অদূর আগামীতে যা যা ঘটতে পারে
লিখেছেন লিখেছেন আবাবিল পাখি ২০ জুন, ২০১৩, ১০:৫১:৪৭ সকাল
১। গাছুধিকার মিজানের সাথে কালা বিলাইয়ের বিয়ে হবে। বর যাত্রী থাকবেন ইনু, মেনন, দিলীপ বড়ুয়া, আশরাফুল, পুঁটি কামরুল, পরিমল ছাত্রীধর, সেঞ্চুরি মানিক এসেট্রা। কাজী হবেন বিশিষ্ট প্রজাপতি মন্ত্রী দিদি।
২। সব বড়লোক আম্লীগারের বিয়ে হবে আহলে কিতাবের অনুসারী খ্রীস্টানদেরর সাথে। বিয়ে যৌথভাবে পড়াবেন বিচিষ্ট আলেম ফরিদ উদ্দীন মাসুদ এবং ভ্যাটিকান পোপ ফ্রান্সিস।
৩। ইমরান এইচ সরকারের প্রোফাইলে লেখা থাকবে- ইন এ রিলেশনশীপ উইদ অমি পিয়াল এবং লাকী আপুর প্রোফাইলে লেখা থাকবে- ইন এ রিলেশনশীপ উইদ রোকেয়া প্রাচী।
৪। যারা সৈয়দ আশরাফুল ধর্মের অনুসারী মানে হিন্দুও না মুসলিমও না তাদের বিয়ে হবে হিজরাদের সাথে। বিয়ে পড়াবেন আমাদের তালা খাতুন।
৫। দেশে অসংখ্য নাইট ক্লাব গড়ে উঠবে। ফর্মালিনযুক্ত পিল আর কনডমের প্রভাবে প্রতি বছর অসংখ্য প্রগতিশীলা আব্বা ছাড়া আম্মা হবেন কিন্তু দুঃখ্যের বিষয় কোনো আম্মা ছাড়া আব্বা পাওয়া যাবেনা। মাঝে-মধ্যে কিছু ব্যতিক্রম ঘটবে এই যেমন বিশিষ্ট টেনিস খেলোয়াড় রজার ফেদেরার দম্পতি সিদ্বান্ত নিয়েছেন তাদের সন্তান বড় হয়ে যাচ্ছে, তাই তাদের বিয়ে করা উচিত!!!
এখানের বেশীরভাগ ঘটতে পারে যদি আম্লীগ আবার ক্ষমতায় আসে।
বিষয়: বিবিধ
১৫৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন