নামাজী ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট...
লিখেছেন লিখেছেন ফারাবী সোহান ৩০ মে, ২০১৩, ১১:৩২:৫২ সকাল
অনেককেই দেখা যায় যে যারা নামাযী, ঘরেই পড়েন কিংবা মসজিদে...তাদের মধ্যে একটা জিনিস লক্ষ্য করা যায় যে তারা নামাজ পুরো দিনে কোনোনা কোনোভাবে আদায় করে ফেলেন ঠিকই কিন্তু সেই নামাযের মধ্যে থাকে চরম অবহেলা..............
যেমন এর মধ্যে অধিকাংশ মানুষই হলো তরুণরা যারা কলেজ কিংবা ইউনিভারসিটিতে পড়াশোনা করেন।বেশীরভাগ ক্ষেত্রেই দেখা যায় ক্লাস টাইমের মাঝেই পড়ে যায় যোহর এবং আছরের ওয়াক্ত।কোনো কোনো সময় মাগরীবেরও।তখন বেশীরভাগ ক্ষেত্রেই দেখা যায় যারা নামায পড়েনা তাদের কথাতো বাদ ই দিলাম যারা নামায পড়ে তাদেরও বেশীরভাগ সময় ভারসিটিতে নামাযটা আর আদায় করা হয় না,কারন বেশীরভাগ সময়ই প্যান্ট অথবা আন্ডারওয়ারে সমস্যা থাকে,সেগুলো পাক না থাকার কারনে আর নামাযটা পড়াই হয় না,সফরের সময়কার কথা নাই বা বললাম।পরবর্তীতে বাসায় গিয়ে ইচ্ছাকৃ্তই নামাযগুলো কাজা করা হয় যার আসলে সত্যিকার অর্থেই কোনো যৌক্তিকতাই নেই।কারণ কোনো নামাযী ছাত্র যখন ক্লাসের উদ্দ্যেশ্যেই বের হন তখন যানেন যে কোন কোন নামাযের সময় পর্যন্ত আপনাকে ভারসিটি ,কলেজ কিংবা অন্যান্য জায়গায় থাকতে হতে পারে।এছাড়াও জেনেই হউক আর না জেনেই হউক আপনাকে যেকোন সময়ই বাহিরে থাকতে হতেই পারে।তাই বলেতো নামাযের কোনো অজুহাত কিংবা ক্বাফ্ফারা নেই।সুতরাং একজন নামযী হিসেবে আপনাকে নামযের কথা মাথায় রেখেই কাপড়-চপড় সবসময় পাক-পবিত্র রাখতে হবে এবং পাক-পবিত্র কাপড়-চপড় পড়ে বের হতে হবে,অন্যথায় আপনার সামর্থ্য থাকা সত্ত্বেও নামায কাজা করতে হবে প্রতিনিয়ত (বিশেষ কোনো ক্ষেত্রে কিংবা না পারতে এমন হলে অবশ্য নাপাক কাপড় পড়েই নামায আদায় করা যাবে) যার পরিণাম এক কথায় অচিন্তনীও ভয়াবহ............
সুতরাং সকল নামযীদের জন্য অনুরোধ আপনারা যারা যখন বের হবেন তখন নামায আদায় করা যায় এমন পাক কাপড় পড়েই বের হবেন এবং আপনাদেরকে কোরানের আয়াত মনে করিয়ে দিতে চাই
"অতএব দুর্ভোগ সেসব নামাযীর, যারা তাদের নামায সম্বন্ধে বে-খবর; যারা তা লোক-দেখানোর জন্য করে"
( 107 : 4-6)
বিষয়: বিবিধ
১৭৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন