একটি ভ্রাতৃত্ব পূর্ণ সমাজ বিনির্মাণে চিত্তাকর্ষক ও অপার বিস্ময়কর সব সমাধান, যা ইতিহাসের গতিধারা বদলে দিতে সক্ষম!!

লিখেছেন লিখেছেন ডাক্তার মেহেদী ২০ জুলাই, ২০১৩, ১২:৪০:০১ রাত

সিলেট মেডিক্যালে তৃতীয় বর্ষে অধ্যয়নকালীন সময়ে রাসুল(সাঃ) এর সর্ব

শ্রেষ্ঠ জীবনীগ্রন্থ "আর রাহীকুল মাখতুম" বইটি হাতে এসেছিল। তখন বইটি একবার আগাগোড়া পড়েছিলামও। কিন্তু লেখনীর গভীরতায় পৌঁছুতে পারিনি, তাই বইটির স্বাতন্ত্র্য ও বিশিষ্টতাও তেমন করে ধরা পড়েনি। অল্প কিছুদিন আগে এক ছোট ভাইয়ের কাছ থেকে বইটি নিয়ে আবার পড়া শুরু করলাম। আলহামদুলিল্লাহ্‌, এবার লেখকের সাবলীলতা, প্রাঞ্জলতা, জ্ঞানের গভীরতা এবং উপস্থাপনা এত চমৎকার লাগছে, আমি রীতিমত বিমুগ্ধ।।

[১] " হে লোক সকল! সালামের প্রসার ঘটাও, খাবার খাওয়াও, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন নামায পড় আর নিরাপদে জান্নাতে প্রবেশ কর।"

[২] "সে ব্যাক্তিই মুসলমান যার মুখ এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে।"

[৩] "সে ব্যাক্তি জান্নাতে প্রবেশ করবেনা যার প্রতিবেশী তাঁর দুর্বৃত্তপনা এবং ধংসকারিতা থেকে নিরাপদ নয়।"

[৪] " মুসলমান মুসলমানের ভাই। একজন মুসলমান না অপর মুসলমানের প্রতি জুলুম করবে না তাঁকে জালিমের হাতে তুলে দিবে। যে ব্যাক্তি নিজের ভাইয়ের প্রয়োজন পূরণে সচেষ্ট হবে আল্লাহ্‌ তাআলা তাঁর প্রয়োজন পূরণ করবেন। যে ব্যাক্তি অপর মুসলিম ভাইয়ের দুঃখ দুশ্চিন্তা দূর করে দিবেন, আল্লাহ্‌ তাআলা কিয়ামতের দিনে তাঁর দুশ্চিন্তা দূর করবেন। যে ব্যাক্তি কোন মুসলিম ভাইয়ের দোষ গোপন রাখবে আল্লাহ্‌ তাআলা কিয়ামতের দিনে তাঁর দোষ গোপন রাখবেন।"

[৫] "সে ব্যাক্তি মুমিন নয় যে নিজে পেট ভরে খায় অথচ তাঁর পাশে তাঁর প্রতিবেশী অনাহারে থাকে।"

[৬] " যে মুসলমান কোন বস্ত্রহীন মুসলমানকে পোশাক পরিধান করায়, আল্লাহ্‌ তাআলা তাঁকে জান্নাতে সবুজ পোশাক পরিধান করাবেন। যে মুসলমান কোন ক্ষুধার্ত মুসলমানকে আহার করায় আল্লাহ্‌ তাআলা তাঁকে জান্নাতে ফল খাওয়াবেন। যে মুসলমান কোন পিপাসিত মুসলমানকে পানি পান করায় আল্লাহ্‌ তাআলা তাঁকে জান্নাতে ছিপি আঁটা শরাবান তহুরা পান করাবেন।"

[৭] "খেজুরের এক টুকরো দান করে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচো। সেটুকু সামর্থ্য না থাকলে অন্তত ভাল কথার মাধ্যমে হলেও আগুন থেকে আত্মরক্ষা কর।"

-[হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম]

একটি অন্ধকারাচ্ছন্ন আরব জাতি, একজন মানুষ মুহাম্মদ (সাঃ) এবং স্বল্প কালের পরিক্রমায় ইতিহাসের সর্বাধিক বৈশিষ্ট্যপূর্ণ এবং মর্যাদাপূর্ণ সমাজে রুপান্তর,এটা কেবলই এক বিস্ময়।। একটি ভ্রাতৃত্ব পূর্ণ সমাজ বিনির্মাণে তিনি এমন চিত্তাকর্ষক সব সমাধান বের করেন, যা আরও অপার বিস্ময়।। উপরোক্ত ৭ টি দৃষ্টান্তের মত সেই উপাদানসমূহ এতই উন্নত, এতই উচ্চ মানের যা শেষ পর্যন্ত ইতিহাসের গতিধারাই বদলে দিয়েছে।।

["আর রাহীকুল মাখতুম" বই এর ২১২-২১৪ পৃষ্ঠা অবলম্বনে]

বিষয়: বিবিধ

১৭৫৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File