দূর আকাশের তারা

লিখেছেন লিখেছেন বৃত্তের বাইরে ২২ এপ্রিল, ২০১৪, ০৮:৫৭:৫৪ রাত



পরশ তোমার সকল খানে,সকল কাজে,সকল ধ্যানে

দখিনা হাওয়ার শীতল ছোঁয়ায়,সকাল দুপুর সারাবেলায়

বাবা আমায় দেখাত যে সত্য পথের আলো

বাবা আমায় বুঝিয়ে দিত মন্দ আর ভালো

বাবা মানে আমার আকাশ,আকাশভরা নীল

সেই আকাশে চাঁদ ও তারা করে যে ঝিলমিল।

বাবা মানে আমার আলো, আমার রোদ ও হাওয়া

বাবা মানে আমায় রেখে হঠাৎ চলে যাওয়া

হইনি বলা যে কথাটি আজ শুনে নাও বাবা

ভালবাসি তোমায় আমি, আমার প্রিয় বাবা

ভদ্রলোকের সাথে সম্পর্কটা আস্থার, বিশ্বাসের, ভালোবাসার আর কিছুটা ভয়ের। তিনি কখনও রাশভারী, গম্ভীর, ব্যক্তিত্ব সম্পন্ন। কখনো আবার বন্ধুর মত। সবকিছু মিলিয়ে ভাল লাগা এক দূরের তারা। সেই সকালে বের হয়ে যান কাজের উদ্দেশ্যে, ফিরেন সেই রাতে। কারো কাছে বাবা মানে তার পৃথিবী। কারো জীবনে বাবা মানে ছবি। বছরের পর বছর সেই ছবি আগলে বাবার প্রতীক্ষায় প্রহর গোনা। এভাবে লোকটির সঙ্গে যে সম্পর্ক দানা বেঁধে উঠে মানসিকভাবে এ সম্পর্ক খুব গভীর কিন্তু দৃশ্যত এটি অনেক দূরের । অনেকটা আলো ছায়াময়। একটু ভয়, একটু ভালবাসাবাসির। তার আশ্রয় ছাড়া চিন্তা করা যায়না এক মুহূর্তও । আবার খুব কাছে গিয়ে জড়িয়েও ধরা যায়না ।

অদিতির কাছে বাবা হল বন্ধুর মত। শুক্রবারটা বরাদ্ধ থাকতো বাবার জন্য। খেলাধুলা, বন্ধু বান্ধব বাদ দিয়ে তীর্থের কাকের মত অপেক্ষা শুধু বাবা আসার মুহূর্তটির জন্য। বাবা কর্মক্ষেত্র থেকে ফিরতেই বাবার হাত থেকে অফিসের ভারী ব্যাগটি সরিয়ে নেয়া, মাথাব্যাথা হলে মাথা টিপে দেয়া, বাবা কি খেতে বেশী পছন্দ করেন, কোন কাজটা বাবার অপছন্দ, কি করলে বাবা বেশী খুশি হন, কোন কাপড়টায় বাবাকে বেশী স্মার্ট লাগে সব দিকে খেয়াল অদিতির। কখনও অফিস থেকে ফিরতে দেরি হলে মায়ের সাথে রাত জেগে বসে থাকতো বাবার অপেক্ষায়। বাবা বাসায় অথচ বাবাকে ছাড়া কেউ কখনও খেয়েছে মনে পড়েনা। আর বাবাও কি কম! মেয়ের পড়াশুনা ঠিকমত হচ্ছে কিনা, অসুখ হলে রাত জেগে বসে থাকা, মেয়ের শখ কতটুকু পূরণ হচ্ছে, ভবিষ্যৎ কেমন হবে, কোথায় পাত্রস্থ করতে হবে-ইস কত কি চিন্তা বাবার! কখনও বাবা বাইরে থেকে এলে হাতে থাকতো জাদুর ব্যাগ। যখন সেই ব্যাগ খোলা হয়, অমনি সেখান থেকে বের হয়ে আসে খেলনা, গল্পের বই, চকলেট অথবা নতুন পোশাক। বাবার ভালবাসা মাপার যদি কোন যন্ত্র থাকতো তাহলে সে নিশ্চিত সবার চেয়ে অদিতির প্রতি ভালবাসার পরিমান অবশ্যই বেশী হত।

অদিতির সাথে বাবার সম্পর্কটা যতটা কাছের নেহালের কাছে ঠিক ততোটা দূরের। কিছুটা শ্রদ্ধা আর ভয় মিশ্রিত। ভার্সিটির হলে থাকার সময় বন্ধুদের কেউ কেউ লুকিয়ে কাঁদত। প্রতি সপ্তাহন্তে তাদের লেখা লম্বা লম্বা চিঠি পেয়ে বাবারা আর থাকতে পারতেন না গ্রামে, ছুটে আসতেন তাদের ছেলেকে দেখতে। কত ধরনের আবদার আর ভাললাগা মিশ্রিত সেই চিঠি—বাবা তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে, তোমার কথা শুনতে ইচ্ছে করে, যখন রাত জেগে পড়ি তুমি এসে কেন বাতি নিভিয়ে কেন বলোনা ‘এত রাত জাগলে শরীর খারাপ করবে, ঘুমাতে যাও— আরও কত কি! কেউ লিখত পরিক্ষার ফলাফল জানিয়ে। নেহাল লিখত শুধু টাকা চেয়ে পিতার নিকট পুত্রের পত্র যেখানে সম্পর্কটা যেন কাছে থেকেও অনেক দূরের। আসলে বাবার সাথে সেই হৃদ্যতার সম্পর্কটা তৈরি হয়নি তাঁর। কখনো মনে হয় বাবা অনেক বেশী শাসন করেন। আবার কখনো মনে হয় বাবার কথাই ঠিক, আসলে সে-ই ঠিকমত বুঝতে পারেনা বাবাকে। মনে পড়ে ছোটবেলায় এক হাতে বাবার চুল আর আরেক হাতে গলা শক্ত করে বাবার কাঁধে চড়ে কত ঘুরে বেড়িয়েছে শহরময়! সেই কাঁধ ছুঁতে এখন আর চেয়ারে কিংবা টেবিলে উঠে দাঁড়াতে হয়না, যে কোন অবস্থায় দাঁড়িয়েই ছুঁয়ে ফেলতে পারে । অথচ এখন সেই প্রশস্ত কাঁধে চড়া তো অনেক দূর, ছুঁতেও পারেনা। মনের মধ্যে কি এক সংকীর্ণতা কাজ করে। মাঝে মাঝে সে নিজেকেই প্রশ্ন করে--আচ্ছা বাবা, সন্তানেরা বড় হলে কি লাজুক হয়ে যায়! মায়ের অনুপস্থিতিতে অভিমানী, ঝগরুটে, বোকা বোকা বাবা সবসময় ছিলেন সেবাময়ী মায়ের ভূমিকায়। হসপিটালের শেষের দিনগুলোর কথা মনে হলে এখনো চোখ ভিজে উঠে। দেখলেই দু হাত প্রসারিত করতেন। এখন মনে হয় কেন তখন একটু জড়িয়ে ধরলামনা! সারা বাড়িতে তাঁর স্মৃতিচিহ্ন। তাঁর ব্যবহৃত জামা কাপড়, চশমা, সেলফে সাজানো বইপত্র—সব জায়গায় তাঁর অনুপস্থিতিতে বুকের ভিতরটা কেমন যেন হু হু করে উঠে।

আসলে সবার কাছেই সবার বাবা একটা বিশেষ জায়গা দখল করে থাকে। সেটা কখনও ভালবাসার, কখনও আবেগের,কখনও বা অভিমানের-অভিযোগের। শৈশবে বাবাকে মনে হয় সর্ব বিষয়ে বিশেষজ্ঞ। একটু বয়স হলেই মনে হয় বাবা কিছু বিষয়ে জানেন, কিছু বিষয়ে জানেন না। তারপর বয়স যখন আর একটু বাড়ে, তখন মনে হয়,বাবার ভাবনা-চিন্তা সবই সেকেলে। বয়স যখন ত্রিশের কোঠায়,তখন মনে হয়,বাবার সঙ্গে একটু আলাপ করে নিলে হতো, কিছু কিছু বিষয়ে তো বাবার মতামতের গুরুত্ব দেওয়া যেতে পারে। আর নিজে বাবা হলে তখন বুঝা যায় আসলেই বাবা অনেক কষ্ট করেছেন, বাবা যে কথাগুলো বলেছিলেন সেগুলোর সত্যিই মূল্য আছে। সন্তানের সাথে বাবাদের সম্পর্ক যা-ই হোক না কেন গভীর মনোযোগের সাথে তার মুখের দিকে তাকালে দেখা যায় তার মুখের প্রতিটি ভাঁজে ক্লান্তি, ক্লান্তি আর ক্লান্তি। ঘর্মাক্ত মুখ, ঘামে ভিজে যাওয়া শার্ট আর দিনভর দৌড় ঝাঁপের পর রাত করে বাসায় ফেরা। সন্তান ও পরিবারের জন্যই বাবারা দূর আকাশের তারা।

বিষয়: Contest_father

৩০৯৩ বার পঠিত, ৪১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

211937
২২ এপ্রিল ২০১৪ রাত ০৯:১৩
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : লেখাটি পড়ে মনে প্রশান্তি আসলো। জাজাকাল্লা খাইরান.. অনেক ধন্যবাদ
২৩ এপ্রিল ২০১৪ রাত ০২:১২
160370
বৃত্তের বাইরে লিখেছেন : প্রশান্তিমূলক মন্তব্য পেয়ে আমারও ভাল লাগলোHappy @হারিয়ে যাবেন/ গিয়েছেন যার মাঝে Good Luck Good Luck Good Luck
211938
২২ এপ্রিল ২০১৪ রাত ০৯:১৪
মোবারক লিখেছেন : খুভ সুন্দর অনুভূতি ভালো লাগলো
২৩ এপ্রিল ২০১৪ রাত ০২:১২
160371
বৃত্তের বাইরে লিখেছেন : পড়ে মন্তব্য করায় আপনাকেও অনেক অনেক মোবারকবাদGood Luck Good Luck Good Luck
211951
২২ এপ্রিল ২০১৪ রাত ০৯:৩৬
আরোহী রায়হান প্রিয়ন্তি লিখেছেন : আসলেই সবার কাছেই সবার বাবা একটা বিশেষ জায়গা দখল করে থাকে। সেটা কখনও ভালবাসার, কখনও আবেগের,কখনও বা অভিমানের-অভিযোগের। অনেক অনেক ভালো লাগলো লেখাটি। Good Luck Good Luck Rose Rose Good Luck Good Luck
২৩ এপ্রিল ২০১৪ রাত ০২:১৩
160372
বৃত্তের বাইরে লিখেছেন : দূরে থাকি বলে আরও বেশী ফিল করি। অনেক অনেক শুকরিয়া আপু Love Struck Love Struck Love Struck
211959
২২ এপ্রিল ২০১৪ রাত ১০:০১
ভিশু লিখেছেন : 'মায়ের অনুপস্থিতিতে অভিমানী, ঝগরুটে, বোকা বোকা বাবা সবসময় ছিলেন সেবাময়ী মায়ের ভূমিকায়'...হা হা হা...এর্কোম একটা খুব মজার ঘটনা মনে পড়লো, বলবো পরে!
বাবা নামের আমাদের সবার দূর আকাশের তাঁরাটার এনাটমির পুরোটা পড়লাম! খুবি হৃদয়-ছোঁয়া বাস্তব বর্ণনা! শুরুতে একটি কবিতা দিয়ে পাঠককে পোস্ট পড়াতে গাড়ি থেকে রিসিভ করে ড্রয়িংরুমে বসানো হয়েছে দেখলাম...ভালোই! শেষে কোথাও আবার একটু নিয়ে যেতে চেয়ে শুধু ইশারাতেই সারা হয়েছে! সবশেষে 'পরিণত'দের মূল্যায়ন বাবাকে! অ্য কম্প্রিহেন্সিভ প্রেজেন্টেশন! ধন্যবাদ... Happy Good Luck
২৩ এপ্রিল ২০১৪ রাত ০২:১৬
160375
বৃত্তের বাইরে লিখেছেন : মিষ্টি যাদের পছন্দ তাদের কথা বার্তা কি সবসময় এত মিষ্টি মিষ্টি হয় কিনা জানিনা। ড্রইং রুমে বসিয়ে এক্কাপ চা দিলাম আর রেখে গেলেন রসে টইটুম্বর রসগোল্লা। যাক গে, আপনার স্মৃতি বিজড়িত মুচমুচে, কুরকুরে ঘটনা পড়ার অপেক্ষায় রইলাম WaitingHappy Good Luck
211963
২২ এপ্রিল ২০১৪ রাত ১০:০৭
মেঘ ভাঙা রোদ লিখেছেন : পরশ তোমার সকল খানে,সকল কাজে,সকল ধ্যানে
দখিনা হাওয়ার শীতল ছোঁয়ায়,সকাল দুপুর সারাবেলায়
বাবা আমায় দেখাত যে সত্য পথের আলো
বাবা আমায় বুঝিয়ে দিত মন্দ আর ভালো


