কথাগুলো বলার সময় তিনি কাঁপছিলেন

লিখেছেন লিখেছেন আবাবিল পাখি ২৯ মে, ২০১৩, ১২:৪২:২৫ দুপুর

গতকাল আমাদের মহল্লার মসজিদে মাগরিবের নামাজ শেষে একজন বয়ঃবৃদ্ব মুসল্লী দাড়িয়ে বলছিলেন- সম্মানিত মুসল্লীগণ আমি একজন অবসরপ্রাপ্ত প্রাইমারী স্কুলের শিক্ষক, সাথে উনার ছেলেও ছিলো। আমার ছেলে এই বছর এসএসসি পরীক্ষায় এ+ প্লাস পেয়েছে। আমার বর্তমান অর্থনৈতিক অবস্থায় তার লেখাপড়ার খরচ চালিয়ে যাওয়া সম্ভব নয়। তাই আপনারা যে যতটুকু পারেন সাহায্য করেন। বয়স বেশী হওয়ায় তিনি যখন কথাগুলো বলছিলেন তখন কেঁপে কেঁপে উঠছিলেন।

উনার মত এরকম হাজার মানুষ চরম অসহায় অবস্থায় দিন যাপন করছেন। কেউ একবেলা-আধবেলা লবন, ভর্তা খেয়ে বেঁচে থাকা দরকার তাই বেঁচে আছেন, কেউ ওষুধের অভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছেন, অনেকে জীবন যুদ্বে জয়ী হতে না পেরে আত্নহত্যাকে মুক্তির পথ হিসেবে বেছে নিচ্ছেন।

দেশের এই মর্মান্তিক অবস্থায়ও জালিম শাসকরা মানুষের দিকে মুখ তুলে তাকাচ্ছেনা। ওই মানুষ গুলার টাকা দিয়েই তারা ভোগ-বিলাসের চরম সীমায় পৌছে গেছে। কোনো কারণ ছাড়াই দেদারছে টাকার অপচয় করতেছে। অথচ যে মানুষগুলা এই টাকার মালিক তারা চাতকের মত চেয়ে আছে কিন্তু ওই হায়েনাদের কানে ওদের কান্না পৌছেনা।

দেখুন মহান শাসক হযরত উমর ফারুক (রাঃ) এর কি সুমহান উক্তি-

"ফোরাত নদীর তীরে একটি কুকুর ও যদি না খেয়ে থাকে আমি উমর তার জন্য আল্লাহর কাছে দায়ী থাকব"

আমাদের বর্তমান জালিমরা জীবনেও জনগণের প্রতি মহানুভবতায় হযরত উমর ফারুক (রাঃ) এর নখের ধারে কাছেও যেতে পারবেনা।

বিষয়: বিবিধ

১৩২৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File