দুঃখের এক জীবন

লিখেছেন লিখেছেন ডাঃ হাবিবুর রহমান ১১ জুন, ২০১৩, ১১:১৭:০৬ সকাল

জীবনের অর্থ কি তা ভুলে গিয়েছি অনেক আগে

জীবনের হিসাব নিকাশ মেলেনা কোন যোগ-বিয়োগে;

কালের যাত্রার ধ্বনি শুনিতে পায় শেষ বেলার গানে

পৃথিবীর রুপ-রস-গন্ধ আর ভালো লাগেনা মনে।

Rose Rose Rose Rose Rose Rose

বাবার বকুনি আর মায়ের কথা না শুনে

যুগের মন্দ হাওয়ায় গা ভাসিয়ে;

যৌবনের উন্মত্বতায় আর উচশৃঙ্খলতায়

জীবন হয়নি গড়া কোন সফলতায়।

Rose Rose Rose Rose Rose Rose

শৈশব পেরিয়ে কৈশর ও যৌবনে বুনা নানান স্বপ্নের জাল

গুনে গুনে হয়নি পূরন, জীবন ভরে গেছে মিথ্যা জঞ্জাল;

নারী ও মাদকের নেশায় মত্ত হয়ে, টাকার পিছে ঘুরে

জীবন সরে গেছে জীবন থেকে দুরে বহু দুরে।

Rose Rose Rose Rose Rose Rose Rose

নিজেকে চিনিনি বলে, চিনিনি ঐ মহা স্রষ্টাকে

তাইতো রাখিনি তার কাছে ওয়াদাকৃত কথাকে;

পৃথিবির সব মাখলুকের মোহের তাকাদা

আমাকে বিরত রেখেছে করিতে স্রষ্টার সেজদা।

Rose Rose Rose Rose Rose Rose Rose

জীবন ঢেকে আছে দুঃখের এক আস্ত চাদরে

মন ডুবে আছে কষ্টের এক গহীন সাগরে;

পেট ভরে গেছে গ্লানির লোনা জলে

ভীরবে না জীবনতরী কভু আর, সত্য-সুখের রঙ্গিন কুলে।

Rose Rose Rose Rose Rose Rose Rose Rose

বিষয়: সাহিত্য

২৩৪১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File