ছিলেনা এই দুনিয়ায়

চিরদিন থাকতেও পারবেনা দুনিয়ায় ।

মায়ের ভালবাসায় লালিত-পালিত

পৃথিবীর বুকে বেড়ে উঠলাম ।

শিশু থেকে কিশোর তারপর যুবক পেরিয়ে

বৃদ্ধ বয়সে উপনিত সময় গড়িয়ে ।

ক্ষনস্থায়ী পৃথিবীর বুক এসে

করলাম কত অপরাধ।

কি জবাব দিবো দরবারে আল্লাহ্ র

কঠিন শাস্তি হবে যে তোমার ।

যারা আল্লাহ এবং রাসূল (সাঃ) নিয়ে করল কটুক্তি

দয়া করে অপরাধ থেকে দাও মুক্তি ।

ক্ষমা যদি না করো তাদের

দৃষ্টান্ত মূলক শাস্তির ফয়সালা কর অপরাধে ।

পবিত্র কোরআন পুড়ে করল যারা ঘৃর্ণ্য অপরাধ

দয়ার সাগরে করিয়ে গোসল ক্ষমা কর অপরাধ ।

ক্ষমা যদি না করো তাদের

দৃষ্টান্ত মূলক শাস্তির ফয়সালা কর অপরাধে ।

তুমি রহিম,তুমি রহমান,

ক্ষমা করো সকল অপরাধ,করো মেহেরবান ।



বিষয়: বিবিধ

১৫৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File