আমাদের বিবেক যখন মৃত !!

লিখেছেন লিখেছেন আকরাম রানা ৩০ মে, ২০১৩, ০১:৫৩:১৯ দুপুর

দেশের কিছু ঘটনা ও তার বাস্তবতা দেখে নিজের কাছেই জানি কেমন লাগে। একি ধরণের ঘটনা আমরা কিভাবে ২ ধরণের চিন্তা করি।

তাই মনে হচ্ছে যেন আমাদের বিবেক বলতে নেয়।যে ঘটনা গুল আমাকে এরকম চিন্তা করতে বাধ্য করল :

১। কিছু দিন আগে কোন এক ভিকি কে তার টিচার নির্যাতন করছিল তা নিয়ে অনেক লিখা লিখি হইছে অনেক মামলা হইছিল কিন্ত সপ্তা খানেক আগে

যখন আরেকজন শিক্ষক ৫০ জন মেয়েদের জামার হাতা কেটে দিছে আমরা চুপ চাপ আছি।

২. এক লিমন কে নিয়ে কত কিছু হল , কত রিপোর্ট কত আর্টিকেল আর যখন চট্টগ্রাম এ পুলিশের গুলিতে কত মানুষ পঙ্গু হল তার ইয়াত্তা নেই।

৩. রাজনৈতিক কারনের প্রমান ছাড়া একদল এর সব রাজাকার আর ক্ষমতাসিন দলের মন্ত্রী পর্যন্ত রাজাকার তা নিয়ে আমাদের কোন মাথা বেথা নাই।

৪. যদি বলি হিন্দু পুরুহিত মা দুর্গার মূর্তি ভাংছে আমাদের বিশ্বাস হয় না আর যদি বলি আলেমরা কুরআনে আগুন দিছে আমাদের বিশ্বাস হয়।

৫. ফিলিস্তিনি মানুষ যখন ইসরাইলি সেনা দের গুলিতে নিহত হয় তখন আমাদের মানবতা উতলে উঠে আর নিজের দেশ এ পুলিশ এর গুলিতে একদিনে প্রায়

স খানেক মানুষ মারা যায় তখন আমরা হাত তালি দেই।

৬.৭১ এর গন হত্যা নিয়ে কত গান কত কবিতা লিখা হইছে আর ২০১৩ সালে এর গনহত্যা নিয়ে আমাদের মাথা বেথা নাই । এগুলা নাকি গনহত্যা না।

৭. যে দেশ এ পুলিশি প্রহরায় নামাজ পড়তে হয় সেটা নাকি আবার মুসলিম দেশ ভাবতেও অবাক লাগে।

আজকে আমাদের সুশীল সমাজ টাকার বিছানায়ে ঘুমায়ে এদের যা বলানো হয় এরা তাই বলে আর যদি কেউ কিছু বলতে চায়

তাইলে মাহমুদুর রাহমান এর পরিনতি বরন করতে হয় । এরপর ও আমরা নাকি স্বাধীন...

বিষয়: বিবিধ

১৫৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File