ভালবাসার বাগান

লিখেছেন লিখেছেন বৃত্তের বাইরে ০২ জানুয়ারি, ২০১৫, ১২:০৩:১৪ দুপুর



বৃত্তের বাইরে থেকে সব সময় তো আর আসা যায়না। মাঝে মাঝে ছুটি ছাঁটা পেলে একটু আধটু উঁকি ঝুঁকি দেই। এবার এসে দেখি বাগানের চারদিক কেমন যেন ঝিমিয়ে পড়েছে সব। একে তো শীতে জবুথবু অবস্থা তার উপর এমন মন মরা ভাব কি ভালো লাগে! এইতো গেল বছরটায়ও বাগানে ছিল ফুল, পাখি আর তারার মেলা। প্রতিনিয়ত নতুন নতুন ফুলের চারা, তাদের যত্নে একসময় ভালবাসার ফুলে ফুলে ভরে গেল পুরো বাগান। সৌরভে মোহিত হলো চারদিক। এখনো কেউ কেউ যত্ন করছে, সার দিচ্ছে ,পানি দিচ্ছে, কাজ হচ্ছে না। সারের মাঝে,পানির মাঝে ,যত্নের মাঝে কোথায় যেন ভেজাল হচ্ছে। একজনের কাছে শুনলাম, ইদানিং নাকি সূর্য্যিরও কথায় কথায় অভিমান হয়। ফুল, পাখি, তারা সবার কথা না হয় বাদ দিলাম, নতুন লাগানো চারা গাছগুলো সেও না হয় রোদ না পেয়ে যাক শুকিয়ে। কিন্তু মালি না থাকলে বাগানটার কি হবে? যত্নের অভাবে প্রায়শই একটি, দুটি করে ভালবাসার ফুল পাতা ঝরছে, গাছও মরে যাচ্ছে আজকাল। উর্বরতা কমছে বাগানের, মাটিতে কীটপতঙ্গের ও আক্রমন বেড়েছে। হয়তো একদিন এভাবেই উজাড় হয়ে যাবে ভালবাসার বাগান। Sad

হুম,বলছিলাম দূরের ওই বিডি বাগানটার কথা। দেখতে দেখতে কেটে গেল আরেকটা বছর। নানা মতের মিলন মেলায় আরেকটু পরিণত হয়েছে, পরিধি বেড়েছে, এসেছে অনেক নতুন মুখ। মুক্তমত প্রকাশের মাধ্যমে অনেকে সুস্থ বিনোদনের পথ খুঁজে পেয়েছে। ব্লগটা কারো কাছে আঠালো, কারো কাছে শেখার ক্ষেত্র, কেউ আসেন শুধুই বিনোদনের জন্য। কারো অভিমান, কেউ প্রেমে পড়েছেন, বন্ধুত্বও হয়েছে অনেকের। বন্ধুত্ব থেকে বিয়ের খবরও শুনেছি কারো কারো। অনেকে খোঁজ খবর রাখার চেষ্টা করেন প্রিয়জনদের। ফুল-পাতা, চা-কফি আদান-প্রদান হয়েছে, হয়েছে পারস্পরিক কুশলাদি, ভাব বিনিময়। মান-অভিমান ভাঙ্গাতেও সারা বছর জুড়ে ছিল নানা আহবান, আয়োজন। সবাইকে হাসিখুশি রাখা, হৃদরোগ থেকে হার্টকে ঝুঁকিমুক্ত রাখায় সাধারণ ব্লগারদের সাথে ডাক্তারদের চেষ্টায়ও কোন কমতি ছিলনা। এর চেয়ে ব্লগারদের আর কি চাওয়া পাওয়া থাকতে পারে! Happy

এরই মাঝে বৃত্তের বাইরে থেকে উড়ে এসে জুড়ে বসেছিল একজন। নারী না পুরুষ, মহাকাশে থাকেন না পৃথিবীতে এমন অনেক মজার মজার স্মৃতি আর মন্তব্যের মধ্য দিয়ে পেয়েছিল অনেক বন্ধুদের যাদের ভালবাসায়, হৃদ্যতায় ঋদ্ধ সেও মিশে গিয়েছিল সবার সাথে। কৃতজ্ঞ সেই শুভাকাঙ্খী বন্ধুটির প্রতি যে বুঝতে পেরেছিল বৃত্তের বাইরে মানে “Think outside the box”. তার উৎসাহ এবং অনুপ্রেরণায় সবার দেখাদেখি অল্প-স্বল্প সাহস করে এগিয়ে যাওয়া।

যে কোন লেখায় প্রশংসার চেয়ে পাঠকের গঠনমূলক সমালোচনা, গতানুগতিক চিন্তাধারার বাইরে এসে যুক্তিপূর্ণ লেখাগুলো আকৃষ্ট করেছে সবসময়। এখানে কারো অবদান খাটো করে দেখার উপায় নেই। সবাই তাদের নিজস্ব চিন্তাধারা শেয়ার করে থাকেন। কেউ পারিবারিক সমস্যাগুলোকে গল্পের মাধ্যমে তুলে ধরছেন, কেউ রাজনীতির মত কঠিন বিষয়কেও দক্ষতার সাথে ছন্দের মাধ্যমে তুলে আনছেন। কেউ হয়ত বিজ্ঞান জানে ভাল আরেকজন হয়ত কোন ইতিহাসের কথাই লিখে প্রকাশ করছেন। এভাবেই কি-বোর্ড আর মাউস কে সাথী করে, ভাবনাকে কে পুঁজি করে প্রতিদিন তৈরি হচ্ছে নানা রকম পোস্ট। নিজের ভাবনার সাথে মিলিয়ে নিচ্ছেন আরেকজন ব্লগারের লিখা। হয়ত কখনো মতের মিল হয় কখনো বা হয় প্রচন্ড মতের অমিল! কখনো মনে হয় আরে এতো আমারি মনের কথা! এভাবেই চলছে। দেখা যাচ্ছে, মতের মিলটা আমরা যেভাবে সহজে মেনে নিতে পারি অমিল টা কেন যেন সেভাবে গ্রহন করতে পারছিনা। কিন্তু কেন?

প্রত্যেকের মতাদর্শ ভিন্ন। যেখানে বুদ্ধিবৃত্তিক মেধা ও সততা বিদ্যমান, সেখানে মতভেদ খুবই অপরিহার্য। ঐক্যমত্য সেখানেই সম্ভব যেখানে যুক্তি নেই, প্রতিটি মানুষই বোবা। এ ধরনের মানুষ নতুন কিছুই ভাবতে পারেনা। আর কারো মনে অসততা থাকলে সে জেনেশুনে ভুলটাকেই সমর্থন করবে। লেখা মূলতঃ লেখক বা মন্তব্যকারীর দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন। চিন্তা যত মুক্ত হবে, তার মধ্যে বৈচিত্র্যও তত বেশি থাকবে। কথায় কথায় তর্ক-বিতর্ক করা, এক দুই কথায় ঝগড়া-কলহের সূচনা করা এবং অশ্লীল ও অশালীন কথাবার্তা শিক্ষিত ভদ্র সমাজের উদাহরণ হতে পারেনা। মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে নম্রতা, ভদ্রতা, শিষ্টাচার, ক্ষমা, উদারতা, খারাপ কথার উত্তরে চুপ থাকা অথবা উত্তমভাবে উত্তর দেয়া। সবার কাছ থেকে আরও শালীনতা, আরও একটু দায়িত্ববোধ আশা করাটা অন্যায় নয় নিশ্চয়।

ব্লগের যে ব্যাপারটা আমার কাছে অত্যন্ত দুঃখজনক মনে হয় সেটা হল ইসলামবিদ্বেষীদের সাথে কথা বলার ক্ষেত্রে আমরা কেন যেন ডিফেনসিভ হয়ে যাই। তাদের প্রতিটা পোস্ট, মন্তব্যের উত্তর দেয়া কি খুব জরুরী! তাদেরকে ইসলাম শেখানো কি খুব দরকার যেখানে মুসলিম উম্মার মধ্যে ঐক্য নেই! মুসলিম উম্মাহর আজ পিছিয়ে পড়ার বড় কারন এই অহেতুক তর্ক বিতর্ক। এখানে একটা ঘটনা উল্লেখ করতে হয়, বনী ইসরাইলের বদঅভ্যাস ছিল তাদের নবীদেরকে ফালতু বিষয়ে প্রশ্নবাণে জর্জরিত করা আর তর্ক করা! খুলাফায়ে রাশেদীনের পরের ঘটনা, এক লোক এসে আবদুল্লাহ ইবনে উমার (রাঃ) কে জিজ্ঞেস করল, “ হাজ্জের সময় ইহরাম বাঁধা অবস্থায় মশা মারা কি জায়েয হবে?” উল্লেখ্য, হাজ্জের সময় প্রাণী হত্যা নিষেধ বিধায় তারা এই প্রশ্নটি করেছিল। আবদুল্লাহ ইবনে উমার তাদেরকে জিজ্ঞেস করেন, “তোমরা কোন এলাকার লোক বলতো?”। তারা বলল, “আমরা কুফা থেকে এসেছি”। তিনি বললেন, “সুবহান আল্লাহ! তোমরাই হলে সেই লোক যারা রাসূল (সাঃ) এর দৌহিত্র হুসেইনকে হত্যা করেছ, আর এখন কিনা জানতে চাচ্ছ মশা মারা জায়েয কিনা!!”এ ঘটনা প্রমান করে আমরা কত তুচ্ছ বিষয় নিয়ে মাথা ঘামাই। মুসলিমদের দ্বীন-জান-মাল সবকিছুই আজ যেখানে হুমকির মুখে, আর আমরা পড়ে আছি সূরা ফাতিহার পর আমীন জোরে বলা হবে কিনা, বেতের নামাজ কয় রাকাত, হিজাব-নিকাবের মাসআলা নিয়ে ! অথচ একটা বড় অংশের মুসলিম কিনা যেখানে শুদ্ধ করে সূরা ফাতিহাই পড়তে পারে না, অর্থও জানেনা। সুতরাং ধর্ম বিষয়ক যে কোন পোস্টে আমাদের বুঝে তর্ক করা উচিত যে আসলেই এ বিষয়ে তর্ক করার প্রয়োজন আছে কিনা। মন্তব্যের ব্যাপারে আবেগী না হয়ে কৌশলী হওয়া প্রয়োজন। সাথে এটাও মাথায় রাখা উচিত যার যার ধর্ম তার কাছে নিখুঁত হতে পারে কিন্তু ধর্ম পালনকারী সবাই নিখুঁত নয়। কাজেই ধর্মাবলম্বীদের সমালোচনা করা মানেই ধর্মকে কটাক্ষ করা নয়। আর এ নিয়ে অহেতুক তর্কে জড়ানোও ঠিক নয়।

সবশেষে বলি, লেখক-লেখিকা বিচার না করে ভালো লেখার মূল্যায়ন করা হোক। গঠনমূলক আলোচনা- সমালোচনায় লেখক-পাঠকের মিলনমেলায় ব্লগ হয়ে উঠুক আরো প্রানবন্ত। ফিরে আসুন সবাই। আবার নিয়মিত পোষ্ট দিন। ব্লগিং হোক আনন্দময়! এ আনন্দ ছড়িয়ে যাক ব্লগ এর প্রতিটি পাতায়। যে ক্রান্তিকাল পেরিয়ে আমাদের এ সহাবস্থান এ বন্ধন যেন চির অটুট থাকে। শত ব্যস্ততার মাঝেও সবার পদচারনায় আবারও সজীব সতেজ হয়ে উঠুক ভালবাসার এই বাগানটি। নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। Love Struck Rose Good Luck



বিষয়: বিবিধ

২৪২৩ বার পঠিত, ৫৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

298756
০২ জানুয়ারি ২০১৫ দুপুর ১২:১২
আওণ রাহ'বার লিখেছেন : Thumbs Up Thumbs Up Thumbs Up হারিকেনটা কই গেলোরে Thumbs Up Thumbs Up Thumbs Up
০২ জানুয়ারি ২০১৫ রাত ১১:৫৬
241943
বৃত্তের বাইরে লিখেছেন : Rolling Eyes Waiting Worried
০৪ জানুয়ারি ২০১৫ সকাল ০৯:০৪
242165
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Time Out Time Out Time Out Cook Cook Cook তুমি ডিম খাও Time Out Time Out Time Out Cook Cook Cook
298757
০২ জানুয়ারি ২০১৫ দুপুর ১২:১৩
আওণ রাহ'বার লিখেছেন : এটা হারিকেনের নামে দখল Thumbs Up Thumbs Up
০২ জানুয়ারি ২০১৫ রাত ১১:৫৭
241944
বৃত্তের বাইরে লিখেছেন : Happy নতুন বছরের শুভেচ্ছা।Good Luck
০৪ জানুয়ারি ২০১৫ সকাল ০৯:০৪
242166
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : দখলবাজ আওণকেন Tongue Tongue Love Struck Love Struck
298758
০২ জানুয়ারি ২০১৫ দুপুর ১২:১৩
আওণ রাহ'বার লিখেছেন : ভাইছতা ভাইটা কই? HappyGood Luck
০৪ জানুয়ারি ২০১৫ সকাল ০৮:০৩
242157
বৃত্তের বাইরে লিখেছেন : আপুদের মত ভাইয়ারাও নিখোঁজ হয়Happy
298759
০২ জানুয়ারি ২০১৫ দুপুর ১২:১৯
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০২ জানুয়ারি ২০১৫ রাত ১১:৫৭
241946
বৃত্তের বাইরে লিখেছেন : আপনাকেও ধন্যবাদ। শুভেচ্ছা নতুন বছরেরHappy Good Luck
298760
০২ জানুয়ারি ২০১৫ দুপুর ১২:২২
নোমান২৯ লিখেছেন : কোথাও কেউ নেই । Sad
# ইসলামবিদ্বেষী-
আলোচনা-সমালোচনা করুক না । কে নিষধ করছে ? কিন্তু গত কিছুদিন রায়___রহ__যে কয়টা পোস্ট দিয়েছে ওগুলো কি পড়েছেন ? এটা মেনে কিভাবে সম্ভব ।
মুক্তমতের দোহায় দিয়ে এটা তো হতে পারে না ।পারে কি ?
হ্যাঁ । তবে এটাও ঠিক যে ,আমাদের কিছু তাদের সাথে তর্কে যেয়ে মুখের লাগাম হারিয়ে ফেলে ।যা ওদের স্বার্থকতা ।ধন্যবাদ । বাগান ফুলে ফুলে ভরে উঠুক ।মালি গুমিয়ে না পড়ুক ।এ কামনায় করি ।
০৩ জানুয়ারি ২০১৫ রাত ১২:০০
241947
বৃত্তের বাইরে লিখেছেন : যে কোনো লেখা পোস্ট হলে নীচে পোস্টদাতার নামটাও থাকে। শিরোনাম দেখেও পোস্টের ভিতরে কি আছে কিছুটা ধারণা করা যায়। এ ধরনের লেখাগুলো আমি সবসময় এড়িয়ে চলি। ইসলামবিদ্বেষী শব্দটার অর্থই বিদ্বেষ ছড়ানো। তাই তারা যুক্তি মেনে নিবে বা ইসলাম সম্পর্কে ভালো কিছু বলবে এটা আশা করা অবান্তর। নতুনরা হয়ত জানেনা এসব লেখায় কমেন্ট করে কিন্তু পুরাতন যারা তাদের তো এতদিনে এদের উদ্দেস্য বুঝা উচিত। যারা অশালীন ভাষা ছাড়া কথা বলতে জানেনা তারা যত শিক্ষিত হোক বা উন্নত দেশে থাকুক না কেন তারা লেখার মাধ্যমে নিজের চরিত্র, শিক্ষা এবং কোন পরিবেশ থেকে উঠে এসেছে সেটাই রিপ্রেজেন্ট করে। এমন লোকদের সাথে কথা বলার চেয়ে চুপ থাকাটাই বেটার মনে করি।

ধন্যবাদ আপনাকে ভাইয়াHappy শুভেচ্ছা রইলো নতুন বছরেরGood Luck Good Luck
298763
০২ জানুয়ারি ২০১৫ দুপুর ০২:৪৭
কাহাফ লিখেছেন :
বিদ্যমান দমবদ্ধ অবস্হা থেকে মুক্তি পেতেই অনর্থক বিষয়ে মানুষ জড়িয়ে যায়! নিজের অক্ষমতা কে বেহুদা প্যাচাঁলে আড়াল করতে চায়!
এর বাহিরে আমিও নই! আপনার সুন্দর দরদময় উপস্হাপনা ও প্রত্যাশা উপলব্ধিতে পৌছুক আমার- এই দোয়া চাই!
জাযাকুমুল্লাহু খাইরান......
০৩ জানুয়ারি ২০১৫ রাত ১২:০০
241948
বৃত্তের বাইরে লিখেছেন : নান্দনিক মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকেHappyশুভেচ্ছা রইলো নতুন বছরেরGood Luck Good Luck
298764
০২ জানুয়ারি ২০১৫ দুপুর ০২:৪৮
সন্ধাতারা লিখেছেন : Chalam apuji. Your thought and good analysis prove that you love bd blog from your core of the heart. Jajakallah for your excellent presentation.
০৩ জানুয়ারি ২০১৫ রাত ১২:০১
241950
বৃত্তের বাইরে লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম আপুHappyনতুন বছরটা সবার জন্য আনন্দের হোক এটাই প্রত্যাশা। শুভেচ্ছা রইলো আপুLove Struck ধন্যবাদ আপনাকেGood Luck Good Luck
১১ জানুয়ারি ২০১৫ রাত ০৩:৪৭
242892
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম............প্রাণপ্রিয় আপুজ্বি। কেমন আছেন? ভালো আছেন তো? আপনাকে মিস করছি অনেক। Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
298771
০২ জানুয়ারি ২০১৫ দুপুর ০৩:৫৮
আফরা লিখেছেন : আপু আমারই মনের কথা গুলো এত সুন্দর করে গুছিয়ে লিখেছেন খুব ভাল লাগল ।

সব সময় সবার মতের সাথে আমার মতের মিল হবে না তবু একে অপরের মতকে সন্মান করতে হবে ।অনেক ধন্যবাদ ও নতুন বছরের শুভেচ্ছা আপু ।
০৩ জানুয়ারি ২০১৫ রাত ১২:০২
241951
বৃত্তের বাইরে লিখেছেন : ব্লগে সবাই সবার অপরিচিত যতটা জানি। অপরিচিতদের সাথে মান-অভিমানের ব্যাপারটা কেমন যেন হাসি পায়। অভিমানী সবাই ফিরে আসুক। নতুন বছরটা সবার জন্য আনন্দের হোক এটাই প্রত্যাশা। ধন্যবাদ তোমাকেও আপুনি।Love Struck নতুন বছরের শুভেচ্ছাGood Luck সালাম রইলো তোমার মামনির জন্য। ভালো থেকোGood Luck Good Luck
298781
০২ জানুয়ারি ২০১৫ বিকাল ০৫:০২
আরোহী রায়হান প্রিয়ন্তি লিখেছেন : অনেক ভালো লাগলো আপনার কথাগুলো আপু। সত্যিই এখন ব্লগে এলে মনখারাপ হয়ে যায়। খুব আপন সেই ব্লগবন্ধুরাও এখন কোথায় যেন হারিয়ে গিয়েছেন। আশেপাশে থাকলেও তাদের সেই প্রানবন্ততা খুঁজে পাওয়া যায় না!
অবশ্য ব্যস্ততা অনেক বেড়ে গিয়েছে আমাদেরও। শুভকামনা রইলো আপনার জন্য অনেক। Good Luck Good Luck Rose Rose
০৩ জানুয়ারি ২০১৫ রাত ১২:০৪
241952
বৃত্তের বাইরে লিখেছেন : লিখতে গিয়ে আনন্দবাড়ির তারাদের কথা খুব মনে পড়ছিল। গত বছর ওদের নিয়ে লিখেছিলাম। আদর আর এত এত ভালবাসা রইলো ওদের সবার জন্যLove Struck Love Struck Love Struck Love Struck পুরাতন অনেকের লেখা খুব মিস করি। সবাইকে ফিরিয়ে আনতে উদ্যোগ এবং আন্তরিকতায়ও কোনো কমতি ছিলনা। কি জানি কার কি অভিমান! ভালো থাকুক সবাই। ব্লগটা আবার আগের মত প্রাণবন্ত হয়ে উঠুক এটাই কামনা। শুভেচ্ছা রইলো আপু আপনাদের সবার জন্য। ছুটি শেষ হলে নতুন গল্প নিয়ে ফিরে আসবেন তাড়াতাড়িRose Rose Good Luck Good Luck
১০
298792
০২ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:২২
বাজলবী লিখেছেন : ভালো লাগার মত হূদয় ছৌঁয়ার মত লেখা। অাপনাকেও নতুন বছরের শুভেচ্ছা। Rose Rose
০৩ জানুয়ারি ২০১৫ রাত ১২:০৫
241953
বৃত্তের বাইরে লিখেছেন : ধন্যবাদ আপনাকে ভাইয়াHappyশুভেচ্ছা রইলো নতুন বছরেরGood Luck Good Luck
১১
298802
০২ জানুয়ারি ২০১৫ রাত ০৮:৩২
ফাতিমা মারিয়াম লিখেছেন : সেই দিনগুলি হারিয়ে গেল কেন? Sad সেই চমৎকার আড্ডার দিনগুলি? Broken Heart এত পানসে ব্লগ মোটেও ভালো লাগেনা। Crying Crying Crying
০৩ জানুয়ারি ২০১৫ রাত ১২:০৬
241954
বৃত্তের বাইরে লিখেছেন : সত্যি আপু মিস করি সেই আড্ডাগুলো। ছড়ায় ছড়ায় আপনাদের আড্ডাগুলো খুবই মজার। ব্লগারদের ফিরিয়ে আনতে আপনি,ভিশু ভাই সহ আপনাদের আন্তরিক আহ্বান প্রশংসা করার মতLove Struck শুভেচ্ছা রইলো আপনাদের সকলের জন্য Rose Rose Good Luck Good Luck আর আমার প্রিয় কবিনীদের জন্য রইলো এত্তগুলো আদরLove Struck Love Struck Love Struck
১২
298938
০৩ জানুয়ারি ২০১৫ দুপুর ০১:০২
ছালসাবিল লিখেছেন :
আপপু,
সো নাইস! তাই দেখছি অপলক দৃষ্টিতে
০৪ জানুয়ারি ২০১৫ সকাল ০৮:০৫
242160
বৃত্তের বাইরে লিখেছেন : লেখা পড়ে বুঝতে পেরেছে তো! শুভেচ্ছা রইল নতুন বছরের Good Luck Good Luck
১৩
298975
০৩ জানুয়ারি ২০১৫ বিকাল ০৪:০৭
০৪ জানুয়ারি ২০১৫ সকাল ০৮:০৬
242161
বৃত্তের বাইরে লিখেছেন : সুন্দর ছবি। শুভেচ্ছা রইল নতুন বছরের Good Luck Good Luck
১৪
299115
০৪ জানুয়ারি ২০১৫ সকাল ০৯:৪১
আওণ রাহ'বার লিখেছেন :
০১ এপ্রিল ২০১৫ রাত ০৯:২২
253322
বৃত্তের বাইরে লিখেছেন : সরি ভাইয়া! আড্ডায় আসতে আসতে কফি ঠান্ডা হয়ে গেল! ভালো আছে তো ভাইয়াটা?
১৫
299323
০৫ জানুয়ারি ২০১৫ সকাল ০৮:১২
রেহনুমা বিনত আনিস লিখেছেন : আমরা তো আপনাকে বৃত্তের ভেতরে ঢুকাতে চাই, আপনিই নারাজ। তবু স্মৃতচারণ আর উত্তম পরামর্শ মিলেমিশে উপাদেয় পোস্টটির জন্য অনেক ধন্যবাদ Rose Rose Rose Rose Rose Rose Rose Rose
০১ এপ্রিল ২০১৫ রাত ০৯:২২
253323
বৃত্তের বাইরে লিখেছেন : আপনাদের সাথেই তো ছিলাম সবসময়Happy আন্তরিক আহ্বানের জন্য অনেক অনেক ধন্যবাদGood Luck Good Luck
১৬
299397
০৬ জানুয়ারি ২০১৫ রাত ০১:০৩
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : অনেক অনেক ভাল লাগলো,ধন্যবাদ আপনাকে বাস্তব কথাগুলো তুলে ধরার জন্য
০১ এপ্রিল ২০১৫ রাত ০৯:২৩
253324
বৃত্তের বাইরে লিখেছেন : সরি উত্তর দিতে দেরী হল। আপনাকেও ধন্যবাদ। ভালো থাকবেনHappy
১৭
299610
০৬ জানুয়ারি ২০১৫ রাত ০৯:০৯
সমালোচক লিখেছেন : ব্লগ নিয়ে সংক্ষেপে অনেক সুচিন্তিত ও ভালো পর্যবেক্ষনী বক্তব্য (সালতামামি) এসেছে এই লেখাটিতে । অভিজ্ঞতায় দেখা গেছে - ব্লগের শিরোনামে জলাতংক-সৃষ্টিকারী ও চুম্বকধর্মী (এবং আদিরসাত্মক) শব্দের সমাহার পাঠককূল-কে ভীষণভাবে আকৃষ্ট করে -- আস্তিক, নাস্তিক, ইসলামপ্রেমী, ইসলামবিদ্বেষী, আবাল-বৃদ্ধ-বণিতা নির্বিশেষে । এই পোষ্টে সে রকম একটি চুম্বকধর্মী শব্দ থাকলে-ও সেই অনুপাতে কিন্তু গঠনমূলক মন্তব্য একেবারে-ই অনুপস্থিত । এর পেছনে কি কারণ থাকতে পারে সেটা নিয়ে একটু চিন্তা-ভাবনা করুন ।

ব্যষ্টিক ও জাতীয় জীবনের মৌসুমী (উভয়ার্থে) (কু/সু)প্রভাব ব্লগ-বাগানে-ও এসে পড়বে এটা-ই স্বাভাবিক । তাই এখানে নিরন্তর ভালোবাসার ফল্গুধারা প্রবাহিত হবে এমনটি আশা করা-ও বৃথা । অমূলক প্রত্যাশাজনিত হতাশা-কে দূরে রাখতে পারে একমাত্র বাস্তববাদিতা -- ব্লগারদের মানস-নিয়ন্ত্রণ যেখানে আমার-আপনার আয়ত্তের (বৃত্তের ?) বাইরে । ভার্চুয়াল জগতের সাথে একেবারে আষ্টেপৃষ্টে মিশে যাবার চেয়ে কিছুটা নির্মোহ থাকাটা মনে হয় ভাল ।

আপনি দৃষ্টান্ত সহযোগে যে বিষয়গুলো-কে তুচ্ছ হিসেবে উপস্থাপন করেছেন, সেগুলো-ই এক শ্রেণীর ব্লগারের কাছে মারাত্মক বিদ'আত (তার মানে জাহান্নামী), ঈমানের মধ্যে গড়বড়, রাসুলুল্লাহ'র (সাঃ) আবমাননা, আল্লাহ'র আদেশের বিরোধিতা, শিরকের মধ্যে হাবুডুবু খাওয়া বা ইসলাম থেকে খারিজ হওয়া বলে প্রতিভাত হয় । এর ফলে এরা জিহাদী জোশ ও জযবা নিয়ে সীসা-ঢালা ব্যূহ রচনা করে একযোগে তাদের শিকারের উপর ঝাঁপিয়ে পড়ে – ক্ষত-বিক্ষত না করে গাজী হয়ে প্রত্যাবর্তন না করা পর্যন্ত তারা ক্ষান্ত হয় না । দরকার হলে তারা অকথ্য ভাষায় গালি-গালাজ বা অনুমানভিত্তিক কাফের, মুরতাদ, মুশরিক, কাদিয়ানী, শিয়া, মুসলমান নামধারী ছদ্মবেশী হিন্দু ইত্যাদি ফতোয়ায় ভূষিত করতে বিন্দুমাত্র কার্পণ্য করে না । এই সীসা ঢালাওয়ালা ও আক্ষরিক অর্থ গ্রহণকারীদের কাছে ব্লগ-ও জিহাদের ময়দান - ভোটকেন্দ্র-ও যেমন -- প্রচন্ড প্রতিক্রিয়াশীলতা যাদের মজ্জাগত বৈশিষ্ট্য - পরমতসহিষ্ণুতা শব্দটি যাদের অভিধানে অনুপস্থিত ; তাদের সাথে ভিন্নমত পোষণকারীরা মুসলমান নামের-ও অযোগ্য ! এই ব্লগে এই শ্রেণীর ব্লগারদের প্রবল আধিপত্য বিডি ব্লগকে বানিয়েছে চেক অ্যান্ড ব্যালান্স-বিহীন এক স্বৈরতন্ত্রীয় মল্লভূমি যেখানে একমাত্র 'জয়'-ই তাদের কাছে অভীষ্ট প্রত্যাশা ! এই গ্রুপটি শুধু শুনতে চায় জ্বী-হুজুরীয় টাইপের একমত, সহমত, সহবাস আর ভাল্লাগ্লো জাতীয় আত্মতুষ্টীয় ঢেকুর-গেলা মিষ্ট মন্তব্য - অন্যথায় ব্লগারের লেখা না পড়া, কদাচিৎ পড়লে-ও শুধুমাত্র বিষাক্ত হলাহল উদগীরণ করা, ইসলামবিদ্বেষের জিগির তুলে একট্টা হয়ে ব্লগার-কে অপদস্থ করা অথবা প্রয়োজনে ব্যান করার জন্য মডু-সমীপে 'সব শিয়ালের এক-রা'র মতো তারস্বরে চীৎকার জুড়ে দেয়া । এরা ব্লগ-বাগানে দেখতে চায় শুধু-ই এক প্রকারের ফুল - তাদের সংগঠন বা মুরুব্বীদের বাৎলে দেয়া চিন্তাধারা ! বৃত্তের বাইরে এসে চিন্তা-ভাবনা করা তাদের অধিকাংশের জন্য-ই কষ্টকর - টানেল ভিষন তাদের জন্য সুখকর দৃষ্টসীমা । শুধুমাত্র নিজের মত-ই একমাত্র ও সঠিক মনে করে অনমনীয় অবস্থান গ্রহণ (my way or highway) করলে কখনো মতৈক্য সৃষ্টি হওয়া সম্ভব নয় !

উপরোক্ত অবস্থায় এই ব্লগটিকে সবার পক্ষে ভালবাসার আধার বানানো সম্ভব কিনা তাতে সন্দেহের অবকাশ আছে । আবার মাত্রাতিরিক্ত ভালবাসার প্রাবল্যে মজে থাকা-ও ঠিক কিনা সেটা-ও বিবেচনায় রাখার দরকার আছে -- বিশেষত: জীবন যদি ব্লগকেন্দ্রিক হয়ে ওঠে তথা প্রতিদিন ব্লগে না আসলে বা মন্তব্য না ছুঁড়ে দিতে পারলে ভাত-বার্গার হজমে গন্ডগোল সৃষ্টি হওয়া বা মাঝ রাতে দু:স্বপ্ন দেখে ঘুম ভেঙে যাওয়া -- ফলশ্রুতিতে আশপাশের লোকজনের উপর ঝাল ঝাড়া…

সবাই-কে সব সময় খুশী রাখা সম্ভব নয় । তাই শালীনতার সীমা অতিক্রম না করে মাঝে-মধ্যে কিছুটা কাঁদা ছুড়োছড়ি হতে-ই পারে - কাউকে কাঁটাযুক্ত গোলাপ, কাউকে রজনীগন্ধা আবার কাউকে শুধুমাত্র মেইপল পাতা দেওয়া যেতে পারে ব্লগে 'চেক অ্যান্ড ব্যালান্স' আনার জন্য ।

আমাদের উদারপন্থী ও সহিষ্ণু হওয়া ছাড়া বিকল্প নেই -- এই সত্যটা আমরা যতো তাড়াতাড়ি উপলদ্ধি করবো ততো-ই মঙ্গল । কিন্তু সে গুণটি আসতে পারে কেবলমাত্র সঠিক শিক্ষা ও মুক্ত পরিবেশে গড়ে ওঠা ও অনুশীলনের মাধ্যমে ।

জীবনে বৈচিত্র্য আনার জন্য মাঝে মাঝে সময় করে অন্যান্য ব্লগ-বাগান থেকে বিভিন্ন জাতের ফুলের সন্ধানে যাওয়ার অভ্যাস করা দরকার । তা না হলে একদর্শীয় চিন্তা-চেতনার আগাছায় মন ছেয়ে যেতে পারে ।

বিঃদ্রঃ ওহে ভালোবাসা-টালোবাসা বাগান-টাগানের ব্লগিনী-মালিনী ! দাঁতে ঠক-ঠক-করা কনকনে শীতে ব্লগ-বাগান কি গ্রীন-হাউসে মুড়ে দিয়ে প্রতিদিন তরতাজা ফুল ফুটানোর ব্যবস্থা করা যায় না ?
০১ এপ্রিল ২০১৫ রাত ০৯:২৯
253326
বৃত্তের বাইরে লিখেছেন : সরি উত্তর দিতে দেরী হয়ে গেল অনেক। আপনার মজার মন্তব্যটা পড়লাম। ভার্চুয়াল জগতের সাথে আমার যোগাযোগ এমনিতেই কম। সবার সাথে মিলেমিশে থাকাটা এনজয় করি তাই কখনো মনে হলে আসা হয়। সবার সাথে মতের মিল হওয়া সম্ভব নয়, সবাইকে একই প্ল্যাটফর্মে আনাও সম্ভব নয়। তবে মতের অমিল হলে নিজে সবজান্তা ভাব নিয়ে বসে থাকা,অন্যকে না জেনে কটাক্ষ করা এটাও কাম্য নয়. মতের অমিল থাকলে কিছুটা কাঁদা ছুড়োছড়ি হতে পারে তবে গালিগালাজের পর্যায়ে যাওয়াটা দুর্বলতার লক্ষণ। যে যুক্তিতে দুর্বল সে গালিকে শেষ অস্ত্র হিসেবে বেছে নেয়। এর সাথে পারিবারিক শিক্ষা, পরিবেশ, নিজের শিক্ষাগত যোগ্যতা সবই নির্ভর করে। ভদ্র, ভালো পরিবারের কেউ এমন করবে বলে আমার মনে হয়না। ধর্মীয় মতের অমিল হলে ইসলাম বিদ্বেষী তকমা লাগানোর অভ্যাস আমাদের অনেকের মধ্যে আছে। সচেতন যারা তারা সহজেই বুঝতে পারবেন এই ধারণা আমাদের মধ্যে কিভাবে বিভেদ সৃষ্টি করছে. এর সমাধানে আপনাদের মত সচেতন ব্যাক্তিদের বেশি বেশি লেখা উচিতHappy যেন গ্রীন হাউজ ছাড়া প্রাকৃতিক উপায়ে বাগান সারাবছর ফুলে ফুলে সুরভিত হয়ে থাকেHappy

অনেক ধন্যবাদ আপনাকে। সাথে বসন্তের শুভেচ্ছা। লিখবেন নিয়মিতGood Luck Good Luck
১৮
304188
১২ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:১০
দ্য স্লেভ লিখেছেন : আপনি কতই না উত্তম বললেন। অনেক পরে এসে আপনার দারুন লেখা মনোভাব পড়লাম। আমরা এক উম্মাহ এই অনুভূতি যেন াটুট থাকে। আমাদের এলাকা ভিন্ন কিন্তু মানুষিকতায় এমরা এক,এটাই আমাদের সম্পদ। ঐক্য যেন অটুট থাকে
০১ এপ্রিল ২০১৫ রাত ০৯:২৪
253325
বৃত্তের বাইরে লিখেছেন : প্রথমেই এত দেরীতে উত্তর দেয়ার জন্য দুঃখিত। সকল উম্মার মধ্যে এই ঐক্য অটুট থাকুক এটাই কামনা। যে যার অবস্থানে থেকে চেস্টা করে যাওয়া উচিত। ধন্যবাদ আপনাকেGood Luck Good Luck
০৯ এপ্রিল ২০১৫ সকাল ০৫:২৩
254730
দ্য স্লেভ লিখেছেন : আপনার নতুন লেখা নাই ক্যান ? লিখতে পারেন না নাকি ? Tongue Tongue মানুষ পা দিয়েও তো এটা সেটা লিখে ফেলে...Smug Smug বৃত্তের ভেতরে ঢুকে গেলেন নাকি ??Smug Smug
০৯ এপ্রিল ২০১৫ রাত ০৯:৫০
254985
বৃত্তের বাইরে লিখেছেন : লিখে লাভ কি! পড়েন তো তিন মাস পরে. মন্তব্য করেন আরো দেরীতে। Smug
০৯ এপ্রিল ২০১৫ রাত ১০:৩৪
255000
সাদিয়া মুকিম লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor

আপু সাথে সাথে পড়বো ! ওয়াদা করলাম! ইশা আল্লাহ! প্লিজ তাও লিখুন!Praying
১০ এপ্রিল ২০১৫ রাত ০৮:২৫
255157
দ্য স্লেভ লিখেছেন : অজুহাত !!!Smug Smug Smug Waiting Waiting Waiting সহ্য হবেনা Waiting Waiting
১৯
316391
২২ এপ্রিল ২০১৫ রাত ১১:৫১
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : "কেউ প্রেমে পড়েছেন, বন্ধুত্বও হয়েছে অনেকের। বন্ধুত্ব থেকে বিয়ের খবরও শুনেছি কারো কারো।" এমা! এসব তো জানতামনা। আমি ত ভাবতাম এই ব্লগ একটু আলাদা। আপনার সাথে অবশ্য আমার কিছুটা মিল আছে। আমার ব্যাপারেও সবাই খুব সন্দেহে থাকে। কারো কাছে মনে হয় আমি মেয়ে আবার কারো কাছে আমাকে ছেলে মনে হয়। কেউ আপু করে ডাকে আর কেউ ভাইয়া। জেন্ডার নিয়ে কিই বা হবে? আমাকে কি দেখতে আসছে? ব্লগার হিসেবে আমার লেখাই আমার পরিচয় বহন করে। একটা সময় আমি ছিলামনা হয়ত একটা সময় থাকবোওনা কিন্তু আমার সৃষ্টি আমার লেখাগুলো থেকে যাবে, অনেককে সেসব লেখাগুলো চিন্তার খোড়াক জোগাবে। এখানে আমি জীবিত না আমার কর্মই জীবন্ত। মানুষ বেঁচে থাকে তার কর্মে অবশ্য আপনি যে নারী সেটি আমি ধরে ফেলেছি। ভাল থাকবেন।
২৫ এপ্রিল ২০১৫ রাত ১২:৪৬
257861
বৃত্তের বাইরে লিখেছেন : বিধাতা আমাকে যে অবয়বে গড়েছেন চাইলেও আমি কারো ভাইয়া হতে পারবনা আপু হতে পারবRolling on the Floorতাই আপুটাই থাক। সবার লেখা পড়তেই মূলত ব্লগে আসা হয়। ঘুরে যাওয়ার জন্য ধন্যবাদ রইলোGood Luck Good Luck Good Luck আপনি ভালো লিখেন, লিখবেন নিয়মিতHappy
২৫ এপ্রিল ২০১৫ রাত ০৮:১৯
258000
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আপনারা দেশের বাইরে বসে যতটা স্বাধীনভাবে লেখালেখি করেন, সেটা আমাদের পক্ষে সম্ভব হয়না অনেক কিছুই বলা যায়না, করা যায়না ভয়ের মাঝে থাকতে হয় তাই হয়ত সময়ের সাথে সাথে আমিও হারিয়ে যাব। ধন্যবাদ।
১৯ মে ২০১৫ সকাল ১১:৩৪
262071
বৃত্তের বাইরে লিখেছেন : নাম, পরিচয়, লিঙ্গ এসব নিয়ে ভাবনা ছিলনা কখনো, এখনো নেই। ব্লগে লেখালেখিটা যেহেতু বাংলাটা চর্চায় রাখার জন্য তাই নামটা মুখ্য মনে হয়নি। দেশে যারা ব্লগিং করছেন তাদের অনেক ধরনের সীমাবদ্ধতা আছে জানি। তাই আপনারা যারা লিখছেন সবার ক্ষেত্রে ছদ্মনামটা ব্যাবহার করাটাই বেশি নিরাপদ মনে করি । আর লেখাটা যদি দায়িত্ব মনে করে করেন তবে বন্ধ না করে চালিয়ে যাওয়াটাই উত্তম। মূর্খদের সাথে তর্কে জিততে কলমের চেয়ে শক্তিশালী আর কি হতে পারে!Happy ধন্যবাদ ভাইয়া আপনাকে। লিখবেন নিয়মিত Good Luck Good Luck
০৬ জুন ২০১৫ সকাল ০৮:৪৫
266966
তিমির মুস্তাফা লিখেছেন : মানুষ আরেকজন মানুষকে মানুষ হিসেবেই দেখুক- নারী বা পুরুষ হিসেবে দেখার আগে! সহজ কথা সুন্দর করে বলেছেন! লিঙ্গ কোন বিষয় নয়- কর্মযোগই আসল ! আমাদের এই বোধ জন্মালেই মঙ্গল ! শুধু ঘুম ভাঙাতে চাইলেই হবে না, এর জন্য জোর প্রচেষ্টা দরকার- কারন আমাদের যে কুম্ভকর্ণের ঘুম!
০৬ জুন ২০১৫ সকাল ১০:৪৮
266981
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আমি কিছু বললেই তো সবাই আমাকে আরো ঘুম পাড়ানোর চেষ্টায় লেগে যায় তাই এখন চুপচাপ থাকি আমার ব্লগ বাড়িতে বেড়াতে আসবেন পারলে আপনিও দুটো কটু কথা শুনিয়ে যাবেন।
২০
319747
১৩ মে ২০১৫ দুপুর ১২:৩৬
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আসসালামু আলাইকুম, আপনার লিখাটা পডে অনেক ভাল লাগলো,অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
১৯ মে ২০১৫ সকাল ১১:৩৫
262072
বৃত্তের বাইরে লিখেছেন : আমার আসলে মন্তব্য-প্রতিমন্তব্য গুলো সবসময় চেক করা হয়না। আপনাকেও অনেক ধন্যবাদ সময় করে পড়ার জন্য।Happy Good Luck
২১
320493
১৭ মে ২০১৫ সকাল ০৮:২৫
তিমির মুস্তাফা লিখেছেন : কোথাও যেন পড়েছিলাম – গতানুগতিক জ্ঞান দিয়ে ‘এক্সেমপ্লারি কিছু করা যায় না! পৃথিবীতে যারা কোন বৈপ্লবিক পরিবর্তন এনেছেন, তারা এমন ধারা ‘বৃত্তের বাইরে চিন্তা করেছেন! তবে ভিত্তিমূলে অবশ্যই গতানুগতিক জ্ঞান দরকার, সন্দেহ নেই, সেজন্য রুটিন শিক্ষার মূল্যও অস্বীকার করা যাবে না। কেবল সাহসীরাই নিজের কক্ষ পথের বাইরে যাবার সাহস দেখাবে, এটাই স্বাভাবিক ।স্বভাবতঃ আমরা আমাদের ‘বৃত্তের বাইরে চিন্তা করতে পারি না! এবং যারা করে, এদের সংখ্যাও হাতে গুনা! ভাল লাগল আপনার লেখা! ধন্যবাদ!
আপনি একটা ওয়েব সাইট জানতে চেয়েছিলেন, অস্থানে হলেও – এখানেই উল্লেখ করলাম ”www.80percentwords.com”
১৯ মে ২০১৫ সকাল ১১:৩৭
262073
বৃত্তের বাইরে লিখেছেন : যা সত্য তা সবসময়ই সত্য। এই সত্যকে দেখবার, ব্যাখা করবার বিভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকতেই পারে। আধুনিক সেই যে এই ভিন্নতা, বৈচিত্রকে গ্রহণ করতে পারে। মূল্যবান মন্তব্য দিয়ে পোস্টকে আলোকিত করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদHappy

সামারে স্কুলের ছুটিতে বাচ্চাদের শেখানোর উপযোগী আরবী সফটওয়ার এর সন্ধানে ছিলাম। শুকরিয়া জানবেন। আপনার লেখা দেখছিনা অনেকদিন। ব্যাস্ততা কমলে নিয়মিত হবেন আশা করিGood Luck Happy
২২
322837
২৭ মে ২০১৫ দুপুর ০১:৩৪
আলোর কথা লিখেছেন : ভালো লাগল।আপনার লেখায় মন্তব্য করাটা একধরনের দুসাহসিকতা,তবুও না লিখে পারলাম না।খুব ভাল লেখেন আপনি।
০৩ জুন ২০১৫ রাত ১২:৪৬
265904
বৃত্তের বাইরে লিখেছেন : যাক আমাকে কেউ ভয় পায় জেনে ভালো লাগলো।Happy টাইপ করা, বানান ঠিক করা, যত্ন করে মন্ত্যবের উত্তর দেয়া আমার মত অলসের জন্য অনেক ঝামেলার কাজ। আলোর আভা ছড়িয়ে পড়ুক ব্লগময় এই শুভকামনা রইলো। ধন্যবাদ আপনাকেLove Struck Good Luck
২৩
341126
১১ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:১০
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আজ খুঁজে খুঁজে সব পুরাতন ব্লগারদের খোঁজ খবর নিচ্ছি আপনি কোথায় হারিয়ে গেলেন আপু?
১৫ অক্টোবর ২০১৫ রাত ১০:১৪
286970
বৃত্তের বাইরে লিখেছেন : আমার মাঝে মাঝে ফাঁকি দেয়ার অভ্যাস আছে। খোঁজ নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে Good Luck
২৪
353955
১৪ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:২৮
গাজী সালাউদ্দিন লিখেছেন : এক বোনের মন্তব্য, "ভাইয়া, আমার কাছে মনে হয়, এই ব্লগটা এখন অর্ধ মৃত"। তিনি যথার্থই বলেছেন, আপনাদের সম্মিলিত অনুস্পস্থিতি বিডিটুডের ভবিষ্যৎ নিয়ে পাঠকদের খুব ভাবাচ্ছে। আগের সেই সরগরম অবস্থা এখন আর নেই, এ আসেনা, ও আসেনা, সে আসেনা, তাই আমারও আসতে ভালো লাগে না, অতঃপর নিরুত্তাপ... এমন প্রবণতা থেকে বেরিয়ে আসা উচিৎ।
প্লিজ, কারো দিকে আর তাকিয়ে থাকা নয়, কেউ আসুক অথবা নাই আসুক, আপনি আসছেন, লিখছেন, ভালো কিছু উপহার দেয়ার চেষ্টা করছেন, এটাই নিশ্চিত করুন!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File