আমার হার্ড ডিস্কের ২০০জিবি বলিউডি মুভিতে পরিপূর্ণ!!
লিখেছেন লিখেছেন আবাবিল পাখি ০৬ সেপ্টেম্বর, ২০১৩, ১১:২৭:৩৬ রাত
আমরা তথাকথিত জাতীয়তাবাদে বিশ্বাসী হুজুগে বাংলাদেশী মানুষ। ভারত ফেলানীর বিচার শুরুর ঘোষণা দেয়ায় অনেকেই খুশীতে বাকবাকুম করেছিলেন, বলেছিলেন যাক এইবার ভারত বিএসএফের বিরোদ্ধে একশন নিচ্ছেতো! মনে রাখা উচিত ছিলো কাশ্মীরে এরকম আরো শত শত ফেলানীকে তারা ধর্ষণ করেছিলো, করতেছে। মাঝে-মধ্যে বিচার নামক প্রহসনে পাপাচারী আর্মড ফোর্সকে দায়মুক্তি দেয়।
নৈতিকভাবে আমরা ফেলানীর ন্যায্য বিচার দাবী করার যোগ্যতা রাখিনা। আমরা আশিকী টু মুভি দেইখ্যা কাইন্দা চোখ ফোলাই, তেরেনাম দেইখ্যা কান্দি, শচীন সামান্যের জন্য সেঞ্চুরী মিস করলে আবেগে কান্দিয়া ফেলি, আইপিএল দেখে সারারাত কাটিয়ে দেই, চেন্নাই এক্সপ্রেস বা নাইট রাইডার্স হারলে চোখে পানি চলে আসে, অপেক্ষায় থাকি কখন ‘তেরেবেরে’ মুভিটা মুক্তি পাবে আর স্টার সিনেপ্লেক্সে গিয়ে বন্ধুদের সাথে দেখবো, ঘন্টার পর ঘন্টা স্টার জলসা, স্টার প্লাস দেইখ্যা আহ্-উহ্। ভাই এসব থেকে ভারত সরকার হাজার হাজার কোটি টাকা আয় করে, বিএসএফকে বেতন দেয়, অত্যাধুনিক অস্ত্র কিনে যাতে আমরা ভয়ে থাকি। তাই আগে আমাদেরকে এসব ভেল্কিবাজি বন্ধ করতে হবে।
‘কারো সাথে শত্রুতা নয়, সবার সাথে বন্ধুত্ব’ এই থিয়রীতে বিশ্বাস করলে ফেলানীর বিচার চাওয়ার কোনো প্রয়োজন নেই, কাতার নিচে বইসা বইসা আশিক বানায়া মুভি দেখেন আর মজা নেন। মাঝে-মধ্যে দুই-চারটা ফেলানী মরে গেলে কোনো সমস্যা নেই, আমারেতো আর মারবেনা যেহেতু আমার হার্ড ডিস্কের ২০০জিবি বলিউডি মুভিতে পরিপূর্ণ!!
বিষয়: বিবিধ
৩৪৪১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন