ছবি ব্লগঃ বিভিন্ন দেশের মোনালিসা

লিখেছেন লিখেছেন বৃত্তের বাইরে ০৯ জুলাই, ২০১৩, ১২:৫৩:৫৫ রাত

সুন্দরী নারীদের প্রতি আকর্ষণ কম-বেশী সবার। কবিতার ছন্দে, শিল্পীর তুলির আঁচড়ে, লেখকের ব্যঙ্গ রসাত্মক উপস্থাপনায়, রাস্তার বিলবোর্ডে, এমনকি পুরুষের শেভিং ক্রিমের বিজ্ঞাপনেও নারীর অযাচিত ব্যবহার লক্ষণীয়। এক্ষেত্রে শুধু পুরুষরা দায়ী এটা বলা যাবেনা কারন নারীরাও তাদের নিজেদেরকে সমাজে তাদের ভোগ্যপণ্য হিসেবে ব্যবহার করার সুযোগ করে দিয়েছে। আর তাই দেখা যায় নারী বিষয়ক লেখাগুলোতে পাঠকের আগ্রহ অপরিসীম। পাঠকরা খুব মনোযোগ সহকারে নারী বিষয়ক লেখাগুলো পড়ে এবং প্রচুর সময় ব্যয় করে যত্ন সহকারে মন্তব্য, প্রতিমন্তব্য করে। তবে বেশীর ভাগ মন্তব্যে নারীরা যে নানাবিধ নির্যাতনের শিকার এবং তারাও যে পদে পদে ভোগান্তির শিকার হন এই বিষয়ে কোন সমাধান দেখা যায়না। বরং নারী ছলনাময়ী, নারী বহুরূপী, নারী রহস্যময়ী .. ইত্যাদি নানা ধরনের বিশেষণে বিশেষায়িত করা হয়। কখনও কখনও সমাজের শত বাঁধা নারীরা যে নীরবে সহ্য করছে সেটা থেকে পরিত্রানের উপায় হিসেবে শিক্ষা এবং যোগ্যতার চেয়ে পর্দাটাই মুখ্য হয়ে উঠে। অন্যায় যেই করুক দায়ভার সব নারীর। যেখানে সৃষ্টিকর্তা নিজে নারীর রহস্য ভেদ করতে পারেননি সেখানে মানুষ তো নগণ্য প্রানী মাত্র। আর তাই জীবনানন্দের বনলতা সেন প্রেমিক হৃদয়ে ঝড় তুললেও মোনালিসার হাসি আজও রহস্যময়। আধুনিক নারীদের নিয়ে লিওনারদো ডা ভিঞ্চি তার সুনিপুণ হাতে আঁকা মোনালিসাকে কিভাবে চিত্রায়িত করতেন নিচে তার কয়েকটি নমুনা দেয়া হলোঃ



লেবানন



সিরিয়া



কুয়েত



তেহরান



মিশর



প্যালেস্টাইন



লন্ডন



ভারত



দুবাই

আফগানিস্থান

বিষয়: বিবিধ

২৪৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File