মুক্তিযুদ্ধের চেতানা
লিখেছেন লিখেছেন ডাঃ হাবিবুর রহমান ২৯ জুলাই, ২০১৩, ০৩:৫২:১৫ দুপুর
বর্তমানে টিভি, পেপার-পত্রিকা, আওয়ামী জনসভা সবখানেই একটি কথা খুব বেশী শুনা যাচ্ছে আর তা হোল মুক্তিযুদ্ধের চেতনা। কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা গুলো কি কি তা আমি জানিনা। এটা আমার জানার খুব ইচ্ছা। বাজারে এটার উপর কোন বইও পাচ্ছিনা। আমাদের দেশের কোন লেখক,বুদ্ধিজীবি, সাংবাদিক, কলামিষ্ট ইত্যাদি এখনো পর্যন্ত এবিষয়ে কোন বই লেখেনি বা আমাদের সরকারও এটা নির্ধারন করে দেননি মুক্তিযুদ্ধের চেতনা গুলো কি কি? বা কোন মুক্তিযোদ্ধাও এখনো পর্যন্ত বলেননি তাদের চেতনা গুলো কি কি ছিল? আমার মনে হয় সরকারের উচিৎ মুক্তিযুদ্ধের চেতনা গুলো কি কি তা নির্দিষ্ট করে নির্ধারন করে দেয়া। যে চেতনা বাংলাদেশের জনগন জানবে ও তা সংবিধানের ন্যায় মেনে চলার চেষ্টা করবে। টুডে ব্লগের ভাই-বোনেরা যদি কারো জানা থাকে মুক্তিযুদ্ধের চেতনা গুলো কি কি তাহলে দয়া করে মন্তব্য লিখে জানাবেন। অথবা আপনার কাছে মুক্তিযুদ্ধের চেতনা গুলো কি কি হতে পারে তা জানাবেন। আমার খুবই প্রয়োজন মুক্তিযুদ্ধের চেতনা গুলো ।
বিষয়: বিবিধ
১৭০৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন