প্রগতিশীল নারী
লিখেছেন লিখেছেন ডাঃ হাবিবুর রহমান ০৫ জুন, ২০১৩, ০৩:১১:৪৫ দুপুর
নারী স্বাধীনতা মানে ঘরের বাহিরে আসা
পর্দার মোড়ক থেকে নিজেকে অবমুক্ত করা।
নারী স্বাধীনতা মানে ছোট থেকে ছোট কাপড় পরা
নিজেকে আরো অধীকতর নগ্ন করা।
নারী স্বাধীনতা মানে ঘর-গৃহস্থলীর কাজ না করা
রান্না না করে হোটেলে খাওয়া।
নারী স্বাধীনতা মানে স্বামীর খেদমত না করে
বন্ধুর হাত ধরে ঘুরতে যাওয়া।
নারী স্বাধীনতা মানে স্বামী-সন্তানকে দেখভাল না করে
তথাকথিত সমাজসেবা করা।
নারী স্বাধীনতা মানে নারীর অধিকার আদায়ে সচেষ্ট হওয়া
নিজের ঘরের গৃহপরিচারিকাকে শারীরিক নির্যাতন করা।
নারী স্বাধীনতা মানে হিন্দি সিরিয়াল দেখে
পরকীয়া প্রেম ও আদিম সুখতায় মত্ত হওয়া।
নারী স্বাধীনতা মানে আন্দোলন করে
দেহ ব্যাবসায় বৈধ কাজের স্বীকৃতি পাওয়া।
নারী স্বাধীনতা মানে ‘লিভ-টু-গেদার’ করা
হাজারও বন্ধুর সাথে ‘ক্যাসিনোর’ পথে যাওয়া।
নারী স্বাধীনতা মানে কোরআনের হুকুম লঙ্ঘন করে
উত্তরাধিকার সম্পদের সমান অধিকার চাওয়া।
নারী স্বাধীনতা মানে নগ্নতায় আন্তর্জাতিক মান অর্জন করে
সমকামী হওয়া আর ‘এলজিবিটি’ আইন পাশে।
বঙ্গীয় সরকারকে উৎসাহিত ও বাধ্য করে
আনন্দে ভেসে যাওয়া ‘ইনচেষ্ট সেক্স’ এর রসে।
নারী স্বাধীনতা মানে মুরব্বীদের অবাধ্য হয়ে
ভূলের চাদরে নিজেকে জরিয়ে নেওয়া।
নারী স্বাধীনতা মানে ইচ্ছেমত বন্ধু ও স্বামী বদল করা
নিজের ইচ্ছা খুশির সর্ব্বোচ্চ মূল্য দেওয়া।
অবশেষে ভূলের মাশুল গুনতে গুনতে
পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া।
একাকী পৃথিবীর পথে চলতে চলতে
জীবন সায়াহ্নে অশ্রুজলে ভেসে যাওয়া।
বিষয়: বিবিধ
২৩২৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন