আমার কষ্ট

লিখেছেন লিখেছেন ডাঃ হাবিবুর রহমান ০৯ জুন, ২০১৩, ০৫:২৯:০৫ বিকাল

রাজনীতির ময়দানে নির্বাচনের আগের নেতার ব্যাবহার;

এবং নির্বাচনের পরের নেতার ব্যাবহার যখন মেলাতে পারিনা;

তখন আমার খুব কষ্ট হয়।

সরকারি দল যখন বিরোধী দল, বিরোধী দল যখন সরকারি দল;

এবং তাদের আন্দোলন, জনতার কাছে নির্বাচনী ওয়াদা, কথা ও কাজ

যখন মেলাতে পারিনা;

তখন আমার খুব কষ্ট হয়।

বাঙ্গালীতে বাঙ্গালীতে যথন কথা হয় ইংরেজীতে;

ভাষার জন্য রক্ত ঝড়ার ইতিহাস যখন মেলাতে পারিনা;

তখন আমার খুব কষ্ট হয়।

সমাজ সেবকের জনতার সম্মুখের সমাজসেবা ও মহৎ চরিত্র;

এবং তার ব্যাক্তি জীবন যখন মেলাতে পারিনা;

তখন আমার খুব কষ্ট হয়।

মানবাধীকার কর্মীর মানুষের অধীকার নিয়ে চিৎকার;

এবং তার বাড়ীর গৃহকর্মী ও চাকরের অধীকার যখন মেলাতে পারিনা;

তখন আমার খুব কষ্ট হয়।

যখন বাজারে সব পন্য ও সেবার দাম বাড়ে লাগামহীনভাবে;

কিন্তু শ্রমিক-কর্মচারীর কর্মমূল্য বাড়েনা সেভাবে;

তখন আমার খুব কষ্ট হয়।

আধুনিকতার নামে যুবক-যুবতীদের সাজ-পোষাক, পাশ্চাত্য ধাচ

উগ্রতা, উচশৃংখলতা, নগ্নতা, অবাধ যৌনাতা;

আমার দেশের সমাজব্যবস্থায় যখন মেলাতে পারিনা;

তখন আমার খুব কষ্ট হয়।

কালেমা পড়ে মুসলিম যারা মোহাম্মাদ (সঃ) এর অনুসারী;

অথচ রাস্তা-ঘাটে; কে মুসলিম, কে হিন্দু-বৌদ্ধ, কে খ্রীষ্টান-ইহুদী

চিনতে পারিনা চরিত্র, কাজকর্ম ও লেবাস দেখে;

তখন আমার খুব কষ্ট হয়।

বিষয়: সাহিত্য

১৫৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File