উপরের দিকে থু থু মারলে নিজের গায়েই পড়ে !

লিখেছেন লিখেছেন ফারাবী সোহান ২৬ মে, ২০১৩, ০৮:৩৯:০৫ সকাল

হা হা হা......খুবই মজার ঘটনা !!

ঘটনাঃ চট্টগ্রামের সেই বিতর্কিত ওসি প্রদীপ কুমার এবার একটি কোচিং সেন্টারের সংবর্ধনা অনুষ্ঠানে হানা দিয়ে শিবিরকর্মী আখ্যা দিয়ে আটক করেছে সদ্য এসএসসি পাস করা ৪০ জন নিরীহ মেধাবী শিক্ষার্থীকে।

(সূত্রঃ বিডিটুডে)

ঘটনার কিন্তুঃ ঘটনার পর খোদ ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীদের তোপের মুখে পড়তে হয়েছে ওসি প্রদীপকে। আটককৃতদের কয়েকজনকে ছাড়িয়ে নিতে থানায় যান ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।আটক নিরীহ কয়েকজন শিক্ষার্থীকে ছাড়িয়ে নিতে পাঁচলাইশ থানায় যান যুবলীগ-ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী।কারন উনাদের অমুখ তমুকদেরকেওযে পুলিশ ধরে নিয়ে গেছে !

ঘটনার ঝামেলাঃ তারা কয়েকজন নিরীহ শিক্ষার্থীকে ছেড়ে দিতে ওসি প্রদীপকে অনুরোধ করেন। এ সময় ওসি তাদের ছাড়তে রাজি না হলে তার সঙ্গে তুমুল বাকবিতণ্ডা শুরু হয়। ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা ওসিকে উদ্দেশ করে গালাগাল দিতে থাকেন। একপর্যায়ে তারা ওসিকে লাঞ্ছিত করেন। এ সময় ওসির দেহরক্ষী ছুটে এসে তাকে রক্ষা করেন। থানায় কর্তব্যরত অন্য পুলিশ সদস্যরা ছুটে এলে তাদের সঙ্গেও ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের হাতাহাতি হয়।এ সময় দিদারুল আলম(সাবেক ছাত্রলীগ নেতা দাবি করে ) সাংবাদিকদের বলেন, পটিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মফজল সাহেবের ছেলেকে ধরে এনেছে শুনে আমি থানায় এসেছি। সে আমার ভাতিজা।

মন্তব্যঃ বুঝলেম ওসি সাহেব ,কুত্তালীগ না চাইলে শিবিরের কাউকেও ধরতে পারবেন না !!

পুলিশের জন্য শিক্ষণীয়ঃ যারে তারেই ধরবেন ঠিক আছে,কিন্তু দয়া কইরা পরিচয়টা আগে জিজ্ঞাস কইরা নিবেন। কারন জামাত-শিবির কিংবা হেফাযতের লোকই হউক না কেনো পাছে আবার সে আম্লীগের কাছের কেউ হয়ে গেলে যে বিপদ !!

বিষয়: বিবিধ

১১৭০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File