Roseকবিতার সৃস্টি Rose

লিখেছেন লিখেছেন ডাঃ হাবিবুর রহমান ০১ জুলাই, ২০১৩, ০১:২২:৪৬ দুপুর

আমি কবিতা লেখার দীক্ষা নিয়েছি

নজরুলের কাছ থেকে

আমার হাতে খড়ি রবিন্দ্রনাথ।

আমাকে কবিতা লিখতে প্রেরণা যুগিয়েছে

সে আকাশের ঐ চন্দ্রনাথ।

Rose

পূর্ণিমা রাতে মায়াবী জোস্না

জোয়ারে ভরা নদী, ঢেউয়ে ভরা নীল সমুদ্র

দক্ষীণা সমীরনে ঝড় ওঠে মনের বনে

সে ঝড়ে ঝরে পরে শব্দের ফুল ও শুকনো পাতা।

সে সব শব্দ কড়িয়ে নিয়ে আমি

যত্নে সাজিয়ে ভরি আমার কবিতার খাতা।

Rose

ফুলের কবিতা গুলো হয় নরম, মোলায়েম, স্নিগ্ধ ও সুরভিত

তাতে স্থান পায় ফুল-পাখি, নদী-নারী, প্রকৃতি-প্রেম।

শুকনো পাতার কবিতা গুলো হয় কর্কশ-বিবর্ণ, প্রস্তর-অশোভন

তাতে স্থান পায় সমাজের বিশৃংখলা, শোষণ-নির্যাতন, ব্যাবধানের ফ্রেম।

Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck

বিষয়: সাহিত্য

২১২৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File