খোকার অভিমান
লিখেছেন লিখেছেন বৃত্তের বাইরে ২৫ সেপ্টেম্বর, ২০১৪, ১১:৩৮:৫০ রাত
খোকা বাবু রাগ করেছে
মুখ করেছে ভারী
দিয়েছে সে আল্টিমেটাম
ব্লগের সাথে আড়ি
ফেবুতে যাবেনা সে
টুইটারেও না
জুরাজুরি করুক সবাই
মান ভাঙবেনা
এমন খবর শুনে সবার
হারাম হলো ঘুম
এরই মাঝে আকাশ ভেঙ্গে
নামল বৃষ্টি ঝুম।
জল ছলছল সবার চোখে
মেঘ করেছে কালো
সূর্য্যি ছাড়া ব্লগে কি আর
লাগে কারো ভাল!
থাকুক যত আল্টিমেটাম
এই ধরেছি কান
ফিরব আবার সবার মাঝে
ভুলে অভিমান
উৎসর্গঃ সবার প্রিয় ব্লগার ‘ভিশু’ ভাই কে
সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ ব্লগের বিখ্যাত ছড়াকার’ রা ছড়ায় ছড়ায় মন্তব্য করতে পারেন তবে মন্তব্যের জন্য সম্পাদক ছাড়া সবাই দায়ী
বিষয়: বিবিধ
২১৭৩ বার পঠিত, ৭০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আর ভিশু ভাইকে মানানোর জন্য আপনার এই প্রয়াসটি নিঃসন্দেহে 'কাবিলে তারিফ' [একটু বিজাতীয় ভাষা ব্যবহার করতে মন চাইলো]।
ফিরে আসুন ভিশু ভাইয়া, অপেক্ষায় আমরা সবাই।
শুভেচ্ছা রইল আপনার জন্য।
জাজাকাল্লাহু খাইর।
এর পরের লাইন কি হবে সেটা বানাও.
না পারলে খবর আছে তোমার
এতই কি দিয়েছি বকা?
আর কিন্তু লিখবেন আমি এসব পারি না ।
ওকে আজকের মত গুড নাইট
আগামীকাল হবে আবার ফাইট
আসো তুমি ফিরে
তোমায় ছাড়া ব্লগ বাড়ি
সব্বাই মাছি মারে
কোথায় গেলে তুমি
ব্লগে তোমায় দেখব বলে
বসে আছি আমি।
দিয়েছেন মোদের ডাক
কি যে আমি করি
মিলেনা ছন্দের তাল!
ভিশু ভাইয়া করেছেন রাগ
অভিমান করেছেন ভীশন
আমরা সবাই উনার আপন
ভুলে কি করে থাকবেন স্বজন?
আপুনি গো আমার ছন্দ মিলে না! এমনিতেই চুলপড়া রোগে বহুত কষ্টে আছি, ছন্দ মিলাতে গিয়ে বাকিটাও যাচ্ছে!
আশাকরি ভাইয়া আমাদের সবার টানে ফিরে আসবেন
ভুলে কি করে থাকবেন স্বজন?
এই টুকুতেই হবে।বাকীটা ভিশু ভাই বুঝে নিবেন। ছন্দে ছন্দে লেখার দায়িত্ব শুধু ব্লগের কবিদের।
এমন আন্তরিক চেষ্টার জন্য শুকরিয়া আপু। আশা করি মান অভিমান ভুলে তাড়াতাড়ি ফিরে আসবেন।শুভেচ্ছা রইল নিরন্তর।
ছড়া গেল কার বাড়ি
আয়রে ভিশু ঘড়ে আয়
পোস্ট গুলো সব কাকে খায়
=============
দারুন হইছে না বৃত্ত@
আওণ নাকি খুব্বি অসুস্থ! বলেছে ওর "খাওয়াত ভাই" আওণ এর লেটেস্ট খবর জান্তে আমার মোমবাতি পোস্টের শেষের দিকে "দ্যা স্ল্যেভ ভাইয়ার" কমেন্ট পড়ুন
এই বার কিন্তু দারুন হইছৈ.....
ভিশু ভাইয়ার বাতে ধরেছে দেখতে সবাই যাই!!!!!
আমারে দিয়ে কবিতা টবিতা হবেনা!!!!! তবে মনে হয় খারাপ লিখিনি, তাইনা আজন্ম বৃত্তের বাহিরে!
গদ্যময় জীবনের
থৈ নাহি পাইরে !
আর কোথা যাইরে
ছন্দের হাতছানি
বৃত্তের বাইরে!!
বাবুর নাম রেখেছি 'মুত্ত্বাকীনা ইমামা' দোয়ার দরখাস্ত আপু,নামের মত আমার বাবুটা কাজেও যেন মুত্ত্বাকীনা ইমামা হয়।
ভিশু ভাইকে অভিনন্দন
বৃত্তের বাইরে কে প্রিয়তে রাখুন রাক্সি
মন্তব্য করেছেনঃ ৩৮১ টি
প্রতি মন্তব্য করেছেনঃ ১০৬২ টি
ব্লগ পঠিত হয়েছেঃ ১৩৯৪৫ বার
ব্লগে আছেনঃ ৬ মাস ২০ দিন
.....এতদিন পর প্রিয়তে
মন্তব্য করতে লগইন করুন