প্রিয় জামাত ইসলামী, আমার কিছু ব্যক্তিগত সমালোচনা।
লিখেছেন লিখেছেন আকরাম রানা ১৩ অক্টোবর, ২০১৪, ১১:১৬:২০ সকাল
আপনাদের যেটা ইসলাম বিরোধী কাজ সেটা আপনারা "হিকমত" হিসাবে চালান,
নারী নেতৃত্ব হারাম এটা মানতে আপনাদের এত কষ্ট কেন সেটা আমার বুঝে আসেনা,
কিছু জিজ্ঞাস করলেই আপনারা "হুদাইবিয়ার সন্ধি" টেনে নিয়ে আসেন,
এই "হুদাইবিয়ার সন্ধি" এই যুক্তি দিয়ে আর কতদিন চলবেন,
আপনাদের ব্যাংকতো সুদ দেই সেটাও আপনাদের "হিকমত" তাই না,
ইসলাম বিরোধী কাজ করে এই রকম খোঁড়া যুক্তি দিয়ে , সেই জিনিসকে হালাল করে নেয়ার কোন মানে নাই , আপনারা যেটা পারেননা সোজা সাপটা বলে দিলেই হয়, আমরা পারতেছিনা,
আরেকটু হিকমত খাটাতেন , নির্বাচন করতেন , তাইলে তোঁ আর কাদের মোল্লাকে ফাঁসিতে জুলতে হতনা, আসল কথা হচ্চে আপনারা হক বাতিল মিস্ত্রিত করে ফেলছেন , না পারতেছেন এটা হজম করতে না পারতেছেন এটা বমি করতে,
হজরত বেলাল রাঃ যদি "হিকমত" ব্যাবহার করতেন , হইত উনাকে মুরুভুমির উত্তপ্ত বালিতে সুয়ে থাকতে হত না, "হিকমত" ব্যাবহার করলে সুমাইয়া রাঃ কে আবু জেহেল শহীদ করত না,
"হিকমত" ব্যাবহার করলে রাসুল সাঃ এর সাহাবাদের এত কষ্ট করতে হত না।
ইসলাম কায়েম এর জন্য বি এনপি বা আ'ল এর কান্দে ভর দিয়ে চলতে হবে এমনতো কোন কথা নাই, আপনারা ৯৬তে যে ভয়ে আ'ল এর সাথে ছিলেন , সেটা আ'ল ২০১৪ করে দেখাচ্চে,
আপনাদের , না এখন আ'ল ছারবে, না ছারবে বি এনপি , আপনাদের এই ২ নৌকার চলার পরিনাম আরো ভোগ করতে হতে পারে,
আল্লাহর সাহায্য এত সহজ জিনিষ না , নিজেরা কতটুকু ইসলাম এর উপর আছেন এটা বড় ব্যাপার।
বিষয়: বিবিধ
১৩০০ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সুদের বিরুদ্ধে পবিত্র কুরআনে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। কুরআনের স্পষ্ট ঘোষণা-"নিশ্চয়ই আল্লাহ ব্যবসাকে হালাল এবং সুদকে হারাম করেছেন।"
ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে জামায়াত কোটি কোটি মানুষকে সুদের মত ভয়ঙ্কর হারাম হতে মুক্তি দিয়েছে। আপনারা এমন কিছু করে দেখাতে পেরেছেন?
সমালোচনা ছাড়া আর কি পারেন অাপনারা?
ধন্যবাদ ব্লগার প্রেসিডেন্ট.....
কিন্তু ইংরেজী বুঝি না যে!
না জানা অপরাধ না , না জেনে তর্ক করা অপরাধ
শ্রদ্ধেয় আকরাম রানা.......
জামাত-শিবির নিয়ে বিতর্ক শুরু থেকেই,এদের বিরুধীদের স্বীয় স্বার্থের প্রয়োজনেই এমন টা করা হয়েছে/হচ্ছে তা স্পষ্ট আজ।
'হিকমত' শব্দের আড়ালে জামাতের কর্মকান্ড নাহয় ভূল প্রমানিত করলেন- কিন্তু আপনারা কী কাজ টা করে ফেলেছেন তাও তুলে ধরেন।
ইসলামী ব্যাংকে সূদী কারবার তো সূদহীন ব্যাংকিং চালু করে দেখান কেন!
অনেক রাজনৈতিক দল গুলো ছাড়াও 'ক্বাওমী'রা জামাতের বিরুধী।
ক্বাওমীদের ধারাটাই তো চলে 'হিকমত'এর উপর, আমি জানি তা।
হযরত বেলাল রাঃ-হযরত সুমাইয়া রাঃ দের উপমা নিজেরা কতটুকু মেনে চলি তা আগে ভাবুন।
'হিকমত আর তাবিল' না করলে তো ক্বাওমী ধারাটাই বন্ধ হয়ে যাবে।
না জানা অপরাধ না , না জেনে তর্ক করা অপরাধ
তবে যদি নাম কামাতে চান তাহলে এভাবে লিখুন। দেখবেন একদিন আপনাকে নিয়ে মিডিয়াতে কাড়াকাড়ি চলছে।
সুদখোর-যেনাকারী-ধর্মবিদ্বেষী এসব লোকদের টাকায় মাদ্রাসা চালানো অবশ্য ই 'হিকমত', তাই না........!!!*-
মন্তব্য করতে লগইন করুন