জনতার চাওয়া

লিখেছেন লিখেছেন ডাঃ হাবিবুর রহমান ২৭ জুন, ২০১৩, ১২:০২:৩৫ দুপুর

ডঃ আহমদ শরীফের মতে

যুবকদের ধর্ষক নাম ঘুচাতে

পাড়ায় পাড়ায় পতিতালয় চাই।

প্রফেসর ডঃ ইউনুস এর মতে

উচ্চ সুদের হারের মাধ্যমে

অর্থনৈতিক মুক্তি চাই।

.

রাজনৈতিক নেতাদের মতে

জনতার অধিকারের আড়ালে

মিছিলের শ্লোগানে

রাজপথের অধিকার চাই

ক্ষমতার মসনদ চাই

বিলাসবহুল গাড়ি-বাড়ি চাই

স্বাস্থ্যকর ব্যাংক-ব্যালান্স চাই ।

.

বিরোধী দলের মতে

এ সরকারের পতন চাই

সরকারী দলের মতে

আমরা মেয়াদ পূর্ন করতে চাই।

.

অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদ এর মতে

ইসলামী বই মুক্ত

পাড়ায় পাড়ায় পাঠাগার চাই

শিক্ষার সুষ্ঠ পরিবেশ চাই।

.

প্রগতিশীল সূশীল বুদ্ধিজিবীদের মতে

মুক্তমনের আস্তিকমুক্ত সংস্কৃতি চাই

নারী পুরুষের উম্মুক্ত অবাদ যৌনতায়

পথে-প্রান্তরে চলার স্বাধীনতা চাই।

.

কম্যিউনিজমের গ্যাড়াকলে

সম-অধীকারের ধোয়া তুলে

বঞ্চিত হত-দরিদ্রের শ্লোগানে

ধনী দরিদ্রের (অলীক) সমতা চাই।

.

এটা চাই ওটা চাই সব চাই,

এ চাওয়ার কোন শেষ নাই।

আসলে আমরা সাধারন জনগন

কী চাই?


Eat

পেট ভরে খেতে চাই,

জীবনের নিরাপত্তা চাই,

সঠিক চিকিৎসা চাই,

মৌলিক অধিকারের পূর্ণতা চাই,

দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতি বন্ধ চাই,

উৎপাদিত দ্রব্যের ন্যায্য মূল্য চাই,

সন্ত্রাসীদের হাত হতে রক্ষা চাই,

দুর্ঘটনা মুক্ত সড়ক চাই,

শান্তিতে বাচতে চাই।

Good Luck

মানবতার মুক্তি চাই,

সঠিক ধর্মপরায়নতা চাই,

বুকভরা ভালোবাসা চাই,

কবিতার ভাষায় তোমাকে চাই।

Rose Rose Rose Rose Rose Rose Rose Rose

বিষয়: সাহিত্য

২২৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File