এই আরব জাতি, একজন মানুষ মুহাম্মদ এবং একটি শতাব্দী-একজন খ্রিস্টান চিন্তাবিদ এর বক্তব্য।

লিখেছেন লিখেছেন ডাক্তার মেহেদী ০৫ জুন, ২০১৩, ১০:৫৭:২৯ রাত

"এক দরিদ্র মেষ পালক জাতি সকলের অগোচরে সৃষ্টির প্রথম থেকে মরু প্রান্তরে ঘুরে বেড়াচ্ছিল। যাকে কেহ চিনতনা, সে সকলের দৃষ্টি আকর্ষণ করল। একটি ক্ষুদ্র জাতি বিশ্বের মহত্তম জাতি হল। মাত্র এক শতাব্দীকাল পরে আরব জাতি এক দিকে গ্রানাডা ও অপর দিকে দিল্লী পৌছালো। শৌর্যে- বীর্যে, সাহসে, পরাক্রমে, দীপ্তিতে এবং জ্ঞানের গরিমার আলোকে সহসা জ্বলে উঠে বিশ্বের এক বিশাল ভূখণ্ড জুড়ে আরব সভ্যতা জ্বলজ্বল করে জলতে লাগলো।

বিশ্বাসই মহাশক্তি, প্রাণ সঞ্চারণী। একটি জাতির ইতিহাস তখনই ফলপ্রসূ হয়, যখন সে বিশ্বাসে বিশ্বাসী হয়। এই আরব জাতি, একজন মানুষ মুহাম্মদ এবং একটি শতাব্দী- মনে কি হয়না যে একটি স্ফুলিঙ্গ এসে পড়ল? একটি স্ফুলিঙ্গ কৃষ্ণকায় বালুকাময় পৃথিবীতে এসে স্পর্শ করল এবং অকস্মাৎ সেই বালুকারাশি বিস্ফোরকে পরিণত হল, আকাশ স্পর্শ করল, দিল্লী হতে গ্রানাডা পর্যন্ত জ্বলে উঠলো। আমি বলি, মহামানব সর্বদাই আকাশের বিদ্যুতের মত আর অপর সকল মানুষ জ্বালানির মতই অপেক্ষমান, তার স্পর্শে দাউদাউ করে জ্বলে উঠে।"

[থমাস কার্লাইল,

শুক্রবার, ৮মে ১৮৪০]

বিষয়: বিবিধ

১১৫২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File