নারীকে আমি তেঁতুলও মনে করিনা, আড়ং এর বিলবোর্ডের নারী প্রতিচ্ছবির মতও মনে করিনা।।

লিখেছেন লিখেছেন ডাক্তার মেহেদী ১৭ জুলাই, ২০১৩, ১১:২৩:৫৯ রাত

নারীকে আমি তেঁতুলও মনে করিনা, আড়ং এর বিলবোর্ডের নারী প্রতিচ্ছবির মতও মনে করিনা। কিন্তু, যারা নারীদের সৌন্দর্য ও দেহ সৌষ্ঠবকে বাণিজ্যের পণ্যে রুপান্তরিত করেছে, যারা নারী স্বাধীনতার নাম করে নারীদের কর্পোরেট বেশ্যাবৃত্তির উপকরণ বানিয়েছে, যারা নারী স্বাধীনতার নাম করে নারীকে শুধুমাত্র পুরুষের ভোগ্যপণ্য হিসেবে উপস্থাপন করেছে, ওদের নিকট থেকে যখন আমি নারীর অধিকার, নারীর সম্মান এই শব্দগুলো শুনব, তখন ব্যাপারটা শুধু দুঃখজনকই নয় বরং বিরক্তিকরও।

আপনি কি জানেন, রাসুল(সাঃ) জীবিত থাকাকালে হযরত আয়েশা (রাঃ) প্রতি বৃহস্পতিবার শুধু নারীদের জন্য একটি শিক্ষা মজলিস চালাতেন? রাসুলের (সাঃ) মৃত্যুর পরও এটা চালু ছিল। এই মজলিসে প্রতি বছর অত্যন্ত চারশো শিক্ষার্থী শিক্ষা লাভ করত। হযরত আয়েশা (রাঃ) তার জীবনের শেষ দিন পর্যন্ত এই মজলিসে শিক্ষা দান করে গেছেন। আপনি কি জানেন যে হযরত আবু বকর, হযরত উমার, হযরত ওসমান রাষ্ট্র পরিচালনার ব্যাপারে কোন সমস্যার সম্মুখীন হলে হযরত আয়েশা (রাঃ) এর কাছ থেকে পরামর্শ নিতেন???

হুম, চিন্তা করে দেখবেন, বিবেক খাটাবেন।

বিষয়: বিবিধ

১৩৩২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File