মনের জানালা-২

লিখেছেন লিখেছেন বৃত্তের বাইরে ০৫ এপ্রিল, ২০১৪, ০১:৪৯:১৫ রাত



‘আরে ভাই আর বলবেন না, এ পাড়ায় মানসম্মান নিয়ে চলা মুশকিল। আমাদের বাড়িওয়ালার মেয়েটা পাড়ার এক বখাটে ছেলের সাথে সারাদিন ঘুরে বেড়ায়। কেমন বাবা-মা বুঝিনা, মেয়েকে শাসনও করেনা। গতকাল শুনলাম মেয়েটা বাড়ি থেকে পালিয়ে...... এমন পরচর্চাজনিত অনেক কথা প্রায়ই আমরা একে অন্যের সাথে বলে থাকি যাকে আপাত অর্থে গসিপ বলে। গালগল্প ও অন্যের সমালোচনা করা প্রায় প্রতিটি মানুষের এক সহজাত কুপ্রবৃত্তি। এর কারণ হিসেবে বিজ্ঞানীরা দাবি করেন, বিবর্তনপ্রক্রিয়ার ফলেই মানুষ একে অন্যের সঙ্গে গালগল্প করে, একে অন্যের খুঁত বের করে এবং এতে মানব মনে কোনো দুঃখবোধও জাগে না। ফলে আমরা একে অপরের সমালোচনায় ঘণ্টার পর ঘণ্টা আঠার মতো লেগে থাকতে পারি এবং এ আচরণগুলো সবাই জন্মের পর কোনো না কোনোভাবে অন্যের কাছে শেখে। মিথ্যা বলা, অন্যের সম্পর্কে ধারনা করা প্রসঙ্গে এক গবেষণায় দেখা গেছে, শতকরা ৬০ ভাগ মানুষ কথা বলার সময় প্রতি ১০ মিনিটে অন্তত একটি মিথ্যা কথা বলে এবং এর মূল কারণ হিসেবে মানসিক সমস্যাকে চিহ্নিত করা হয়েছে।

প্রতিটি মানুষ কমবেশি ভালো চিন্তা করে, আবার সচেতন বা অবচেতনভাবে খারাপ চিন্তাও করে।নেগেটিভ চিন্তা যেমন মানুষকে নেগেটিভ পথে নিয়ে যায় তেমনি পজিটিভ চিন্তা মানুষকে পজিটিভ দিকে পরিচালিত করে। এই পজিটিভ এনার্জি আমাদের সবার মাঝেই আছে যা আমাদের দৈনন্দিন জীবনকে এগিয়ে নিতে, আশপাশের সবকিছুর ওপর একটি পজিটিভ চিন্তা-ভাবনা করতে সাহায্য করে। একবার আমরা কয়েকজন মিলে একটা ওয়ার্কশপ করেছিলাম। সেখানে ইতিবাচক দৃষ্টিভঙ্গী কিভাবে মানুষের কর্মকাণ্ডের উপর প্রভাব ফেলে তার উপর একটা কেস স্ট্যাডি করতে দেয়া হয়েছিল। ক্লাসে বিভিন্ন বয়সের নারী পুরুষ ছিল। কিছুদিন একসাথে ক্লাস করার পর টিচার শেষ দিন সবাইকে এক লাইনে দাঁড় করালেন। প্রত্যেকে একে অপরের পিঠে হাত রেখে তার কানে কানে তার ভাল দিকগুলো বলতে হবে যেন অন্যরা শুনতে না পায়। পিঠে হাত রাখার কথা বলা হয়েছিল কারন এতে অন্যকে অনেক আপন মনে হয়। দেখা গেল কিছু ছাত্র ছাত্রী তাদের নিজেদের গুনের প্রশংসা অন্যের মুখে শুনে এমন ঝরঝর করে কেঁদে ফেলে... দেখে মনে হয়েছিল তারা তাদের পরিবার/আপন জনের কাছ থেকে কখনও কোন প্রশংসা আগে শোনেনি। ফলাফলে দেখা গেল যে কোনো ঘটনা সম্পর্কে মানুষ নেতিবাচক ধারণা করে প্রথমত গসিপ করার উদ্দেশ্যে। এছাড়া মস্তিষ্কে থাকা তথ্যের ধরন বা Quality of Information: অর্থাৎ তার মাথায় যদি তথ্য ঢুকিয়ে দেয়া হয় ব্যাঙ্কে চাকরি করলে সুদ খেতে হবে সে ধরে নিবে যারা চাকরি করে তারা সবাই সুদখোর। অতীত অভিজ্ঞতা বা Past Experience: সে যদি মুসলিম কারো দ্বারা অতীতে খারাপ ব্যবহার পেয়ে থাকে সে সব মুসলমান সম্পর্কে একই ধারণা পোষণ করবে এবং দৃষ্টিভঙ্গি বা Belief System: কেউ যদি ছোটবেলায় বাবা-মায়ের অধিক শাসনে বড় হয়ে থাকে পরবর্তিতে সে তার নিজের ছেলেমেয়ের ব্যাপারেও একইরকম শাসন করার মানসিকতা বজায় রাখবে। এভাবে কেউ যদি ক্রমাগত কোনো নেগেটিভ ধারনায় সময় নষ্ট করে তাহলে ব্যক্তির মাঝে আস্তে আস্তে একটা নেগেটিভ ভাবই তৈরি হয়, যা মনঃসংযোগ নষ্ট করে ধীরে ধীরে তার মধ্যে একটা অস্থিরতা তৈরি করে। কিন্তু মানুষ যখন ভালো কথা বার বার বলে, তখন ভালো জিনিস তার কাছে আসতে থাকে; ফলে জীবনে ইতিবাচক পরিবর্তন হতে থাকে।

এখন দেখা যাক এ ব্যাপারে ইসলাম আমাদের কি শিক্ষা দেয়।এক হাদিস থেকে বর্ণিত, দু ব্যাক্তি একসাথে সফরে গেল। পথে নামাজের সময় উপস্থিত হওয়ায় তাদের কাছে অজু করার মত পানি ছিলনা। উভয়ে মাটি দিয়ে তায়াম্মুম করে নামাজ আদায় করলো। এরপর কিছুদূর যাবার পর পানি পেল। তখন একজন অজু করে পুনরায় নামাজ আদায় করলো, অন্যজন পুনরায় নামাজ পড়া থেকে বিরত থাকলো। এরপর উভয়ে রাসুল সা: এর কাছে এসে ঘটনার বিবরণ দিল। যে নামাজ পুনরায় আদায় করলনা রাসুল সা: তাকে বললেন,'তুমি সুন্নত মত কাজ করেছ, তোমার নামাজ আদায় হয়েছে। আর যে পুনরায় নামাজ আদায় করেছে তাকে তিনি বললেন, 'তোমার জন্য আছে দ্বিগুন পুরস্কার। সুতরাং দেখা যাচ্ছে রাসুল সা: উভয়ের ব্যাপারে কিভাবে ইতিবাচক সিদ্ধান্ত দিলেন। অথচ দুজনেই ছিলেন পরস্পর বিরোধী অবস্থানে। এমন সিদ্ধান্ত আমাদের নিতে বললে আমরা হয়ত যে কোনো একটিকে বেছে নিতাম। কিন্তু তিনি উভয় টিকেই স্বী কৃতি দিলেন এবং সঠিক কোনটি তার প্রতি ইঙ্গিতও করলেন।

তাই যে কোনো ঘটনা সম্পর্কে মতামত দেয়ার আগে ভেবে দেখা উচিত। কেউ বিপদে পড়লে বা কারো খারাপ কিছু দেখলে তাকে সেই পথ থেকে ফিরিয়ে আনা মানুষ হিসেবে, একজন প্রকৃত মুমিন হিসেবে আমাদের সবার কর্তব্য। কারো ইতিবাচক দিকগুলো নিয়ে আলোচনা করলে তার মধ্যে সৎকাজের আগ্রহ তৈরি হয়,ব্যক্তিসত্তা ও মূল্যবোধ জাগ্রত হয়। তাকে বিশ্বাস করতে শেখায় যে সেও সমাজের একটা গুরুত্বপূর্ণ অংশ। অনেক সময় মানুষ নিজের ভালো দিকটির সন্ধান পায়না। অন্যরা তার সমালোচনা না করে যদি তার ভাল একটি গুনের প্রশংসা করে তবে সে তার জীবন সম্পর্কে আশাবাদী হয়ে উঠে। আমরা সবাই যদি এভাবে অন্যের ভাল দিকগুলো নিয়ে আলোচনা করার অভ্যাস করতে পারি তাহলে পরনিন্দা, গীবত, অপবাদ,গালিগালাজ ইত্যাদি খারাপ আচরনগুলো আমাদের মধ্য থেকে দূর হয়ে যাবে। তাই আসুন আমরা শধু অন্যের সমালোচনা না করে ইতিবাচক দিকগুলো নিয়ে আলোচনা করি।



বিষয়: বিবিধ

১৭৪৩ বার পঠিত, ৩১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

202604
০৫ এপ্রিল ২০১৪ রাত ০৩:২৮
ভিশু লিখেছেন : অসাধারণ লেখা! এর সারাংশ কি বলবো আর?! পুরোটাই সলিড! খুব সুন্দর করে প্রাসঙ্গিক হাদিসটি ইনকর্পোরেট করায় এর মর্যাদা আরো অনেকগুন বেড়েছে! মানুষের ভালো গুন-বৈশিষ্ট্যগুলো রিকগনাইজ করা, স্বীকৃতি দেয়া সত্যিই তাঁদেরকে আরো ভালো হতে অনুপ্রাণিত করে - যদি তা ফ্ল্যাটারিং না হয়। যে গুনটি শ্রদ্ধেয়া লেখিকার মধ্যেও প্রকটভাবে লক্ষ্য করেছি! অত্যন্ত উন্নতমানের পরিবেশনা! কাজে লাগবে আমাদের সবারই, ইনশাআল্লাহ! ভালো থাকবেন অন্নেক...Praying Good Luck Happy Rose
০৫ এপ্রিল ২০১৪ রাত ১১:৪৪
152449
বৃত্তের বাইরে লিখেছেন : যতটুকু দেখেছি/জেনেছি মন্তব্যকারী নিজেই এই গুনের অধিকারী। শ্রদ্ধেয় এমন কারো কাছে উত্সাহ পাওয়াটা সৌভাগ্যের ব্যাপারPrayingকৃতজ্ঞতা জানবেন,শুভেচ্ছা সততHappy Good Luck Rose
202610
০৫ এপ্রিল ২০১৪ রাত ০৩:৫৯
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনার লেখাটা পড়ে খুব ভালো লেগেছে।
০৫ এপ্রিল ২০১৪ রাত ১১:৪৫
152450
বৃত্তের বাইরে লিখেছেন : ধন্যবাদ শ্রদ্ধেয় ভাই আপনাকে। অনেক দিন আমাদের আপুকে দেখছিনা কেন? শুভেচ্ছা রইলোGood Luck Good Luck
০৬ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৩১
152641
প্যারিস থেকে আমি লিখেছেন : সে বাংলাদেশে।
202656
০৫ এপ্রিল ২০১৪ সকাল ১০:২৮
ফাতিমা মারিয়াম লিখেছেন : কোন একটা ঘটনা ঘটলে সেটা সম্পর্কে নেতিবাচক চিন্তা করাটাই আমাদের স্বভাব। তাই এর ইতিবাচক দিকগুলি আমরা খুঁজে পাইনা।

চমৎকার এবং শিক্ষণীয় লেখাটির জন্য ধন্যবাদ জানাচ্ছি।
০৫ এপ্রিল ২০১৪ রাত ১১:৪৬
152451
বৃত্তের বাইরে লিখেছেন : অনেক ধন্যবাদ আপুজ্বী। আমাদের চারপাশে প্রতিদিন যেসব ঘটনা ঘটে তাতে সমাধান করার চেয়ে আমরা আলোচনা-সমালোচনা করি বেশি।আমাদের উচিত সমাধানে এগিয়ে আসা আর না পারলে চুপ থাকা। কিন্তু আমরা উল্টোটা করি। আমরা সবাই যেন গুজব,মিথ্যা অপবাদ দেয়া থেকে নিজেদের মুক্ত রাখতে পারি। অনেক ধন্যবাদ আপু আপনাকেLove Struck Good Luck Love Struck
202697
০৫ এপ্রিল ২০১৪ দুপুর ০১:২২
আফরা লিখেছেন : চমৎকার লেখার জন্য ধন্যবাদ আপু ।
০৫ এপ্রিল ২০১৪ রাত ১১:৪৭
152452
বৃত্তের বাইরে লিখেছেন : পড়ে মন্তব্য করায় আফরা মনিকেও ধন্যবাদLove Struck Good Luck
202749
০৫ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৩২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : চমৎকার লেখার জন্য অনেক ধন্যবাদ
০৫ এপ্রিল ২০১৪ রাত ১১:৪৮
152453
বৃত্তের বাইরে লিখেছেন : পড়ে উত্সাহ দেয়ার জন্য আপনাকেও অনেক ধন্যবাদGood Luck Good Luck Happy
202771
০৫ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:০৪
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০৫ এপ্রিল ২০১৪ রাত ১১:৫০
152455
বৃত্তের বাইরে লিখেছেন : বড়দার সাথে মারামারি আর কাজিনের সাথে ঝগড়া করে মনের ঝাল বুঝি আমার উপর ঝাড়া হয়! রেডি মন্তব্য কেনAngelধন্যবাদ অনেক অনেক। শুভেচ্ছা সততGood Luck Good Luck Happy
202793
০৫ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৪৭
সুশীল লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৫ এপ্রিল ২০১৪ রাত ১১:৪৯
152454
বৃত্তের বাইরে লিখেছেন : সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাকেওGood Luck Happy
204011
০৭ এপ্রিল ২০১৪ রাত ০৮:১২
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : শতকরা ৬০ ভাগ মানুষ কথা বলার সময় প্রতি ১০ মিনিটে অন্তত একটি মিথ্যা কথা বলে এবং এর মূল কারণ হিসেবে মানসিক সমস্যাকে চিহ্নিত করা হয়েছে।

*********************************
সঠিক...প্রজাপতির পাখা জন্মায় উড়িবার তরে
মা্ইডা ঘর ছাইরা পালা্ইছে বাপ মায়ের ডরে,
দ্বীন নাই মান নাই দুনিয়া নিয়াই ব্যাস্ত
তাইতো মাইয়া গিল্লা খাইলো মান সম্মান আস্ত,
০৮ এপ্রিল ২০১৪ রাত ১০:১৯
153727
বৃত্তের বাইরে লিখেছেন : প্রজাপতি পাখা মেলার আগে বাবা,মা সহ পরিবারের বড়দের উচিত সবসময় খেয়াল রাখা। প্রতিবেশীরা এমন দেখলে শুধু আড়ালে গসিপ,নিন্দা,পরচর্চা না করে বুঝাতে পারে। এমন ঘটনা অনেক সময় বাবা মায়ের আড়ালে হয়। এক্ষেত্রে বাড়ির অভিভাবকদের জানানোও কিন্তু নৈতিক দায়িত্ব এর মধ্যে পড়ে।

পড়ে মন্তব্য করায় অনেক ধন্যবাদ আপনাকেGood Luck Good Luck Happy
204275
০৮ এপ্রিল ২০১৪ সকাল ০৯:১২
রেহনুমা বিনত আনিস লিখেছেন : আমরা সবাই যদি এভাবে অন্যের ভাল দিকগুলো নিয়ে আলোচনা করার অভ্যাস করতে পারি তাহলে পরনিন্দা, গীবত, অপবাদ,গালিগালাজ ইত্যাদি খারাপ আচরনগুলো আমাদের মধ্য থেকে দূর হয়ে যাবে। - সমস্যা কি জানেন আপু, আমরা নিজেদের মধ্যে আসল গুনের পাশাপাশি কল্পিত গুনও দেখতে পাই, একইভাবে অন্যদের মাঝে আসল দোষের পাশাপাশি কল্পিত দোষও দেখতে পাই, দুয়ে মিলে কিছুতেই আর ভারসাম্য রক্ষা হয়না Yawn Yawn Yawn
আমাদের মানসিকতার উন্নয়নে আপনার এই প্রশংসনীয় প্রচেষ্টাকে স্বাগত জানাই আপু Happy Rose Rose Rose
০৮ এপ্রিল ২০১৪ রাত ১০:২১
153728
বৃত্তের বাইরে লিখেছেন : আমি নিজেই বা এত ভাল কোথায় হতে পারলামCrying উপদেশ দিলাম যেন অন্যের সাথে সাথে আমারও আত্মিক উন্নতি হয়। নিন্দা যখন নিজের ঘাড়ে এসে পড়ে তখন বিবেক বোধ জাগ্রত হয়। কারণ তখন আমি ভুক্তভোগী,আসামী না। আমরা সবাই যেন এ থেকে নিজেদের হেফাজত করতে পারি। সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপনাকেGood Luck Love Struck Happy
১০
205255
০৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৩৪
আফরোজা হাসান লিখেছেন : আমার মাঝে মাঝে মনেহয় বেশির ভাগ মানুষেরই হয়তো এই কথা জানা নেই যে, সমালোচনা আর নিন্দা এক জিনিস না। আবার যুক্তি ও তর্কের মাঝেও পার্থক্য বিদ্যমান। তাই আমাদের সমালোচনা আলো ছড়ানোর পরিবর্তে নিন্দার আঁধারে ঢাকা পড়ে যায়। যুক্তি নাস্তানাবুদ হয় হযবরল তর্কের বাণে। আশা জাগাতে গিয়ে আমরা মানুষকে করে ফেলি নিরাশ। উপড়ে তুলতে গিয়ে মাঝপথে হাত ছেড়ে দেই ফলে ব্যক্তি যেখানে দাঁড়িয়ে ছিল তারচেয়েও নীচে গিয়ে পড়ে......!
আমি এই সবকিছুর কারণ হিসেবে দেখি অজ্ঞতাকে। আর সমাধান দেখি জ্ঞানার্জনের মধ্যে। আল্লাহ আমাদের সবাইকে এই সকল মানসিক অজ্ঞতা থেকে হেফাজত করুন। আমরা যাতে নিজ নিজ মনোজগতকে সঠিক জ্ঞানের আলোয় আলোকিত করতে পারি সেই পথ সুগম করে দিন, আমীন।
১১ এপ্রিল ২০১৪ রাত ০৪:৫২
154822
বৃত্তের বাইরে লিখেছেন : ঠিকই বলেছেন আপু। বেশীর ভাগ মানুষ এই দুইয়ের পার্থক্য বুঝেনা। নিজেকে সংশোধনের জন্য সমালোচনার প্রয়োজন এতে নিজেকে গড়া যায়, নিজের কাজের মূল্যায়ন করা যায়। কিন্তু সমালোচনার নামে শুধু নিন্দা কারো কাম্য নয়,করা উচিতও নয়। মূল্যবান মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপুকেLove Struck Good Luck Happy
১১
205503
১০ এপ্রিল ২০১৪ রাত ০৪:১৯
সাদিয়া মুকিম লিখেছেন : সুন্দর বাস্তবধর্মী উপমা ও দৃষ্টান্তের মাধ্যমে পোস্টটির মূল শিক্ষা ফুটিয়ে তুলেছেন আপু!আশাকরি পরের পর্বগুলো শীঘ্রই পাব ইনশা আল্লাহ!

জাঝাকিল্লাহু খাইর। Love Struck Good Luck Rose
১১ এপ্রিল ২০১৪ রাত ০৪:৫২
154823
বৃত্তের বাইরে লিখেছেন : মন্তব্যের জন্য শুকরিয়া আপুLove Struckব্যাস্ততা যাচ্ছে কিছুটা,ইনশাল্লাহ চেষ্টা করবো। সাথে থাকার জন্য জাজাকাল্লাহLove Struck Good Luck Happy
১২
206310
১২ এপ্রিল ২০১৪ সকাল ০৮:৩৬
আওণ রাহ'বার লিখেছেন : Good Luck ইতিবাচক দৃস্টিভঙ্গী
Good Luck আচ্ছা বৃত্ত আমি কিন্তু রাম ধোলাই খেয়েছি আমার মায়ের হাতে। বদ এর হাড্ডি ছিলাম। এখনও মা চান্স পেলেই আমাকে পেটান আমার কি হবে???
আমিও কি আমার বাবুদেরকে????Crying Crying Crying
আমার একজন ভাই বয়স ৪৫ হবে প্রায় সে এখনও বাবার হাতের মাইর খায়। বাবা একসাইড প্যারালাইসড তারপরো ৪৫বয়সকে উড়ে উড়ে মারে। Happy Tongue Tongue
মায়ের হাতের মাইর বগুড়ার দইয়ের থেকে মিস্টি।
মায়ের নাকে কান্না দেখার মজাই আলাদা। যুক্তিতে না পরলে কেঁদে জয় অর্জন করে। আসলে জয়টা নির্ধারিত তাদের। Big Grin
১৪ এপ্রিল ২০১৪ রাত ১২:৫৭
155947
বৃত্তের বাইরে লিখেছেন : হুম...Smug ইতিহাস তো তাই বলে। আমাদের দেশে বাবা মায়েরা বুঝানোর চেয়ে শাসন করে বেশি। তাই ছেলেমেয়েরাও পরবর্তিতে যখন বাবা মা হয় তাদের বংশধরদের একই ভাবে শাসন করেWorried
মাকে মনে হয় অনেক জ্বালানো হয়Frustrated নিয়মিত বেতের উপর রাখলে ঠিক হয়ে যাবেAngel Good Luck Good Luck Good Luck
১৩
206863
১৩ এপ্রিল ২০১৪ সকাল ১০:২২
দ্য স্লেভ লিখেছেন : বিশ্লেষণমূলক বিষয়। অত্যন্ত দারুনভাবে উপস্থাপন করেছেন। জাজাকাল্লাহ্ ...চালিয়ে যান। আপনার লেখা াবহেলায় নয়,তবে কেন যে পড়া হয়নি বুঝলাম না। আমার মাথায় বাড়ি দেওয়া উচিত
১৪ এপ্রিল ২০১৪ রাত ০১:১৭
155953
বৃত্তের বাইরে লিখেছেন : নিচের ১৪ নং মন্তব্যটা আপনার উদ্দেশে করা। ভুলে মন্তব্য হয়ে গেছে।
১৪
207394
১৪ এপ্রিল ২০১৪ রাত ১২:৫৯
বৃত্তের বাইরে লিখেছেন : চিন্তা নেই, ফ্রি হাতুড়ি আছে বারি দেয়া যাবে Give Up কিন্তু আপনি যেহেতু বেড়াতে এসেছেন তাই হাতুড়ির বদলে নতুন বছরের মিষ্টি খান

১৪ এপ্রিল ২০১৪ সকাল ১০:০৩
156033
দ্য স্লেভ লিখেছেন : মিস্টিটা খুব মিস্টি লাগল কিন্তু হাতুড়ী কই? ওইটা তো হাতপাখা..Rolling on the Floor Rolling on the Floor
১৫
207407
১৪ এপ্রিল ২০১৪ রাত ০১:০৯
পবিত্র লিখেছেন : সুন্দর লিখেছেন। ভালো লাগলো। Happy Happy
১৪ এপ্রিল ২০১৪ রাত ০১:১৯
155959
বৃত্তের বাইরে লিখেছেন : Rose Rose Rose Rose
নতুন আলোয় কাটুক আঁধার। পুরনো সব দুঃখ,মান-অভিমান ভুলে নতুন করে পথ চলার আহবান রইলো। শুভ নববর্ষ
নিশি অবসান প্রায়, ঐ পুরাতন বর্ষ হয় গত. . . .
আমি আজি ধূলিতলে জীর্ণ জীবন করিলাম নত।
বন্ধু হও শত্রু হও, যেখানে যে রও
ক্ষমা করো আজিকার মত
পুরাতন বর্ষের সাথে পুরাতন অপরাধ যত. . . . .

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File