বর্ষার বারতা
লিখেছেন লিখেছেন ডাঃ হাবিবুর রহমান ১৮ জুন, ২০১৩, ০২:১৫:১৬ দুপুর
রুমঝুম রুমঝুম ঝরিছে বর্ষার বারী
কোলাব্যাঙ সুর ধরেছে কি বাহারি,
বৃষ্টির ফোটায় আর ভেজা হাওয়ায়
নাচন লেগেছে তরু রাজীর শাখায়।
আকাশে কালো মেঘের ঘন ঘটায়
মাঝে মাঝে সর্পিল আলোক ছটায়,
আলোহীন নিশীথের চলন্ত পথিক
খুজে নেয় তার সঠিক পথের দিক।
পঙ্গপালের দলের রাতের আধারে
প্রাণের বিসর্জন প্রদ্বীপের মিনারে,
কিসের মোহে আলোর কাছে ছুটে এসে
ধোকার জালে ধরা পরে মরনের বিষে।
রোদ, মেঘ, বৃষ্টি জল, আষাঢ়-শ্রাবনের ঢল
সাগর-নদী, খাল-বিল-ঝিল, বণ্যার জল,
মেঘের সৃষ্টি, বহমান বাতাস, ঝড়ানো বৃষ্টি
নদীর স্রোত, বর্ষার বাণ, সব খোদার সৃষ্টি।
বর্ষার বিস্তৃত জল, সিক্ত উর্বর ধরণী
শষ্য শ্যামল মাঠ, সুবিস্তির্ণ বন বনাণী,
যোগাচ্ছে নিরন্তর উদরের জ্বালানি
সবই মহান আল্লাহর মেহেরবানী।
বিষয়: সাহিত্য
১৭১৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন