কবিতা

লিখেছেন লিখেছেন জলপরী ২২ মে, ২০১৩, ১১:০৯:২৯ রাত



একাকী

এই মোহময়ী অবনীর বুকে

শত অরবিন্দের ন্যায়

ফুটে উঠুক তোমাদের

হৃদয়ের সকল কুসুম কলি।

গাঢ় তিমিরের মাঝে

বেদনার সৈকতে

নিঃসঙ্গই এখন আমি চলি।

প্রভাকরের ন্যায় রাঙ্গা হয়ে উঠুক

তোমাদের জীবন নদী,

পাবকের মাঝে রয়ে যাব আমি

রয়ে যাব একাকী।

দুঃখের দহনে নিঃশেষ হয়ে যাবে

আমার এই দুর্বিসহ জীবন,

সান্তনার বাণী কেউ শুনাবেনা জানি

জানতে চাইবেনা কেউ

আমি আছি কেমন?

বিষয়: বিবিধ

৯৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File