জাগতে হবে এখনই...
লিখেছেন লিখেছেন মুহাম্মাদ আব্দুর রকিব ২৩ মে, ২০১৩, ১২:১৩:২৬ দুপুর
ভবিষ্যত প্রজন্ম ধ্বংসের মুখোমুখি!
আজকে সবাই পর্ণ দেখছে! চটি বই পড়ছে!
আপনি যদি আজকে ফেইসবুকে নগ্নতা বিষয়ক কোন পেইজ খুলেন দুই এক সপ্তাহে আপনার পেইজের লাইক হাজার পার হয়ে যাবে! অটোমেটিক!
আমার আশে পাশে (কিছু ধার্মিক আর ব্যতিক্রম কিছু মানুষ বাদে) সবাইকে দেখছি তারা এসবে আসক্ত, মগ্ন!
আপনিও তাকান ভাল করে আপনার চার দিকে আমার বিশ্বাস আপনিও দেখতে পাবেন।
এই সব তাদের কাছে যেন এখন ডাল ভাত!!
বাংলা সিনেমার মতই যেন এটাও একটা সিনেমা! পর্ণ সিনেমা।
বাংলা উপন্যাসের মতই এটাও একটা উপন্যাস! চটি উপন্যাস!!
কে না পড়ছে!কে না দেখছে! বাচ্চা, কিশোর, যুবক, মধ্যবয়স্ক, বৃদ্ধ। সবাই। হুম সবাই।
সবাই পড়ছে। সবাই দেখছে। আর যাদের কম্পিউটার আছে তাদেরতো কথাই নেই।
আর বাচ্চা পোলাপাইনদের হাতে মাল্টিমিডিয়া সেটতো অহরহ।
পিতামাতা অভিভাবকরা দেখছেননা তাদের সন্তানরা কি করছে, কি দেখছে।
আবার অনেকে দেখেও না দেখার ভান করছেন। বুঝেও না বুঝার ভান।
আমরা কি পারিনা একে রুখে দাঁড়াতে? আমরা কি পারিনা এই অবস্থা পুনরুদ্ধারের ব্যবস্থা নিতে? আমরা কি পারিনা ভবিষ্যত প্রজন্মকে রক্ষা করতে এই অনাকাঙ্খিত অবস্থা থেকে?
কেন পারবনা? কেন?
আজ যদি না করতে পারি তাহলে কাল আমাকেই ভুগতে হবে।
আমি ভুগব।
আমার পরিবার ভুগবে।
আমার জাতি ভুগবে।
পরিবার ব্যবস্থা ভেঙ্গে তছনছ হয়ে যাবে।
আরে এমেরিকার দিকে তাকান, তাকান ফ্রান্স-জার্মানির দিকে। দখেন কিভাবে তাদের পরিবার ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে। আজ বিয়ে তো কাল ডিভোর্স!! এইটা তাদের কাছে আজ ছেলে খেলা।
আমরা যদি চাই যে আমরা আমাদের পরিবার ব্যবস্থাকে ঠিক রাখব। যদি চাই যে আমাদের মাঝে অনৈতিকতাকে বিস্তার হতে দেবনা।
তাহলে আসুন শক্ত হাতে প্রতিরোধ গড়ে তুলি এই অশ্লিলতার বিরুদ্ধে। এর বিরুদ্ধে জিহাদ ঘোষনা করি।
আসুন আমরা আমাদের নিজেকে এবং ভবিষ্যত প্রজন্মকে রক্ষা করি।
“দুর্গম গিরি কান্তার-মরু দুস্তর পারাবার
লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুশিয়ার!
দুলিতেছে তরী, ফুলিতেছে জল, ভূলিতেছে মাঝি পথ,
ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মৎ?
কে আছ জোয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যত।
এ তুফান ভারী, দিতে হবে পারি নিতে হবে পাড়ি পার
লঙ্ঘিতে হবে রাত্রি নিশিথে যাত্রীরা হুশিয়ার!”
বিষয়: বিবিধ
১২৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন