তরুণদেরকে উদ্দেশ্য করে আমাদের প্রধানমন্রী
লিখেছেন লিখেছেন ফারাবী সোহান ২৪ মে, ২০১৩, ০৫:২৪:০০ সকাল
লিখাটা আরো আগেই লেখা উচিত ছিলো......কিন্তু এখন কথাটা মনে পড়ল তাই লিখলাম.........
"রবীন্দ্রনাথের জন্মবার্ষীকির দিন টেলিভিশনে দেখলাম আমাদের দেশনেত্রী শেখ হাসিনা এখনকার তরুণদের উদ্দ্যেশ্য করে বলছেন যে," তরুণরা যেনো রবিন্দ্রনাথের জীবনী থেকে শিক্ষা নিতে পারে,উনার জীবন যেনো তরুণদেরকে অনুপ্রাণীত করে(যদিও ইসলামী চেতনা আর আদর্শের সাথে উনার কতটা মিল তা সন্দিহান এমনকি বাংলাদেশের পক্ষে উনার কতটা ভালো ধারণা ছিলো তাও সন্দিহান,ইতিহাস ঘাটলেই তা বোঝা যায়)"......তা ভালো কথা
কিন্তু উনি কি আমাদের তরুণদের উদ্দ্যেশ্য করে কোনোদিন বলছিলেন যে তোমরা মুহাম্মাদ(সাঃ) এর জীবনী থেকে শিক্ষা গ্রহণ কর কিংবা উনার জীবনকে প্রত্যেকে আদর্শ হিসেবে গ্রহন কর।আমার তো মনে পড়েনা উনি অন্তত কোনো ইসলামী বিশেষ দিনে কিনবা অন্তত রাসুল(সাঃ) এর জন্মতারিখেও এই কথা বলছেন......কি জানি ৯৬ এর সময় বলছিলো কিনা?...ভাই কেউ শুনে থাকলে আমাকে অবশ্যই জনাবেন প্লীজ......
একজন মুসলিম এবং একজন শাসক হিসেবেত উনার এইটা প্রতি মুহুর্তেই মনে করিয়ে দেওয়ার কথা এবং এটা উনার গুরুদায়ীত্বও বটে...............কিন্তু উনি মুহাম্মাদ(সাঃ) রে বাদ দিয়া কবিগুরুর মধ্যে অন্তত একজন মুসলিম হিসেবে বেটার কি পাইলো তাই বুঝে আসতাছেনা......
বিষয়: বিবিধ
১০২৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন