কৌটা প্রথা বাতিল না হলে ভবিষৎ করণীয়..
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আলী বিন সুলতান ১৩ জুলাই, ২০১৩, ০৩:৩৪:০৪ দুপুর
কৌটা প্রথা বাতিল না হলে ভারসাম্যপুর্ন ভবিষৎ আমরা নিজেরাই গড়ে তুলতে হবে। এজন্য যা যা করতে হবে…
- ডাক্তারের কাছে যাওয়ার আগে ভালো ভাবে খোজ নিয়ে দেখবেন, ডাক্তারের বাবা, দাদা ,চাচারা কেউ মুক্তিযোদ্ধা আছিলো কি-না।
যদি খোজ নিতে না পারেন তাহলে ডাক্তারকে জিজ্ঞাসা করবেন," আপনি কি অরজিনিয়াল ডাক্তার নাকি কৌটা ডাক্তার?
- আপনার সন্তানকে কলেজে ভর্তী করানোর আগে শিক্ষকদের পরিচয় জেনে নিবেন। যদি কারো বাবা, দাদারা মুক্তিযোদ্ধা হয়ে থাকে তবে বুঝবেন, এরা অরজিনিয়াল বি সি এস ক্যাডার নয়, কৌটা বি সি এস ক্যাডার।সুতরাং ঐ কলেজ থেকে আপনার সন্তানকে নিরাপদ দূরত্ত্বে রাখবেন।
- আপনার কন্যার জন্য শিক্ষিত পাত্র খুজছেন?
বি সি এস ক্যাডার কোন পাত্রের সন্ধান পেলে আগে পাত্রের ৩য় গুষ্টি পর্যন্ত জেনে নিন। পাত্রের দাদা, চাচারা কেউ মুক্তিযোদ্ধা হলে সরাসরি না করে দিন। বুঝতে হবে, কৌটা বি সি এস ক্যাডারের পাল্লায় পড়েছেন।
- প্লেনে উঠার আগে জেনে নিবেন, পাইলটটা কৌটা পাইলট কি-না। মাথা মোডা অজ্ঞ পাইলটরে বিশ্বাস কি !
আপনার বাবা, দাদা, চাচারা কেউ যদি মুক্তিযোদ্ধা হয় এবং আপনি যদি কৌটা প্রথা গ্রহন না করেন (হাজারের মধ্যে ২-১ জন এমন হয়) তাহলে শিক্ষা ক্ষেত্রে সঠিক পরিচয়টা গোপন রাখুন। তা না হলে সবাই মনে করবে আপনি প্রকৃত শিক্ষিত নয়, কৌটা শিক্ষিত।
মুক্তিযোদ্ধারা বাংলাদেশের বীর সন্তান।
কৌটা প্রথা কখনো মুক্তিযোদ্ধাদের সন্মান বৃদ্ধি করেনা। বরং সন্মান নষ্ট করে।
বিষয়: বিবিধ
১৬৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন