বন্ধু আমার
লিখেছেন লিখেছেন ডাঃ হাবিবুর রহমান ২১ জুন, ২০১৩, ১১:৩৬:৪৭ রাত
বন্ধু কে হতে পারে?
যে বন্ধুর সুখ-দুঃখকে ভাগ করে নেয়;
বন্ধুর মুখের হাসির জন্য
নির্দিধায় নিজের জীবন বিলিয়ে দেয়।
. . . . . . . . . .
বন্ধু বলি কাকে? বন্ধু বলি তাকে
বন্ধুর জন্য বন্ধুর কাজ হয় নিঃস্বার্থতায়
সর্বোস্ব উজার করে, বন্ধুর উপকার করে
কোন কিছু না পাবার আশায়।
. . . . . . . . . .
বন্ধুর অনিষ্ঠ হয়, অথবা কেউ করতে চাই
এমন কথা ও কাজে যে লিপ্ত হয়;
অথবা বন্ধুকে অসৎ কাজে উৎসাহ যোগায়
সেতো বন্ধুর বেশে মাহাশত্র“, বন্ধু সে নয়।
. . . . . . . . . .
একটু কোথাও দুঃখ পেলে
বন্ধুকে আহব্বান করে বলে
এসো বন্ধু নেশা করি
এসো নেশার সাগরে ডুবে মরি।
. . . . . . . . . .
জীবনকে নিয়ে মেতে উঠি খেলতামাশায়
আনন্দ খুজি নগ্নতায় আর উশৃংখলতায়;
মদ ও নারীর মাঝে চল আনন্দ খুজি
অবাদ যৌনতায় বর্তমানের আধুনিকতায়।
. . . . . . . . . .
বন্ধু বলেনাতো বন্ধু চল নামাজ পড়ি
আয় সবার কাছে আল্লাহর বড়ত্তের কথা বলি;
বলেনাতো আয় শিরক মুক্ত ঈমান গড়ি
সবার শ্রেষ্ঠ বন্ধুর কথা মত জীবনের পথ চলি।
. . . . . . . . . .
বিষয়: সাহিত্য
১১৫১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন