এস ই ও সার্ভিস নিন কোন প্রকার খরচ ও ঝামেলা ছাড়াই !!

লিখেছেন লিখেছেন মোঃ তুষার হোসেন ২০ জুলাই, ২০১৩, ০৩:১৮:৫৭ রাত

যারা ব্লগিং করেন অথবা যাদের নিজস্ব ওয়েবসাইট আছে তারা জানেন যে আপনার ব্লগ অথবা ওয়েবসাইট এর ভিসিটর,অ্যালেক্সা র‍্যাঙ্ক এবং গুগল অথবা যেকোনো সার্চ ইঞ্জিনে পেজ র‍্যাঙ্ক বৃদ্ধির জন্য সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেসনের গুরুত্ব কতটুকু।সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেসন ছাড়া আপনার ওয়েবসাইটকে অথবা ব্লগকে কোন সার্চ ইঞ্জিনই গুরুত্ব দেবেনা।যার ফলে আপনার ব্লগ অথবা ওয়েবসাইট সার্চ ইঞ্জিনের তালিকার অনেক পরের অংশে থাকবে। আপনি ভিসিটর পাবেন না। এজন্য ব্লগ অথবা ওয়েবসাইটের মালিকেরা তাদের সাইটকে পপুলার অথবা যেকোনো সার্চ ইঞ্জিনের ১ থেকে ৫ নং পৃষ্ঠায় নিয়ে আসার জন্য অনেক টাকা খরচ করেন। একটা সাইটকে পপুলার করতে হলে কমপক্ষে ২৫ হাজার টাকা ( উদাহরণস্বরূপ) খরচ করতে হবে। তারমানে আমরা যারা সাধারণ ব্লগের অথবা ওয়েবসাইটের মালিক তারা কখনই টাকা খরচ না করে আমাদের সাইটকে পপুলার করতে পারবনা !!! আরে আমরা কি ভেসে এসেছি নাকি? আমাদের মাথায় কি বুদ্ধি নাই? :P অনেক খোঁজাখুঁজির পরে একটা সাইট পেলাম যেটা দিয়ে আপনি আপনার এস ই ও এর কাজ ফ্রি করতে পারবেন । সাইটটা মোটামুটি খারাপ নয় । আপাতত কাজ চালাতে পারবেন । এখান থেকে ফ্রি রিয়েল ভিসিটর পাবেন,ব্যাক লিংক পাবেন ,গুগল প্লাস পাবেন এবং অগনিত ফোরামে আপনার সাইট সাবমিট করতে পারবেন । ভাই ফ্রি সার্ভিস তাই ১০০% খুশি হতে না পারলেও ৩৩% তো পারবেন ?আমি আরও সাইট পেলে পোস্ট করবো । আপাতত এটা দিয়ে কাজ চালাতে থাকুন । সাইটে রেজিস্ট্রেশনের জন্য এখানে ক্লিক করুন । আর আমি কয়েকদিন চেষ্টা করে শখের বশে একটা ব্লগ তৈরি করেছি । যদিও ব্লগিং এর কিছুই জানিনা । সবাইকে ভিসিট করার আমন্ত্রন রইল এবং ব্লগার বড় ভাইদের পরামর্শ দেয়ার অনুরোধ রইল । দয়া করে আমার সাইট দেখে কেউ জোরে হাসবেন না । আশেপাশের লোকেদের অসুবিধা হবে। Nail Biting আমার ব্লগ দেখতে এখানে ক্লিক করুন । Nail Biting :P

বিষয়: বিবিধ

১৩৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File