পৃথিবীর সব বাবাই মনে হয় এরকম হয়।
২৩ এপ্রিল ২০১৪ রাত ০২:১৪
160373
বৃত্তের বাইরে লিখেছেন : সব বাবারাই এক। তাই তাদের ঘিরে সন্তানদের অনুভূতিগুলোও একরকম। অনেক ধন্যবাদ আপনাকেGood Luck Good Luck
211965
২২ এপ্রিল ২০১৪ রাত ১০:০৯
২৩ এপ্রিল ২০১৪ রাত ০২:১৫
160374
বৃত্তের বাইরে লিখেছেন : আপনার জন্য ও রইলো অনেক অনেক শুভেচ্ছা,শুভকামনাGood Luck Good Luck Rose Rose
212441
২৪ এপ্রিল ২০১৪ রাত ১২:১৮
আফরা লিখেছেন : আপু আপনার লেখাটা খুব ভাল হয়েছে বেশী ভাল লেগেছে এলাইনটি সন্তান ও পরিবারের জন্যই বাবারা দূর আকাশের তারা।সবার বাবা কিনা তারা কিনা জানি না তবে আমার বাবা আমার কাছে দুর আকাশের তারা ।

আমার নাম আফরা সাইয়ারা মানে সাদা তারা । ছোট্ট বেলায় মাকে যখন বাবার কথা বলতাম মা বলত তুমি তো একটা তারা তোমার বাবা তোমাকে আকাশ থেকে আনতে গিয়ে তোমাকে আমার কাছে ফেলতে পারছে ঠিকই কিন্তু তোমার বাবা আকাশে আটকে তারা হয়ে আছে ।

ধন্যবাদ আপু ।
২৪ এপ্রিল ২০১৪ রাত ০১:৪০
160714
বৃত্তের বাইরে লিখেছেন : আপুমনি তুমি আবার এ নিয়ে মন খারাপ করোনা। খালাম্মা যেমন তোমাদের সংসারের বাবা-মা দুজনের ভূমিকা পালন করছেন, আমাদেরও তাই। আসলে যাদের বাবারা প্রবাসী, সৈনিক...এমন অনেক বাবার ছেলেমেয়েরা বাবাকে সবসময় কাছে পায়না। তাদের কাছে বাবারা দূর আকাশের তারা। কাছে থেকেও দূরের শ্রদ্ধার মানুষ। ভালো থাকো সবসময়Love Struck Love Struck Love Struck Love Struck
213106
২৫ এপ্রিল ২০১৪ দুপুর ০২:১০
মনটা আমার বাঁধনহারা লিখেছেন : জীবনের প্রতিটি মুহুর্ত বাবার অবদানে ঘেরা
তবুও বাবা কখনো হয় দূর আকাশের তারা
চিন্তা করতে পারি না এ ভুবন বাবাকে ছাড়া
বাবাই শিখিয়েছিল মনকে উড়তে বাঁধনহারা...... Bee
রাব্বির হামহুমা কামা রব্বায়ানি ছাগিরা! Praying Praying Praying
অনেক ভালো লাগলো লেখাটি। Rose Rose Rose
২৬ এপ্রিল ২০১৪ রাত ০২:০৬
161493
বৃত্তের বাইরে লিখেছেন : হৃদয়ছোঁয়া মন্তব্যে অনেক অনেক ধন্যবাদLove Struck Love Struck Love Struck Love Struck
২৬ এপ্রিল ২০১৪ সকাল ০৮:৪৬
161525
আওণ রাহ'বার লিখেছেন : @আরোহী আপু বাবা কি আপনাকে হাতুড়ি দিয়েছে কখনো?Time Out Time Out
@রোজাপু রাব্বির হামহুমা কামা রব্বায়ানি ছাগিরা।
213313
২৬ এপ্রিল ২০১৪ রাত ০২:০৬
বৃত্তের বাইরে লিখেছেন : হৃদয়ছোঁয়া মন্তব্যে অনেক অনেক ধন্যবাদ Good Luck Love Struck Love Struck Love Struck Rose
১০
213354
২৬ এপ্রিল ২০১৪ সকাল ০৮:৪৪
আওণ রাহ'বার লিখেছেন : ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++Good Luck Good Luck Good Luck Good LuckGood Luck Good Luck Good Luck Good Luck Good Luck যাদের বাবা নাই তাদের কি হবে? Good Luck Good LuckGood Luck Good Luck Good Luck Good Luck Good LuckGood Luck
২৬ এপ্রিল ২০১৪ রাত ১১:৫১
161962
বৃত্তের বাইরে লিখেছেন : কিছুই হবেনা। যাদের বাবা নেই তাদের উচিত বাবার আদর্শে নিজেদের গড়ে তোলা। ভবিষ্যতে নিজেরা ভালো বাবা হওয়াHappy Love Struck Love Struck Rose RoseGood Luck Good Luck
১১
215790
০১ মে ২০১৪ সকাল ০৯:৩৭
আমীর আজম লিখেছেন : খুব ভাল লাগল।
০১ মে ২০১৪ রাত ১১:২৩
164422
বৃত্তের বাইরে লিখেছেন : অনেক ধন্যবাদ আপনাকেGood Luck RoseGood Luck
১২
221852
১৫ মে ২০১৪ দুপুর ০৩:২৭
নূর আয়েশা সিদ্দিকা জেদ্দা লিখেছেন : আমার কেন যেন মনে হয় মায়েরা যেভাবে আবেগের প্রকাশ ঘটাতে পারেন খুব সহজে বাবারা তা বোধহয় সব সময় পারেন না। আমার নিজের বাবাকে ও আমি এভাবেই পাই।
২৬ মে ২০১৪ রাত ০৯:২৯
173596
বৃত্তের বাইরে লিখেছেন : স্যরি আপু,জবাব দিতে দেরী হয়ে গেল। আপনার বাবা কেমন আছেন! দোয়া রইলো আপনাদের সবার জন্য। আমরা যারা সবাইকে ছেড়ে প্রবাসে থাকি আপনজনদের জন্য আমাদের সবার অনুভূতিগুলো মনে হয় এক। মন্তব্যের জন্য শুকরিয়া আপুজ্বী। ভাল থাকবেনLove Struck Love Struck Good Luck
১৩
236676
২০ জুন ২০১৪ রাত ০৪:৩৩
রাইয়ান লিখেছেন : বিজয়ী আপনাকে আমার আন্তরিক অভিনন্দন .....

২০ জুন ২০১৪ রাত ১১:৫২
183525
বৃত্তের বাইরে লিখেছেন : অনেক অনেক শুকরিয়া আপুমনি। আপনার লেখা এবং সুন্দর মন্তব্যগুলো সবসময় প্রেরণা যোগায়Love Struck Love Struck Praying Good Luck
১৪
236691
২০ জুন ২০১৪ সকাল ০৫:৪৭
সূর্যের পাশে হারিকেন লিখেছেন :
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍~~~~~~~~তৃতীয়~~~~~~~~
দূর আকাশের তারা-বৃত্তের বাইরে
~~~~~~~~অভিনন্দন~~~~~~~~
Rose Rose Good Luck Good Luck Rose Rose


২০ জুন ২০১৪ রাত ১১:৫৩
183526
বৃত্তের বাইরে লিখেছেন : পরের কোন প্রতিযোগিতায় আপনার অংশগ্রহন চাইHappy অনেক অনেক ধন্যবাদ আপনাকে। রমজানের অগ্রিম শুভেচ্ছাRose Rose Good Luck
১৫
236740
২০ জুন ২০১৪ সকাল ১১:৫০
জোনাকি লিখেছেন : অভিনন্দন!
২০ জুন ২০১৪ রাত ১১:৫৪
183527
বৃত্তের বাইরে লিখেছেন : বাবাকে নিয়ে লেখা আপনার কবিতাগুলোও অনেক সুন্দর ছিল। অন্নেক ধন্যবাদ আপু আপনাকে। রমজানের অগ্রিম শুভেচ্ছাLove Struck Good Luck Rose
২১ জুন ২০১৪ রাত ১২:১২
183540
জোনাকি লিখেছেন : ধন্যবাদ।
১৬
236924
২০ জুন ২০১৪ রাত ০৯:৪৯
আওণ রাহ'বার লিখেছেন : প্রচন্ড এবং অস্বাভাবিক ব্যাস্ত সময় কাটাচ্ছি
তাই একটুকরো অভিনন্দন দিয়ে গেলাম বাকি অভিনন্দন গুলো জমা রইলো।
পরে দিয়ে যাবো ইনশাআল্লাহ।
Good Luck Happy
২০ জুন ২০১৪ রাত ১১:৫৫
183528
বৃত্তের বাইরে লিখেছেন : এত ব্যস্ততার মাঝেও অভিনন্দন জানানোর জন্য শুকরিয়া। ব্যস্ততায় রমজানের প্রথম সপ্তাহের আলোচনা যেন বাদ না যায়। শুভকামনা রইলHappy Good Luck
১৭
236957
২০ জুন ২০১৪ রাত ১০:৪৭
সুশীল লিখেছেন : জোনাকি লিখেছেন : অভিনন্দন!
২০ জুন ২০১৪ রাত ১১:৫৬
183529
বৃত্তের বাইরে লিখেছেন : অনেক ধন্যবাদ আপনাকেHappy বৃত্তের বাইরে থেকে রমজানের অগ্রিম শুভেচ্ছাGood Luck Good Luck
১৮
236958
২০ জুন ২০১৪ রাত ১০:৪৭
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : লেখাটা আগে পড়া হয়নি। কিভাবে যেন বাদ পড়ে গিয়েছিল। ভাল জিনিস আমার হাত থেকে আমনি করেই খসে যায়।

শুরুতে আমি মনে করেছিলাম এটা বুঝি কবিতা। স্ক্রল করে নীচে নামার পর আসল স্বাদটা পেলাম। দারুণ লিখেছেন। ধন্যবাদ।
২০ জুন ২০১৪ রাত ১১:৫৮
183531
বৃত্তের বাইরে লিখেছেন : অনেক ধন্যবাদ আপনাকেHappyব্লগে কম আসা হয় বলে আমারও অনেক ভাল লেখা পড়া হয়না।
আপনার জান্নাতবাসী বাবার জন্য দোয়া রইল। প্রথম হওয়ায় অভিনন্দন আপনাকেHappy Good LuckRose
১৯
236978
২০ জুন ২০১৪ রাত ১১:২৯
আওণ রাহ'বার লিখেছেন : সকালে আপনার নামটা বিজয়ী লিস্টে দেখে এতটা ভালো লেগেছে যে আমি যদি কখনও পুরস্কার পাই এতটা খুশি হবোনা।
আপনাকে অভিনন্দন..........







২০ জুন ২০১৪ রাত ১১:৫৯
183534
বৃত্তের বাইরে লিখেছেন : এত্ত সুন্দর সুন্দর ফুলের জন্য অনেক অন্নেক ধন্যবাদ আওনকে। বিজয়ী হওয়ার চেয়ে সবার হৃদয়ছোঁয়া মন্তব্য আর অভিনন্দন পেয়ে অনেক বেশী ভাল লাগছে। রমজানের অগ্রিম শুভেচ্ছাসহ দোয়া রইলGood Luck Good LuckRose
২০
237752
২৩ জুন ২০১৪ রাত ০৪:৩১
শিকারিমন লিখেছেন : আসলে ব্লগে অনিয়মিত থাকলে অনেক ভালো লেখাই তো দৃষ্টির অগোচরে চলে যায়। দূর আকাশের তারা এই লেখা টি ও আমার দৃষ্টির অগোচরে চলে গিয়েছিল। আপনার এই লিখাটি বিজয়ী না হলে হয়ত খুব সহসা লিখাটি আমার চোখে ধরা দিতনা। হাই স্কুল লেভেল পর্যন্ত বাবার সাথে আমার সম্পর্ক টা আপনার অদিতির মত ছিলনা অনেক সময় বাবাকে আমার স্বাধীনতার পথে বাধা মনে করতাম। সেই সময় গুলোর কথা এখনো মনে হলে লজ্জায় আর নিজেকে ধরে রাখতে পারিনা।
সব সন্তানদের সাথে বাবার সম্পর্ক যেন অদিতির মত হয়। আর নেহালের মত ভয় আর শ্রদ্ধা ও থাকুক তবে সেটি যেন হয় ভালবাসায় মিশ্রিত।
অনেক অনেক অভিনন্দন আপনাকে ,
আর আমার নাম বিজয়ীর তালিকায় এসেছে সেটি ও আপনার কারণে। সত্যি করে বলছি আপনি যদি বারবার আমার লিখার ব্যাপারে তাগাদা না দিতেন তাহলে হয়ত এত তাড়াতাড়ি ব্লগে এসে লিখার মন নিয়ে বসা হতনা।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
২৩ জুন ২০১৪ সকাল ০৫:৩৬
184329
বৃত্তের বাইরে লিখেছেন : অনেক ধন্যবাদ আপনাকে পড়েছেন এবং মন্তব্য করেছেন বলে। আমার নিজের লেখার চেয়ে অন্যের লেখা পড়তে সবসময় ভালো লাগে। সাধারনত সব পরিবারে মেয়েদের সাথে বাবাদের সম্পর্কটা অদিতির মত আর ছেলেদের সাথে নেহালের মত হয় একটু কম বেশি হতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রেই এমন হয়।
আপনার বাবাকে নিয়ে লেখাটা অনেক ভালো লেগেছে। তাগাদা না দিলে জানা হতনাHappy আপনাকে বিজয়ীর তালিকায় দেখে অনেক ভালো লেগেছে। অনেক অনেক অভিনন্দন রইলোGood Luck RoseGood Luck
আগের মত নিয়মিত লিখবেন,মন্তব্য করবেন। রমজান মোবারকGood Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File