মানবদেহের হিসাব-নিকাশ
লিখেছেন লিখেছেন ডাঃ হাবিবুর রহমান ১৬ জুন, ২০১৩, ০৪:০৯:২৮ বিকাল
মানবদেহে রয়েছেঃ
১) ২০৬ টি ছোট-বড় অস্থি (হাড়)।
২) মানবদেহে ৩৬০ টি জোড়া আছে।
৩) ৬৫০ টি মাংসপেশী ।
৪) ১০০ টি গ্রন্থি।
৫) ১ হাজার ৩০০ কোটি স্নায়ুকোষ ।
৬) রক্তের এক লাখ কিলোমিটার শিরা-উপশিরা।
৭) মানব মস্তিস্ক একটি বিস্ময়কর যন্ত্র। এর ওজন সমগ্র শরীরের ১০০ ভাগের ৩ ভাগ (গড়ে পুরুষের = ১.৪৫ কেজি ও মেয়েদের ১.৩ কেজি)। একজন মানুষের মস্তিস্ক ১টি সুপার কম্পিউটারের থেকে ৪০ হাজার গুনেরও বেশী শক্তিশালী।
৮) প্রতিটি মিনিটে মস্তিস্কে রক্ত সরবরাহের পরিমাণ ৩৫০ মিলিলিটার।
৯) মানবদেহের হৃদযন্ত্র সারা জীবনে প্রায় ২০০ কোটিবার ধড়পড় করে। ৫০ কোটি লিটার রক্ত পাম্প করে।
১০) মানবদেহের অতি বিস্ময় পাকস্থলী। এখানে প্রতি মিনিটে তৈরি হচ্ছে ৫ হাজার কোটি কোষ। তারা আবরণ সৃষ্টি করে পাকস্থলীকে দিচ্ছে।
১১) দেহে রয়েছে দুটি কিডনি। কিডনি দুটি প্রতি মিনিটে ১.৩ লিটার রক্ত ছাঁকছে এবং শরীরের বর্জ প্রস্রাব আকারে বের করে দিচ্ছে প্রতিদিন প্রায় ১.৫ - ২ লিটার (সুস্থ ও প্রাপ্তবয়স্ক লোক)। কিডনিতে অসংখ্য ছোট ছোট সরুনল রয়েছে। এগুলোকে পরস্পরের সঙ্গে জোড়া লাগালে লম্বার তা হবে প্রায় ৪০ মাইল।
১২) মানবদেহে রক্তের পরিমাণ পুরুষের ৫.৫ লিটার মহিলার ৪.৫ লিটার। রক্তে লোহিতকণিকা জীবিত থাকে ৪ মাস, রক্তে লোহিত ও শ্বেতকনিকার অনুপাত ৫০০:১
১৩) একজন পূর্ণবয়স্ক মানুষের দেহের ত্বকের ওজন প্রায় ৬ পাউন্ড।
১৪) মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস। শরীরের মোট তাপের প্রায় ৮০ ভাগ বেরিয়ে আসে মাথা দিয়ে।।
১৫) দেহে প্রতিদিন চুল গজায় প্রায় ১০০ টি। ঝওে প্রায় ১০০ টি।
১৬) দেহের দ্রুততম কোষ হচ্ছে শ্বেতকণিকা।
১৭) মানবদেহের ক্রোমোজোম ২৩ জোড়া, অটোজোম ২২ জোড়া।
১৮) একজন পূর্ণবয়স্ক মানুষের সুস্থ, স্বাভাবিক, বিশ্রামরত অবস্থায় গড়ে মিনিটে ৭২ বার হৃদস্পন্দন হয়।
১৯) মানবেদেহের সবচেয়ে বড় অস্থিটির নাম উর্ধাস্থি (উরুদেশে অবস্থান), ছোটটির নাম স্টেপিস।
২০) হাতের ৫টি আঙ্গুলে অস্থির সংখ্যা ১৪ টি।
২১) একজন বয়স্ক লোক প্রতি মিনিটে ১২-১৮ বার শ্বাস-প্রশ্বাস গ্রহণ করে।
২২) শ্বাস-প্রশ্বাস ৩ মিনিট ২০ সেকেন্ড বন্ধ থাকলে মানুষ মারা যেতে পারে।
২৩) মানবদেহে রক্ত সঞ্চালন ৫ মিনিট বন্ধ থাকলে মানুষের মৃত্যু ঘটতে পারে।
২৪) মানবদেহে প্রতিদিন প্রায় ৫-৬ লিটার পানির প্রয়োজন।
২৫) দেহ প্রতিদিন ২.৩ - ৩ লিটার পানি ত্যাগ করে।
২৬) মানবদেহে রয়েছে অত্যন্ত শক্তিশালী বুদ্ধিদীপ্ত দুটি ক্যামেরা (চোখ)। একবার দেখলে সারজীবন মনে রাখতে পারে ও পৃথক করতে পারে মুহুর্তের মধ্যেই।
২৭) মানবদেহে রয়েছে অত্যন্ত শক্তিশালী বুদ্ধিদীপ্ত দুটি ঘ্রাণ-ইন্দ্রিয় (নাক)। একবার নিলে সারজীবন মনে রাখতে পারে ও পৃথক করতে পারে মুহুর্তের মধ্যেই।
২৮) মানবদেহে রয়েছে অত্যন্ত শক্তিশালী বুদ্ধিদীপ্ত দুটি শ্রবণ-ইন্দ্রিয় (কান)। একবার শুনলেই সারজীবন মনে রাখতে পারে ও পৃথক করতে পারে মুহুর্তের মধ্যেই।
২৯) মানবদেহে রয়েছে অত্যন্ত শক্তিশালী বুদ্ধিদীপ্ত একটি স্বাধগ্রহনী-ইন্দ্রিয় (জিহবা) যা পৃথিবী যে কোন স্বাধ একবার নিলে সারজীবন মনে রাখতে পারে ও পৃথক করতে পারে মুহুর্তের মধ্যেই।
৩০) একজন প্রাপ্তবয়স্ক লোকের ২৮-৩২ টি দাত থাকে।
বিষয়: বিবিধ
২০২২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন