স্মৃতিময় শৈশব

লিখেছেন লিখেছেন বৃত্তের বাইরে ১৮ সেপ্টেম্বর, ২০১৪, ০৩:৪৩:২৬ রাত



আম্মা বলেন, পড়রে সোনা

আব্বা বলেন, মন দে;

পাঠে আমার মন বসে না

কাঁঠালচাঁপার গন্ধে।

আমার কেবল ইচ্ছে জাগে

নদীর কাছে থাকতে,

বকুল ডালে লুকিয়ে থেকে

পাখির মতো ডাকতে।

------ Day Dreamingহুম, এমন ইচ্ছে কি শুধু কবির! কাঁঠালচাঁপার মন পাগল করা গন্ধে পড়ায় কি আর মন বসে কারো! এ যে সারাটা দিন দস্যিপনা করে বেড়ানো দুরন্ত শৈশব! চিন্তা নেই, দায়িত্ব নেই, অনেক শাসনের মাঝেও যা খুশি করার স্বর্ণালী দিন। জীবনের মুগ্ধ হওয়ার মত অনেক স্মৃতি জড়িয়ে থাকে শুধু শৈশবকালে। এক কালে সকালে আমাদের ঘুম ভাঙতো মোরগের কুককুরুকু ডাকে। দাদাজান মসজিদ থেকে নামাজ পড়ে এসে নাতি নাতনিদের নিয়ে হাঁটতে বের হতেন। পথে শিউলি-বকুল কুড়ানোর সময়টা ছিল আনন্দের। তবে ফিরে এসে প্রতিদিন নানা রকম লতাপাতার রস আর চিরতার পানি খাওয়ার পর্বটা ছিল দারুণ কষ্টের। কোন রকম চোখ বন্ধ করে বিষাদ পানীয় গলাধঃকরন করে দাদাজানের কাছে পড়তে বসতে হত। বিশেষ করে ইংরেজী আর অংক না পারলে পিঠ বাঁচাতে খাটের নীচে লুকিয়েও ভাই বোনরা কেউ তেমন একটা সুবিধা করতে পারেনি। কাজে যাওয়ার আগ পর্যন্ত দাদার ভয়ে প্রতিদিনের সকাল টা থাকতো হুমওয়ার্কে ঠাঁসা। দুপুরে দাদী নানা রকম কিচ্ছা কাহিনী শুনিয়ে জোর করে ঘুম পাড়াবার চেষ্টা করতেন। আমাদের ঘুম পাড়াতে গিয়ে দাদী নিজেই যখন ঘুমিয়ে পড়তেন অমনি চুপি চুপি উঠে এক দৌড়ে মাঠে দে ছুট! Bee

বাড়ির কাছেই বয়ে যাওয়া শীতলক্ষ্যায় ভাইরা বন্ধুদের সাথে বাজি ধরে কতবার যে সাঁতরে এমাথা-ওমাথা করেছে, তার ইয়ত্তা নেই। নদীর পাড়ে মনুষ্য প্রজাতির প্রাকৃতিক কাজ সারার নিদর্শন আমাকে সাঁতারে উদ্বুদ্ধ করেনি কখনও। কি জানি হয়তো ভয়ও পেতাম! তবে বালুচরে খেলেছি গোল্লাছুট, দাঁড়িয়াবান্দা, বউচি সহ -আরো কত কি! সহচরীদের নিয়ে লুকোচুরি খেলার কথা বেশ মনে পড়ে। বাঁশঝাড়ে লুকোতে গিয়ে কী ভয়ই না পেতাম। মনে হলে এখনো গা কাঁটা দিয়ে ওঠে। শৈশবের সাথীদের মধ্যে ভাইয়ার বন্ধু সুশান্তদা বিভিন্ন পশুপাখির ডাক নকল করতে পারতো। জানালার কাছে এসে পাখির ডাক দিলে আমরা অমনি খেলার জন্য বের হয়ে যেতাম। রাজন টা ছিল নিরীহ, নাদুস নুদুস টাইপের। খেলাধুলা একদমই পারতোনা। মোরগ লড়াইয়ে কেউ ল্যাং মেরে ফেলে দিলে ভ্যা ভ্যা করে কাঁদত। মাখনের ছিল অনেক বুদ্ধি, ভাল ইংরেজী বলতে পারতো। কেউ ইংরেজীতে কথা বলতে বললে গরু রচনা পুরাটা মুখস্ত বলে দিত। ওদের চার ভাই ননী, মাখন, ছানা, পনির মজাদার এই নামগুলা নিয়েও ওদের ক্ষেপাত সবাই। আর ছিলেন ঝর্ণাদি। সবাই ডাকত বুজি। সারাক্ষন মাথা থেকে উঁকুন এনে পুটুস পুটুস মারত। কেউ বুজির সাথে দুষ্টামি করেছে কি উঁকুন এনে ছেড়ে দিত। এপাড়া ওপাড়া মিলে আরও ছিল অনেকে। এত নাম কি আর মনে থাকে! Sad

বাবা সরকারি চাকরি করায় বাবার শাসন ও আদর ভাগ্যে জুটেছে কম। রাশিয়া থেকে পড়া শেষ করে দেশে ফিরে আসার পর বাবার প্রথম পোস্টিং হয় ঠাকুরগাঁয়ে। আমার প্রথম স্কুল। একই স্কুলে পড়ুয়া আমার বড় দুই ভাই ছিল দুষ্টের সেরা। একবার কাকে যেন নাক ফাটিয়ে দিয়েছিল বলে স্কুলের হেড স্যার দুই হাতে দুই ইট দিয়ে রোদে এক ঘন্টা নীলডাউন করে রাখেন। দুপুরের কড়া রোদে কিছুক্ষন থাকার পর অজ্ঞান হয়ে যাওয়ায় সবাই পানি এনে,বাতাস করে ক্লাসে সে এক হুলুস্থুল কান্ড! আরেকবার বাড়িতে কোরবানির জন্য কিনে আনা ছাগল সারারাত ম্যা ম্যা করে দেখে পুরো এক বোতল কফ সিরাপ খাইয়ে দেয়। ছাগলের টানা দুইদিন মরার মত পড়ে থাকতে দেখে আমরাও টেনশনে পড়ে যাই। এরপর ঈদের দিন সকালে ছাগল মহাশয় হঠাৎ ম্যা-অ্যা-অ্যা করে উঠায় ভাইয়ারা ঐ যাত্রায় পিটুনি থেকে বেঁচে যায়। মনে আছে সে বছর বন্যায় কলোনির পাশের বস্তির এক পরিবার আমাদের বাইরের বারান্দায় আশ্রয় নেয়। প্রতি বেলা খাবার আমাদের ঘর থেকে দেয়া হত। কারো উপকার করছি ভেবে আমাদেরও সে কি উৎসাহ! এক রাতে বাসায় বিদ্যুৎ নেই। দরজায় কড়া নাড়ার আওয়াজ ‘আমি ফকির’। আমরাও ভাবলাম আশ্রয় নেয়া পরিবারটির কেউ। দৌড়ে রান্নাঘর থেকে ভাইবোনরা ভাত তরকারী নিয়ে এসে দরজা খুলে দেখি বাবার অফিসের কলিগ ফকির চাচা Big Grin সেই পরিস্থিতি মনে হলে হাসি পায় এখনও।

বাবার চাকরি সূত্রে দেশের বিভিন্ন জায়গায় বদলি হতেন সাথে এক স্কুল থেকে আরেক স্কুলে আমাদেরও বদলি হত। প্রতিবারই সাথীদের ছেড়ে আসার জন্য কান্নাকাটি করতাম। সব স্কুলে বিচিত্রা অনুষ্ঠান এবং বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায় ভাইবোন সকলেই অংশগ্রহণ করেছি, পুরস্কারও পেয়েছি অনেক। গানে প্রথম পুরষ্কার পেয়েছিলাম ‘আমার সকল দুঃখের প্রদীপ’ এই গানটা গেয়ে। জীবনে প্রথম পুরস্কার ছিল সুন্দর একটা প্লাস্টিকের বক্সে বারোটা রঙ পেন্সিল আর একটা ছড়ার বই। স্টেজে প্রাইজ নিতে যেয়ে এক ওস্তাদজী জিজ্ঞেস করেছিলেন, ‘এই যে বুড়ি! তুমি যে গান টা গেয়েছো তার অর্থ জানো? মাথা নেড়ে বললাম ‘অর্থ জানিনা, শুনে শিখেছি’। সেদিন থেকেই মাকে অনেকটা জোর করে রাজী করিয়ে হয়ে গেলেন আমাদের বাড়ির গানের ওস্তাদজ্বী। সেই সময় মাথায় গোবরের চেয়ে সারের পরিমান বেশী ছিল বলে পড়াশুনা, গান দুটোই চলেছে পাশাপাশি। Rolling Eyes

বারবার স্কুল পাল্টানোতে পড়াশুনায় ক্ষতি হচ্ছে ভেবে মা আমাদের নিয়ে চলে এলেন ঢাকায়। মা ডাক্তার ছিলেন বলে হয়তো আমাদের মগবাজারের ছোট্ট বাসাটা ছিল একপ্রকার লঙ্গরখানা। চিকিৎসার উদ্দেশ্যে গ্রাম থেকে আসা নিকট এবং দূর সম্পর্কের আত্মীয় স্বজনে গিজগিজ করতো সবসময়। বছরখানেক থাকার পর আবার সপরিবারে পাড়ি জমালাম প্রবাসে। প্রাইমারীতে থাকাকালীন এটাই ছিল আমার দেশে কাটানো শেষ বছর, বাকী সময়টা কেটেছে প্রবাসে।

শৈশব-কৈশোরে নানা জায়গায় ঘুরলেও দাদার বাড়ি স্মৃতিটুকু জড়িয়ে আছে আষ্টেপৃষ্ঠে। মধুর সেই স্মৃতিগুলো রেখে এসেছি গ্রামের মেঠো পথে, প্রজাপতির ডানায়, গ্রামের হাটে-মেলায়, দীঘির সেই শান বাঁধানো ঘাটে, ছিপ দিয়ে মাছ ধরার শিহরণে, ঠাকুরমার ঝুলি শোনানো দিদির কোলে। ইশ্‌...আবার যদি শিশু হতে পারতাম!!! Day Dreaming

বিষয়: সাহিত্য

৩৩৩২ বার পঠিত, ৫৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

266222
১৮ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৪:০৯
বুড়া মিয়া লিখেছেন : ভালো লাগলো আপনার শৈশব-স্মৃতি ...
১৯ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:৫৪
210145
বৃত্তের বাইরে লিখেছেন : বলেন কি! আমি তো ভেবেছিলাম দুষ্টামির জন্য ধমক দিবেনHappyঅনেক ধন্যবাদ আপনাকেGood Luck
266223
১৮ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৪:১২
কাহাফ লিখেছেন :
"শৈশব-কৈশোরে নানা জায়গায় ঘুরলেও দাদার বাড়ীর স্মৃতিটুকু জড়িয়ে আছে অষ্টেপৃষ্টে।মধুর সেই স্মৃতিগুলো রেখে এসেছি গ্রামের মেঠো পথে, প্রজাপতির ডানায়, গ্রামের হাটে-মেলায়, দীঘির সেই শান বাধানো ঘাটে, ছিপ দিয়ে মাছ ধরার শিহরণে, ঠাকুরমার ঝুলি শোনানো দিদির কোলে। ইশ...আবার যদি শিশু হতে পারতাম!!!"
অসাধারণ ব্যন্জনময়তায় শৈশবের মধুরতা আকর্ষণীয় ভাবে উপস্হাপন করায় অনেক ধন্যবাদ
১৯ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:৫৪
210146
বৃত্তের বাইরে লিখেছেন : আপনি একজন মনযোগী পাঠক এবং ভাল মন্তব্য করেন। অনুভূতি রেখে যাওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকেGood Luck Good Luck
১৯ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:৫৫
210147
বৃত্তের বাইরে লিখেছেন : আপনি একজন মনযোগী পাঠক এবং ভাল মন্তব্য করেন। অনুভূতি রেখে যাওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকেGood Luck Good Luck
266242
১৮ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:৩২
মামুন লিখেছেন : খুব সুন্দর লিখেছেন।
সোনালী সেই অতীতের টুকরো টুকরো স্মৃতির জানালা খুলে গেলো যেন! নস্টালজিয়ায় ভোগাবার মত এমন দুর্দান্ত লিখনির অনবদ্য প্রকাশে মন ছুঁয়ে গেলো!!
অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
জাজাকাল্লাহু খাইর। Rose Rose Rose Good Luck
১৯ সেপ্টেম্বর ২০১৪ রাত ০২:০৮
210149
বৃত্তের বাইরে লিখেছেন : আপনার মন্তব্য পেয়ে ভাল লাগল ভাইয়া। দোয়া করবেনGood Luck Good Luck
266259
১৮ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:৫১
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১৯ সেপ্টেম্বর ২০১৪ রাত ০২:০৯
210150
বৃত্তের বাইরে লিখেছেন : আপনাকেও ধন্যবাদ দুষ্টু পোলা Happy Good Luck
266275
১৮ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:৩৮
ইমরান ভাই লিখেছেন : Day Dreaming Day Dreaming Day Dreaming Day Dreaming Day Dreaming
Day Dreaming Day Dreaming Day Dreaming Day Dreaming Day Dreaming




উস্তাদের চোখ ফাকি দিয়ে, Time Out
সবাই যেতাম নদীর ধারে, Day Dreaming
বন্ধু বান্ধব সবাই মিলে, Love Struck
লম্ফ দিতাম নদীর কোলে, Loser

নদী মামীর কোলে চড়ে, Time Out
পাড় হতাম কুলের তরে, Happy)
হঠাৎ একদিন প্রবল জোয়ার, Worried
বেচে গেছি সামান্য তে, Crying

আহারে সেই স্মৃতি, Day Dreaming
মনে যখন এখন পরে, Drooling
মনটা তখন বাধন হারা, Broken Heart
মুক্ত জীবন খুজে ফেরে, Broken Heart Crying


==========
আপনার স্মৃতি পড়ে আমার এগুলা মনে হলো Broken Heart Broken Heart Crying Crying
==========
স্মৃতি বিজরিত হয়ে কাদতে চাইনা আর। Wave
==========
তবে সবারটা আরো পড়তে চাই Thumbs Up
==========
আম কুড়ানোর কোন ঘটনা নাই বৃত্তাপু Day Dreaming
==========
১৮ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:০৯
209996
নোমান২৯ লিখেছেন : Applause Applause Applause Applause Applause
১৯ সেপ্টেম্বর ২০১৪ রাত ০২:১০
210151
বৃত্তের বাইরে লিখেছেন : আমার লেখার চেয়ে আপনার কবিতা সুন্দর হয়েছেApplause আম কুড়ানো, গাছে চড়া সবই আছে। সব কথা কি আর বলা যায়Happy ধন্যবাদ ভাইয়া আপনাকেGood Luck Good Luck
১৯ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:৫২
210243
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Time Out Time Out Surprised Surprised Time Out Time Out
266279
১৮ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:৪২
শিশির ভেজা ভোর লিখেছেন : Fantastic হয়েছে Fantastic ..... মনটা উদাস করে দিলেন।
১৯ সেপ্টেম্বর ২০১৪ রাত ০২:১১
210152
বৃত্তের বাইরে লিখেছেন : মজার ঘটনা লিখলাম তাও মন উদাস হলSadপড়ার জন্য আপ্নাকেও fantastic শুভেচ্ছাHappy Good Luck
266291
১৮ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:১৫
ফাতিমা মারিয়াম লিখেছেন : ইশ্‌শ্‌....যদি আবার সেই সোনালী সময়গুলো ফিরে পাওয়া যেত Love Struck....জানি তা সম্ভব নয়, তবুও ফিরে যেতে মন চায় Day Dreaming
১৯ সেপ্টেম্বর ২০১৪ রাত ০২:১১
210153
বৃত্তের বাইরে লিখেছেন : আ......পু......জ্বী। কত্তদিন পর!! কি যে খুশি হয়েছি আপনাকে দেখেLove Struck পালিয়ে যেয়েন না আবার।
অনেকদিন লিখেন্না। আপনার শৈশব নিয়ে লিখে ফেলেনLove Struck Good Luck Happy
১৯ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:৩৫
210183
ফাতিমা মারিয়াম লিখেছেন : আমিতো আগেই অনেক কিছু লিখে ফেলেছি...এখন আর কি লিখব? Crying
266300
১৮ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:৫০
নোমান২৯ লিখেছেন : ইশ্‌...আবার যদি শিশু হতে পারতাম!!!
সবাই দেখি শেষে এই ইশ্‌শ্‌ টা টানে ?
তবে সুন্দর লিখেছেন|
১৯ সেপ্টেম্বর ২০১৪ রাত ০২:১৩
210154
বৃত্তের বাইরে লিখেছেন : :Thinking তাই তো দেখছি। সবাইকে যদি যে কোন ইচ্ছে সত্যি করে পাওয়ার ক্ষমতা দেওয়া হত,তাহলে মনে হয় শৈশবকে আরেকবার পাওয়ার ইচ্ছেটা তালিকার উপরের দিকে থাকতো। এজন্যই এই ইশশ্‌...!!!Good Luck Good Luck Happy
১৯ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:৫৩
210244
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : তুমিতো এখনও শিশুই আছো নুমানাপু ভাইয়া Tongue Tongue Tongue
266308
১৮ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:২৩
ভিশু লিখেছেন : হা হা হা...পড়েছিলাম কাল রাতেই..তবে মোবাইলে! খুব মজা লাগ্লো! হায় হায়..এত্তো দুষ্টু ছিলেন?!? Surprised Chatterbox যাক, আম্রা আরো কম ছিলাম! Cool 'আমার ব্যথার... সমাপন' - শুন্তে ইচ্ছে কর্ছে আবার... Music Tongue I Don't Want To See Don't Tell Anyone
১৮ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:১৭
210031
ফাতিমা মারিয়াম লিখেছেন : আপনি যে আরো কম দুষ্টু ছিলেন তার প্রমাণ স্বরূপ কয়েকখানা পোস্ট দেনSmug
১৯ সেপ্টেম্বর ২০১৪ রাত ০২:১৯
210155
বৃত্তের বাইরে লিখেছেন : ভিশুদা ঠিক মনে করতে পারছিনা...কোন ঘটনার কথা বলছিলেন যে আপনি গুড বয় ছিলেনRolling Eyes
আমি আপুর সাথে একমত। ব্যাথা সমাপনে শৈশব নিয়ে লিখতে হবেWaiting Happy Good Luck
১৯ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:৪০
210184
ফাতিমা মারিয়াম লিখেছেন : হুমম....উনি গুড বয় ছিলেন!!!! Smug Worried Day Dreaming সেই জন্যইতো সন্দেশের সাথে আমসত্ব দিয়ে স্যান্ডুইচ বানিয়েছেন। তবে হ্যাঁ.... আমার মত শান্ত শিষ্ট হলে সাথে দুই/চারটি কাঁচামরিচও থাকতTongue Loser
১৯ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৫২
210224
ভিশু লিখেছেন : সবাই শুনুন...'শান্ত-শিষ্ট-প্রশান্ত-অদুরন্ত' শিশু ফাতিমা মারিয়াম আপুজ্বি শৈশবে নাকি কাঁচা মরিচ দিয়ে ছানার সন্দেশ খেতেন...Rolling Eyes Rolling on the Floor Don't Tell Anyone
১৯ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:২২
210230
ফাতিমা মারিয়াম লিখেছেন : আমি আবার এই রেসিপি কখন বিতরণ করলাম?!!Frustrated আপনিইতো সন্দেশ আর আমসত্ব দিয়ে স্যান্ডুইচ বানালেন তারপর ছবি দেখালেন, আমি না হয় একটু কাঁচামরিচ দিয়ে টক-মিষ্টি-ঝাল করতে বললাম!! তাই বলে আমাকে এই অপবাদCrying Crying Crying Crying
১৯ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:৪৮
210232
ভিশু লিখেছেন : ওটা আমসত্ত্ব না, পিঙ্ক-জেলি...অন্নেক মজা...উম্মম্মম্মম্ম... Angel
২০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৫:২৪
210431
বৃত্তের বাইরে লিখেছেন : ওক্কে... জেলী না আমসত্ত্ব জেনে কাজ নেই। দোতালা সন্দেশের উপরেরটা আপুর নীচেরটা আমার। মাঝেরটা আমরা খাইনা Cool
১০
266329
১৮ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:১৫
আফরা লিখেছেন : যত গুলো শৈশবের স্মৃতি সবারই আফসোস ইশ্‌...আবার যদি শিশু হতে পারতাম!!!

আমি কেন এমন আমার কেন ইচ্ছে করে শৈশবে ফিরে যেতে !! ফিরে যাওয়া সন্বব ও নয় ।

আপু অনেক ভাল হয়েছে ।
১৯ সেপ্টেম্বর ২০১৪ রাত ০২:২০
210156
বৃত্তের বাইরে লিখেছেন : ফেলে আসা শৈশবের দিনগুলি এত মধুর হয় তাই মনে হয় সবার ফিরে যেতে ইচ্ছে করে সেই সব দিনে। ধন্যবাদ আফরা মনিকেLove Struck Good Luck
১১
266376
১৮ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৫০
সন্ধাতারা লিখেছেন : I have enjoyed, dreamed and laughed myself after reading your post my respected apuji. Childhood is really beautiful and seems like more than anything. It is really a fantastic writing. Jajakallah.
১৯ সেপ্টেম্বর ২০১৪ রাত ০২:২০
210157
বৃত্তের বাইরে লিখেছেন : সত্যি আপু শৈশবের কথা মনে পড়লে মাঝে মাঝে মনে হয় কেন বড় হলাম। ছোট থাকাই ভালো ছিল। মজা করার জন্যই লিখলাম। অনেক ধন্যবাদ আপু আপনাকে। দোয়া করবেনHappy Good Luck Good Luck
১২
266381
১৮ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:১০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আপনার স্মৃতিময় শৈশব পড়ে ভাল লাগল।

বিশেষ করে কুরবানির ছাগল এর অংশটা!!!
১৯ সেপ্টেম্বর ২০১৪ রাত ০২:২১
210158
বৃত্তের বাইরে লিখেছেন : হুম, এখন ভাইদের দেখলে বুঝা যায়না একসময় তারা এত দুষ্টামি করতো। আসলে পরিবেশও মানুষকে অনেকটা প্রভাবিত করে। আর বয়সটাও ছিল তেমন। ধন্যবাদ ভাইয়া আপনাকেGood Luck Happy
১৩
266465
১৯ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৫১
আতিক খান লিখেছেন : খুব সাবলীল বর্ণনা, কোথাও থামতে হল না। আবার শৈশবে হারিয়ে যেতে ইচ্ছা করে, ভাল লেগেছে লেখাটা Thumbs Up Rose Good Luck
২০ সেপ্টেম্বর ২০১৪ রাত ০২:২০
210407
বৃত্তের বাইরে লিখেছেন : বলছেন যখন তাহলে মনে হয় ভাল হয়েছে লেখাটা।:Thinking অন্তত শৈশবে ফিরে যাওয়ার উসিলায় যদি দেশে যেতে পারতাম!Crying দেখি টিকেট পাই কিনাAngel Rolling Eyes
ধন্যবাদ ভাইয়া আপনাকেHappy Good Luck
১৪
266484
১৯ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:০৫
পবিত্র লিখেছেন : শৈশবটা আসলে অন্নেক মজার থাকে সবারই! Bee খুব খুব ভালো লাগলো! Happy
২০ সেপ্টেম্বর ২০১৪ রাত ০২:২১
210409
বৃত্তের বাইরে লিখেছেন : আপনি যে শৈশবটা এখনও হারাতে পারেননি ছবি দেখে বুঝিHappyধন্যবাদ আপু আপনাকে। শুভেচ্ছা রইলGood Luck Love Struck
১৫
266519
১৯ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:৫৪
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : সবচেয়ে মজা লাগছে ফকির চাচার ঘটনা Big Grin Big Grin Rolling on the Floor Rolling on the Floor Time Out Time Out Surprised Surprised Time Out Time Out
২০ সেপ্টেম্বর ২০১৪ রাত ০২:২৩
210410
বৃত্তের বাইরে লিখেছেন : Worried মনে পড়লে হাসি পায়। হাতুড়ি শুভেচ্ছা আপ্নাকেও Time OutGood Luck
২০ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:১৯
210635
ইমরান ভাই লিখেছেন : টুমি হামাকে হাটুরি দেখাইথো খেনু মুমবাত্তির জামাই Time Out Time Out Time Out Time Out Time Out Time Out Time Out
২২ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৫:৩৮
211132
বৃত্তের বাইরে লিখেছেন : হ্যারি ভাইজান নেই কেন
১৬
266631
২০ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:১০
আরোহী রায়হান প্রিয়ন্তি লিখেছেন : অনেক মজা লাগলো আপু। একটু মনখারাপও হলো কারণ আমাদের শৈশব কেটেছে দেশের বাইরে। এমন মজা করার সুযোগ আমাদের হয়নি কখনোই।
২০ সেপ্টেম্বর ২০১৪ রাত ০২:২৪
210411
বৃত্তের বাইরে লিখেছেন : আমি ক্লাস ফোর পর্যন্ত দেশে ছিলাম। এরপর বাইরে। তবে দেশের সময়গুলো কাজিনদের সাথে অনেক আনন্দে কেটেছে।
আপু আপনাদের ইউরোপের শৈশব নিয়ে লিখেন। শুভেচ্ছা রইল আপনাদের সকলের জন্যLove Struck Love Struck Good Luck Good Luck
১৭
266731
২০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:৫৫
নূর আল আমিন লিখেছেন : লেখা ভাল্লাক্সে মন্তব্য খুপ দুক্কু লাখছে আমি আইতে দেরি করায় আন্নেরা জেলি আমসত্ত সব কেয়ে প্যালেচেন ;-(
২০ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:০২
210642
আহ জীবন লিখেছেন : আমীন ভাই রাগ করবেন না। দয়া করে এভাবে লিখবেন না। এটা ভাষার অপমান। শুদ্ধ শব্দটা লিখার ক্ষেত্রে যদি শুদ্ধতা না থাকে তবে সেটা ওই শুদ্ধতার আর ভাষার অপমান করা হয়। আপনার এই ভালো লেগেছে কথাটিও অন্য জনের কাছে ভালো লাগা ছড়াবে না। যদি ভাবেন যে জ্ঞান বিলিয়েছি তাহলে ক্ষমা করবেন।
২২ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৫:৩৭
211131
বৃত্তের বাইরে লিখেছেন : ধন্যবাদ আপনাকে@নূর আল আমিন। ভাল থাকবেন।Good Luck
১৮
266894
২০ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৫৩
আহ জীবন লিখেছেন : দুর্দান্ত বুদ্ধি। ছাগলেরে কফের ওষুধ খাওয়াইয়া ঘুম পাড়ানো। যা বুঝা যায় দুষ্টামি কম করেন নাই। নাহ মন ভরে নাই আরও শুনতে মন চায়।
২২ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৫:৩৭
211130
বৃত্তের বাইরে লিখেছেন : আসছে কোরবানিতে আবার এই ফর্মুলা অ্যাাপ্লাই করবেন না যেনHappyহুম,ভাইদের সব দুষ্টামির সাক্ষী ছিলাম।
আপনার শৈশব নিয়ে লেখা কই!Waiting Good Luck
২২ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:২৩
211413
আহ জীবন লিখেছেন : একটু বেশি বেস্ততা আর আলস্যতার কারনে লিখা হয় না। মন চায় লিখতে।
১৯
267037
২১ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৫:২২
সাদিয়া মুকিম লিখেছেন : পুরোটা সময় এক টুকরো হাসি রেখেই আপনার লিখনীটা পড়লাম! চমৎকার সাবলীল বর্ননা সত্যি মুগ্ধ হলাম! ছাগলের সিরাপ খাওয়া আর ফকির চাচার ঘটনা সারাদিন মনে করেছি আর মজা পচ্ছি! Music Bee শুকরিয়া আপুনি অন্নেক.... Love Struck

আল্লাহ আপনাকে ভালো রাখুন, শুভ কামনা রইলো Love Struck Good Luck Rose
২২ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৫:৩৫
211129
বৃত্তের বাইরে লিখেছেন : শুকরিয়া আপু। ঐ সময় দুষ্টামি যা করেছি বাবা মায়ের আড়ালে। বাবা-মাকে ভয় পেতাম সবাই, মা কে বেশী পেতাম। দোয়া করবেন ১টু আমার জন্য যেন আপনাদের মত শান্তশিষ্ট হতে পারি। ধন্যবাদ প্রিয় আপু। ভাল থাকেনGood Luck Love Struck Good Luck সবসময়।
২০
267041
২১ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৫:৫৩
শফিক সোহাগ লিখেছেন : ইশ্‌...আবার যদি শিশু হতে পারতাম!!! Crying
২২ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৫:৩৪
211128
বৃত্তের বাইরে লিখেছেন : ইশশ্‌............!!Tongue
এতদিন পর যেHappy Good Luck ধন্যবাদ
২১
281575
০৫ নভেম্বর ২০১৪ রাত ০৯:৪৬
আওণ রাহ'বার লিখেছেন : বোম্বাই আইসক্রিম ইয়া মোটা আইসক্রিম ইশশসসস এখন আর দেখা যায়না।
আমি খুব মিনমিনা ভদ্র দুষ্টু ছিলাম।
যেমন আমি অকারেন্স ঘটাবো ধরা + মাইর খাবে আরেকজন এমন আরকি।
যেমন রোজাপুর অকারেন্সে ধরা খেতো আরুপু।
যেমন এখন হারিকেন ধরা খায়।
আপনার শৈশব খুব ভালো লাগলো আর লিখনীতো মাশাআল্লাহ ।
আপনার লেখার প্যাটার্ন ই আলাদা।
অনন্যরকম।
শুভকামনা রইলো লিখুন মন খুলে শুকরিয়া সুন্দর লিখাটির জন্য।
০৮ নভেম্বর ২০১৪ দুপুর ১২:০২
225710
বৃত্তের বাইরে লিখেছেন : ধন্যবাদ পিচ্চি ভাইয়া।Love Struck চেহারা দেখলে তো মিনমিনা বুঝা যায়না।Angel হারিকেন কার জন্য ধরা খায়?:Thinkingশৈশবের পোস্টে শিক্ষনীয় দিক তুলে ধরার কথা ছিল। চিন্তা করে দেখলাম ছোটবেলায় না বুঝে করা দুষ্টামির মধ্যে শিখার কিছু নেই। Rolling Eyes Sad Big Grin তাই মজা করলাম।Happy Good Luck
২২
292975
১০ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:৪৬
রুম্মাম সাকিব রুশো লিখেছেন : Good recalling of childhood memories. very nice
১১ ডিসেম্বর ২০১৪ রাত ১২:৪৩
236852
বৃত্তের বাইরে লিখেছেন : পড়ার জন্য ধন্যবাদ আপনাকেHappy ব্লগে স্বাগতমGood Luck Rose

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File