দুঃখের এক জীবন
লিখেছেন লিখেছেন ডাঃ হাবিবুর রহমান ১১ জুন, ২০১৩, ১১:১৭:০৬ সকাল
জীবনের অর্থ কি তা ভুলে গিয়েছি অনেক আগে
জীবনের হিসাব নিকাশ মেলেনা কোন যোগ-বিয়োগে;
কালের যাত্রার ধ্বনি শুনিতে পায় শেষ বেলার গানে
পৃথিবীর রুপ-রস-গন্ধ আর ভালো লাগেনা মনে।
বাবার বকুনি আর মায়ের কথা না শুনে
যুগের মন্দ হাওয়ায় গা ভাসিয়ে;
যৌবনের উন্মত্বতায় আর উচশৃঙ্খলতায়
জীবন হয়নি গড়া কোন সফলতায়।
শৈশব পেরিয়ে কৈশর ও যৌবনে বুনা নানান স্বপ্নের জাল
গুনে গুনে হয়নি পূরন, জীবন ভরে গেছে মিথ্যা জঞ্জাল;
নারী ও মাদকের নেশায় মত্ত হয়ে, টাকার পিছে ঘুরে
জীবন সরে গেছে জীবন থেকে দুরে বহু দুরে।
নিজেকে চিনিনি বলে, চিনিনি ঐ মহা স্রষ্টাকে
তাইতো রাখিনি তার কাছে ওয়াদাকৃত কথাকে;
পৃথিবির সব মাখলুকের মোহের তাকাদা
আমাকে বিরত রেখেছে করিতে স্রষ্টার সেজদা।
জীবন ঢেকে আছে দুঃখের এক আস্ত চাদরে
মন ডুবে আছে কষ্টের এক গহীন সাগরে;
পেট ভরে গেছে গ্লানির লোনা জলে
ভীরবে না জীবনতরী কভু আর, সত্য-সুখের রঙ্গিন কুলে।
বিষয়: সাহিত্য
২৩৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন